Advertisment

Congress Candidates List: প্রবীণেই আস্থা কংগ্রেসের, মোদীর বিরুদ্ধে কাকে 'তুরুপের তাস' করল দল?

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস ৪৬ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় উত্তরপ্রদেশের ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress Candidates List: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস ৪৬ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় উত্তরপ্রদেশের ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস।

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস ৪৬ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় উত্তরপ্রদেশের ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে চতুর্থ তালিকা প্রকাশ করল কংগ্রেস। বারাণসী থেকে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কংগ্রেসের হয়ে কে লড়বেন ? এই নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে ছিল প্রবল অপেক্ষা। অবশেষে সেই ঘোষণা করে দিল কংগ্রেস।

Advertisment

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস ৪৬ জন প্রার্থীর চতুর্থ তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় উত্তরপ্রদেশের ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। রায়বেরেলি ও আমেঠি আসন নিয়ে সাসপেন্স বজায় রেখেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দেশের সবচেয়ে ভিআইপি আসন বারানসি থেকে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় ​​রাইকে প্রার্থী করেছে কংগ্রেস। অজয় রাই ২০১৪ এবং ২০১৯ সালে বারাণসী আসন থেকে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে দুটি নির্বাচনেই মোদীর কাছে পরাজয়ের মুখে পড়তে হয় তাঁকে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে, প্রধানমন্ত্রী মোদী সমাজবাদী পার্টির শালিনী যাদবকে ৪.৮০ লক্ষ ভোটে পরাজিত করেছেন। শালিনী যাদব এখন বিজেপিতে যোগ দিয়েছেন। সেই নির্বাচনে অজয় ​​রাই ১ লাখ ৫২ হাজার ৫৪৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। গত লোকসভা নির্বাচনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী আসন থেকে ৬৩.৬২ শতাংশ ভোট পেয়েছিলেন, যেখানে অজয় ​​রাই পেয়েছিলেন ১৪.৩৮ শতাংশ ভোট। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে, অজয় ​​রাই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিলেন।

কংগ্রেসের তালিকায় বহু প্রবীণ নেতার নাম

কংগ্রেস এখনও পর্যন্ত ৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে ১৮৫ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। চতুর্থ তালিকায় দলের একাধিক প্রবীণ নেতার উপরেই ভরসা রেখেছে দল। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংকে রাজগড় আসন থেকে, অরুণ শ্রীবাস্তবকে ভোপাল থেকে, বিকাশ ঠাকরেকে নাগপুর আসন থেকে প্রার্থী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির বিরুদ্ধে লড়বেন।

গত লোকসভা নির্বাচনে কংগ্রেস উত্তর প্রদেশের ৮০ টি লোকসভা আসনের মধ্যে শুধুমাত্র একটি আসন জিতেছিল। তা হল রায়বেরেলি, যেখান থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী প্রার্থী ছিলেন। তামিলনাড়ুতে কংগ্রেস আবারও কার্তি চিদাম্বরমকে শিবগঙ্গাই আসন থেকে প্রার্থী করেছে। এই লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন তাঁর বাবা পি চিদাম্বরম। ২০১৪ সালে হেরে গেলেও, ২০১৯ সালে জিতেছিলেন কার্তি।

CONGRESS modi
Advertisment