Advertisment

Modi On Congress: ধর্মের ভিত্তিতে দেশভাগের বড় চক্রান্ত, ভোটের মাঝে সবকিছু ফাঁস করলেন মোদী

একদিকে যখন কংগ্রেসের রাহুল গান্ধী মোদী ও বিজেপির বিরুদ্ধে দেশের সংবিধান বদল, সংরক্ষণের ইস্যুতে সুর চড়িয়েছেন ঠিক তখনই মহারাষ্ট্রের নির্বাচনী সমাবেশ থেকে কংগ্রেসকে আক্রমণ করেন মোদী

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Lok Sabha elections

শুক্রবার মহারাষ্ট্রের নন্দুরবারে এক জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (পিটিআই ছবি)

একদিকে যখন কংগ্রেসের রাহুল গান্ধী মোদী-বিজেপির বিরুদ্ধে দেশের সংবিধান বদল, সংরক্ষণের ইস্যুতে সুর চড়িয়েছেন, ঠিক তখনই মহারাষ্ট্রের নির্বাচনী সমাবেশ থেকে কংগ্রেসকে জোরালো আক্রমণ মোদীর। নির্বাচনী সমাবেশ থেকে মোদী বলেছেন, 'কংগ্রেস সংরক্ষণ এবং সংবিধান সম্পর্কে মিথ্যা ছড়াচ্ছে'।

Advertisment

তিনি বলেন, '৭৫ বছর আগে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর এবং খোদ প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্পষ্ট বলেছিলেন এ দেশে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ হবে না। কিন্তু, আজ কংগ্রেস এবং ইন্ডিয়া জোট চাইছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হোক। ধর্মের ভিত্তিতে ফের একবার দেশভাগ করতে উদ্যত ওরা।'

সংরক্ষণ ইস্যুতে বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "কর্নাটকের কংগ্রেস সরকার সমস্ত মুসলিমদেরকে ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে রাতারাতি সংরক্ষণের সুবিধা দিয়েছে। মোদী আরও বলেন, 'আপনার কোটা কেড়ে নিয়ে মুসলিমদের দেওয়াটাই হল বিরোধীদের গোপন এজেন্ডা।

পাশাপাশি মোদী কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যতদিন আমি বেঁচে আছি, ততদিন কংগ্রেসের ধর্মের সংরক্ষণের গোপন এজেণ্ডা বাস্তবায়ন হবে না'। পাশাপাশি 'হিন্দু ধর্মকে শেষ করতে উদ্যত কংগ্রেস' বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

modi
Advertisment