Advertisment

PM Modi Casts Vote: পরনে গেরুয়া কোট, আমেদাবাদে ভোটদান মোদীর, দিলেন দেশবাসীকে বড় বার্তা

Narendra Modi Casts Vote: মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। দেশজুড়ে সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। আর এই তৃতীয় দফায় গুজরাটে ভোট দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গুজরাটের আমেদাবাদের ভোটার। সকাল সাড়ে ৭টার একটু পরই ভোটকেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি রনিপের নিশান উচ্চ বিদ্যালয়ে ভোট দেন। সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা গান্ধীনগরের বিজেপি প্রার্থী অমিত শাহ তাঁকে স্বাগত জানান।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi casts his vote in Ahmedabad

তৃতীয় দফায় গুজরাটে ভোট দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Narendra Modi Casts Vote: মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট। দেশজুড়ে সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। আর এই তৃতীয় দফায় গুজরাটে ভোট দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গুজরাটের আমেদাবাদের ভোটার। সকাল সাড়ে ৭টার একটু পরই ভোটকেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি রনিপের নিশান উচ্চ বিদ্যালয়ে ভোট দেন। সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা গান্ধীনগরের বিজেপি প্রার্থী অমিত শাহ তাঁকে স্বাগত জানান।

Advertisment

প্রধানমন্ত্রী এদিন গেরুয়া জহর কোট পরে ভোটকেন্দ্রে আসেন। তাঁকে দেখতা রাস্তার দুধারে ভিড় জমান স্থানীয়রা। প্রধানমন্ত্রী মোদিকে এক ঝলক দেখতে জড়ো হয়েছিলেন বহু অনুরাগী। তাঁকে দেখামাত্রই হইচই শুরু হয়। রাস্তার ধারে ধরা পড়ে উল্লাসের ছবি। ওঠে 'মোদি মোদি ' স্লোগান। ভোটকেন্দ্রে যাওয়ার পথে তিনি অটোগ্রাফও বিলোলেন। আবদার রাখলেন অনুরাগীদের।

ভোটদানের পর প্রধানমন্ত্রী বলেন, "আজ তৃতীয় দফার ভোট। আমাদের দেশে এই 'দান'-এর বিশেষ গুরুত্ব রয়েছে এবং সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দিতে হবে। ৪ রাউন্ড ভোটগ্রহণ এখনও বাকি।'' তিনি আরও বলেন, '' আমি গুজরাটের ভোটার। এটাই একমাত্র জায়গা যেখানে আমি নিয়মিত ভোট দিই। অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন…।"

আজ তৃতীয় দফায় দেশের ১১টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে ৯৩টি আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। দেশের ৯৪টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও, গুজরাটের সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুন Loksabha election 2024: ‘আমি জগন্নাথের ছেলে’, নির্বাচনী জনসভা থেকে মোদীর শোরগোল ফেলা মন্তব্য

PM Narendra Modi amit shah bjp loksabha election 2024
Advertisment