Advertisment

Lok Sabha Election 2024: প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত হিংসা, ছত্তিশগড়ে সিআরপিএফ জওয়ানের মৃত্যু

দুপুর তিনটে পর্যন্ত কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়েছে দেখে নিন এক নজরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election Voting Live Updates

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের কোচবিহার নির্বাচনী এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য মানুষ সারিবদ্ধ। (এক্সপ্রেস ছবি পার্থ পল)

Lok Sabha Election 2024 Live Updates, Phase 1 Voting Today: দুপুর তিনটে পর্যন্ত প্রায় ৪৯.৭৮% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অসম, বাংলায় বেশ কিছু বুথে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। পাশাপাশি বাংলায় বেশ কয়েকটি বুথে ইভিএম মেশিন বিকল হওয়ারও ঘটনা ঘটেছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

Advertisment

কড়া নিরাপত্তার মধ্যে, ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১০২ টি লোকসভা আসনের জন্য ২৪-এর লোকসভা নির্বাচনের প্রথম পর্ব সকাল ৭ টায় শুরু হয়। প্রথম পর্বের নির্বাচনে বিশিষ্ট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, সর্বানন্দ সোনোয়াল এবং ভূপেন্দ্র যাদব, কংগ্রেসের গৌরব গগৈ, ডিএমকে-র কানিমোঝি এবং বিজেপির কে আন্নামালাই। এদিন সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ১.৮৭ লাখ ভোটকেন্দ্রে ১৮ লাখেরও বেশি ভোটগ্রহণ কর্মী মোতায়েন করা হয়েছে যেখানে ১৬.৬৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

লোকসভা ভোটের প্রথম দফায় ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম ধাপে ১৬২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৪৯১ জন পুরুষ ও ১৩৪ জন মহিলা প্রার্থী। ৮ জন কেন্দ্রীয় মন্ত্রী, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপালও এবার ভোটের ময়দানে রয়েছেন।

এই পর্বের পর দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। মোট ৭ দফায় ৫৪৩টি আসনে ভোট শেষ হবে ১ জুন। সব আসনের ফলফলা ঘোষণা করা হবে ৪ জুন। ভোট চলাকালীন মণিপুরের গুলি, কোচবিহারে কিছু বিক্ষিপ্ত হিংসার ঘটনার খবর মিলেছে ছত্তিশগড়ের গ্রেনেড বিস্ফোরণের ঘটনাও ঘটে। বস্তারে এক সিআরপিএফ জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছে।
দুপুর তিনটে পর্যন্ত কোন রাজ্যে কত শতাংশ ভোট পড়েছে দেখে নিন এক নজরে-
উত্তরপ্রদেশ - ৪৫.৪৭ শতাংশ
উত্তরাখণ্ড - ৪৫.৫০ শতাংশ
বাংলা - ৬৬ শতাংশ
ত্রিপুরা- ৬৮ শতাংশ
তামিলনাড়ু - ৫১ শতাংশ
রাজস্থান- ৪১.৫ শতাংশ
সিকিম - ৫২.৭ শতাংশ
মহারাষ্ট্র - ৪৪ শতাংশ
মধ্যপ্রদেশ - ৫৩ শতাংশ
জম্মু ও কাশ্মীর - ৫৭ শতাংশ
ছত্তিশগড়- ৫৪ শতাংশ
বিহার- ৪০ শতাংশ
আসাম - ৬০.৭০ শতাংশ
সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। হিন্দি, তামিল, মারাঠি সহ ৫টি ভাষায় তিনি টুইট করেছেন।

election commission
Advertisment