Advertisment

Lok Sabha election 2024: ভোটের মাঝেই বিরাট ধাক্কা, বেসামাল কংগ্রেস, পদত্যাগ দলের প্রধানের

লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে বড় ধাক্কা খেল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি অরবিন্দর সিং লাভলি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress , Arvinder Singh Lovely , Delhi Congress Chief Arvinder Singh Lovely, Delhi Congress Chief Arvinder Singh Lovely Resigned, AAP-Congress Alliance,Aam Aadmi Party , কংগ্রেস, কংগ্রেস সভাপতির ইস্তফা, আম আদমি পার্টি, আপ-কংগ্রেস জোট. লোকসভা নির্বাচন ২০২৪,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে বড় ধাক্কা খেল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি অরবিন্দর সিং লাভলি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন।

দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দর সিং লাভলি। তিনি এর পেছনে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোটকে দায়ী করেছেন। লাভলি প্রশ্ন তুলেছেন, 'কংগ্রেসকে দোষারোপ করে আম আদমি পার্টির জন্ম, তাহলে তার সঙ্গে জোট হবে কী করে'?

Advertisment

লোকসভা নির্বাচনের মধ্যেই কংগ্রেসের বড় ধাক্কা। পদত্যাগ করলেন দিল্লি কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি। কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকে দিল্লির রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এর মাঝেই তখন দিল্লি কংগ্রেসের সভাপতি পদত্যাগ করলেন। জানা গিয়েছে দিল্লিতে কংগ্রেস ও আপ-এর জোটে ক্ষুব্ধ হয়েই পদত্যাগ করেছেন লাভলি।

লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে বড় ধাক্কা খেল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি অরবিন্দর সিং লাভলি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। লাভলি তার অসন্তোষ জানিয়ে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে, ১২ বছর ধরে শীলা সরকারের মন্ত্রী থাকা রাজকুমার চৌহান টিকিট না পেয়ে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। অরবিন্দর সিং লাভলি আম আদমি পার্টির সঙ্গে জোটের বিরুদ্ধে ছিলেন।

তিনি চিঠিতে তাঁর দল ছাড়ার কারণ তুলে ধরে লিখেছেন, দিল্লি কংগ্রেস কর্মীদের স্বার্থরক্ষা করতে পারেন নি তিনি। পাশাপাশি তিনি লিখেছেন, “যে দল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে তৈরি হয়েছে, তাদের সঙ্গে জোটের সম্পূর্ণ বিরোধী ছিল দিল্লি কংগ্রেস ইউনিট। এরপরও দল সিদ্ধান্ত নেয় দিল্লিতে আপের সঙ্গে জোট বাধার।” লাভলি বলেন, দিল্লিতে কংগ্রেসকে মাত্র তিনটি আসন দেওয়া হয়েছে। এই তিনটি আসনের মধ্যে দুটি আসনে বহিরাগত প্রার্থী দেওয়াতেও লাভলীও ক্ষুব্ধ বলে জানা গেছে।

পদত্যাগের পর দিল্লি কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলির সঙ্গে দেখা করে কংগ্রেস নেতা সুভাষ চোপড়া বলেন, 'আমি জানতে চেয়েছিলাম কেন তিনি (অরবিন্দর সিং লাভলি) পদত্যাগ করেছেন। তিনি দলের কাছে কারণ জানিয়েছেন বলে আমাকে জানান'। পাশাপাশি তিনি বলেন, 'এটা আমাদের সবার জন্য চিন্তার কারণ। কিন্তু তিনি বলেছেন যে তিনি শুধুমাত্র তার পদ থেকে পদত্যাগ করেছেন, দল থেকে নয়। এটা দলের অভ্যন্তরীণ বিষয়। তিনি দলের আছেন, দলের সঙ্গে থাকবেন'।

আরও পড়ুন- Usman Gani On Modi: মুসলিমদের নিয়ে মোদীর মন্তব্যের নিন্দা, বহিষ্কারের পর গ্রেফতার বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা

CONGRESS loksabha election 2024
Advertisment