Advertisment

Lok Sabha Election Results 2019: রাজ্যে ভোট গণনাকেন্দ্র কোথায় কটি, দেখে নিন

2019 Lok Sabha Election Results in West Bengal Today: এ রাজ্যে লোকসভা ভোটে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে ঠিক কোথায় কোথায়, একবার দেখে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Counting Centre

ভোট গণনা কেন্দ্র ছড়িয়ে রয়েছে সারা রাজ্যে

এ রাজ্যের ভোট এবার লোকসভা নির্বাচনে অভূতপূর্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানকার ৪২টি আসনের দিকে সারা দেশের নজর। হাই প্রোফাইল বাংলার ভোট গণনা হচ্ছে কোন কোন কেন্দ্রে, একবার দেখে নেওয়া যাক।

Advertisment

এ রাজ্যে ৪২টি কেন্দ্রের কোনও কোনও কেন্দ্রে গণনা হচ্ছে এক জায়গায়, কোনও কোনও জায়গায় একাধিক গণনা কেন্দ্র রয়েছে। সব মিলিয়ে রাজ্যের মোট গণনা কেন্দ্রের সংখ্যা ৫৮।

১- দার্জিলিং

গণনা হচ্ছে

দার্জিলিংয়ের ভানু ভবন

কালিম্পংয়ের সেন্ট অগাস্টিনস স্কুল

শিলিগুড়ি কলেজ

২. কোচবিহার

গণনা হচ্ছে

কোচবিহার পলিটেকনিক কলেজ অ্যান্ড বি টি এন্ড ইভনিং কলেজ

৩.  আলিপুরদুয়ার:

গণনা হচ্ছে

আলিপুরদুয়ার কলেজ

৪. জলপাইগুড়ি:

গণনা হচ্ছে

ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল দ্বিতীয় ক্যাম্পাস ডেঙ্গুয়াঝড় জলপাইগুড়ি

৫. রায়গঞ্জ:

গণনা হচ্ছে

ইসলামপুর কলেজ ও রায়গঞ্জ পলিটেকনিক কলেজ।

৬. বালুরঘাট:

গণনা হচ্ছে

বালুরঘাট কলেজ

৭. মালদহ উত্তর:

গণনা হচ্ছে

মালদহ কলেজ

৮. মালদহ দক্ষিণ:

গণনা হচ্ছে

মালদহ পলিটেকনিক

৯. জঙ্গিপুর:

গণনা হচ্ছে

জঙ্গিপুর পলিটেকনিক ইনস্টিটিউট

১০. মুর্শিদাবাদ:

গণনা হচ্ছে

সুভাষ চন্দ্র বসু সেনিটারি কলেজ, লালবাগ

১১. হাওড়া:

গণনা হচ্ছে

বেলুড় রামকৃষ্ণ শিক্ষা মন্দির

গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট শিবপুর আইআইইএসটি ক্যাম্পাস।

১২. উলুবেড়িয়া:

গণনা হচ্ছে

ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি কলেজ

শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়, বেলপুকুর

১৩. শ্রীরামপুর:

গণনা হচ্ছে

শ্রীরামপুর কলেজ, হুগলি

১৪. হুগলি:

গণনা হচ্ছে

হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি।

১৫. আরামবাগ:

গণনা হচ্ছে

নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ।

১৬. বর্ধমান পূর্ব:

গণনা হচ্ছে

এম বি সি ইনস্টিটিউট অফ টেকনোলজি

১৭. বর্ধমান-দুর্গাপুর:

গণনা হচ্ছে

ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি সাধনপুর, বর্ধমান

১৮. বোলপুর:

গণনা হচ্ছে

বোলপুর কলেজ

১৯. বহরমপুর:

গণনা হচ্ছে

বহরমপুর গার্লস কলেজ

২০. কৃষ্ণনগর:

গণনা হচ্ছে

বি পি সি ইনস্টিটিউট অফ টেকনোলজি

২১. রাণাঘাট:

গণনা হচ্ছে

রাণাঘাট কলেজ

২২. বনগাঁ:

গণনা হচ্ছে

দীনবন্ধু মহাবিদ্যালয়, বনগাঁ

২৩. ব্যারাকপুর:

গণনা হচ্ছে

ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ

২৪. দমদম:

গণনা হচ্ছে

গুরুনানক ডেন্টাল কলেজ, পানিহাটি

২৫. বারাসত:

গণনা হচ্ছে

বারাসত গভর্নমেন্ট কলেজ

বারাসত প্যারীচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল

২৬. বসিরহাট:

গণনা হচ্ছে

বসিরহাট গভর্নমেন্ট পলিক্লিনিক কলেজ।

২৭. জয়নগর:

গণনা হচ্ছে

বঙ্কিম সর্দার কলেজ ,ট্যাংরাখালি।

২৮. মথুরাপুর:

গণনা হচ্ছে

কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল

২৯. ডায়মন্ড হারবার:

গণনা হচ্ছে

হেস্টিংস হাউস কমপ্লেক্স, আলিপুর

৩০. যাদবপুর:

গণনা হচ্ছে

বিজয়গড় জ্যোতি রায় কলেজ

কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম

ব্রতচারী বৃদ্ধাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল, জোকা

৩১. কলকাতা দক্ষিণ:

গণনা হচ্ছে

ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ

ডায়মন্ড হারবার রোড সেন্ট টমাস বয়েস স্কুল

শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল

বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল

ওয়েস্ট বেঙ্গল ইউনির্ভাসিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন

৩২. কলকাতা উত্তর:

গণনা হচ্ছে

নেতাজী ইন্ডোর স্টেডিয়াম

৩৩. তমলুক:

গণনা হচ্ছে

কে টি পি পি হাই স্কুল

৩৪. কাঁথি:

গণনা হচ্ছে

কন্টাই পি কে কলেজ

৩৫. ঘাটাল:

গণনা হচ্ছে

ঘাটাল রবীন্দ্র শতবর্ষ মহাবিদ্যালয়

৩৬. ঝাড়গ্রাম:

গণনা হচ্ছে

ঝাড়গ্রাম রাজ কলেজ (গার্লস উইং)

৩৭. মেদিনীপুর:

গণনা হচ্ছে

কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর ২ খড়গপুর

৩৮. পুরুলিয়া:

গণনা হচ্ছে

পুরুলিয়া পলিটেকনিক

ডিআইইটি ক্যাম্পাস -২ হাটয়ারা, পুরুলিয়া

৩৯. বাঁকুড়া:

গণনা হচ্ছে

বাঁকুড়া ক্রিশ্চান কলেজ

বাঁকুড়া ক্রিশ্চান কলেজিয়েট স্কুল

বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল

৪০. বিষ্ণুপুর:

গণনা হচ্ছে

বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজ (কম্পিউটার বিল্ডিং)

বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (ওল্ড বিল্ডিং)

৪১. আসানসোল:

গণনা হচ্ছে

ডিএভি পাবলিক স্কুল, কন্যাপুর

৪২. বীরভূম:

গণনা হচ্ছে

এস আর এস ভি -সিউড়ি

General Election 2019
Advertisment