Advertisment

Lok Sabha Election Result 2024 : 'অহঙ্কার চূর্ণ হয়েছে, মোদী-শাহকে দেশ চায় না', ঝোড়ো ব্যাটিংয়ে ছক্কা হাঁকিয়ে হুঙ্কার রাহুলের

India General Elections Result 2024 Live Updates: এনডিএ সংখ্যাগরিষ্ঠ, I.N.D.I.Aও কি সরকার গঠন করবে? কোন অঙ্কে হবে বাজিমাত?

author-image
IE Bangla Web Desk
New Update
Exit Poll Result 2024 Live Updates: Lok Sabha Election Result 2024 Live Updates: লোকসভা নির্বাচনের ফলাফলের সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন

রায়বেরেলিতে ৪ লাখ ভোটে জয়ী রাহুল

Lok Sabha Election Result 2024 Live Updates in Bengali: তৃতীয় মেয়াদের জন্য সরকার গড়তে চলেছে প্রধানমন্ত্রী মোদী। আশা ছিল ৪০০ পারের। কিন্তু প্রথম থেকে NDA-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিরোধী INDIAজোট। ফলে বিরাট ধাক্কা খেতে হয়েছে এনডিকে।

Advertisment

এক্সিট পোলের রিপোর্ট ভুল প্রমাণ করে বাংলার দুর্দান্ত ফলের পথে শাসকদল তৃণমূল। ৩০টি আসনে এখনও পর্যন্ত এগিয়ে আছে শাসকদল। অন্যদিকে মাত্র ১১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ১তি আসনে। এর পাশাপাশি ৫৪৩ আসনের নিরিখে এখন পর্যন্ত কমিশনের যা হিসাব তাতে দেখা যাচ্ছে এনডিএ ২৯৮টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২২৭টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ১৮টি আসনে।

৪০০ পারের সংখ্যা পার না হলেও ম্যাজিক ফিগার ছুঁয়ে টানা তৃতীয় বার ক্ষমতায় মোদী সরকার।ভোট গণনার শুরু হবে পোস্টাল ব্যালটের গণনার মধ্য দিয়েই। প্রথম থেকে এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডহাড্ডি লড়াইয়ের ছবি দেখা গিয়েছে। ভোট গণনাকে ঘিরে টানটান উত্তেজনা দেশ জুড়ে।

  • Jun 04, 2024 21:30 IST
    সর্বশেষ পরিসংখ্যান

    লোকসভা নির্বাচনের ফলাফলের সর্বশেষ গণনা এবং প্রবণতা অনুসারে, এনডিএ পেতে চলেছে ২৯২ টি আসন এবং INDIA জোট ২৩৩টি আসন পেতে চলেছে।



  • Jun 04, 2024 21:10 IST
    ফলাফল ঘোষণার পর কী বললেন রাহুল গান্ধী?

    লোকসভার ফলাফল প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন- 'দেশ মোদী-শাহকে চায় না। এই লড়াই ছিল সংবিধান রক্ষার লড়াই। ভারতের জনগণ সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ইন্ডিয়া জোটের পাশে দাঁড়িয়েছে। দেশের বঞ্চিত ও দরিদ্র শ্রেণি তাদের অধিকার রক্ষায় বিরোধী জোটকে সমর্থন করেছে'।



  • Jun 04, 2024 21:05 IST
    ফলাফলে পর কী বললেন মোদী?

    লোকসভা সভার ফলাফল ঘোষণার পর মোদী বলেন, এটা নিশ্চিত যে দেশে টানা তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠিত হতে চলেছে। বিজেপি সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, “১৯৬২ সালের পর প্রথমবারের মতো একটি সরকার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছে। তিনি বলেন, বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে এনডিএ দুর্দান্ত জয় পেয়েছে। এই নির্বাচনে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ”

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “ভারতের মানহানি করার চেষ্টা যারা করেছেন ভোটের মাধ্যমে দেশের মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছেন। আমি দলের সকল কর্মী এবং সকল প্রার্থীকে তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য অভিনন্দন জানাই। সবার সহযোগিতা ছাড়া এই জয় সম্ভব হতো না । আমি দেশবাসীর কাছে ঋণী। টানা তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠনের সুযোগ দিয়েছেন তাঁরা।”



  • Jun 04, 2024 18:02 IST
    রাহুলের নেতৃত্বে কংগ্রেসের কামব্যাক

    'ভোট গণনা এখনও চলছে এবং বিজেপির ২৯৫ টির তুলনায় ইন্ডিয়া জোট ২৩১ টি আসনে লড়াই জারি রেখেছেন। এই লড়াই ছিল গণতন্ত্রকে বাঁচানোর'।



  • Jun 04, 2024 17:38 IST
    জিতলেন মোদী, তৃতীয় মেয়াদে ফের প্রধানমন্ত্রী নমো

    বারানসী থেকে দেড় লাখ ভোটে জিতলেন প্রধানমন্ত্রী মোদী। জওহর লাল নেহেরুর পর তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী।



  • Jun 04, 2024 17:11 IST
    নোটায় রেকর্ড ভোট ইন্দরে

    মঙ্গলবার দুপুর পর্যন্ত নোটায় ২ লক্ষেরও বেশি ভোট পড়েছে। ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার এখনও পর্যন্ত ২ লক্ষ ১ হাজার ৩৩৮টি নোটায় ভোট পড়েছে।



  • Jun 04, 2024 16:47 IST
    সাতটাই সাংবাদিক সম্মেলন মোদীর, গুজরাটে খাতা খুলল কংগ্রেস

    সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি একা ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়েছে। এনডিএ ২৯৫ টি আসন পেয়ে ক্ষমতায় ফিরছে। এদিকে ১০ বছর পর গুজরাটে খাতা খুলল কংগ্রেস। বানাসকাঁথা থেকে দলের প্রার্থী গেনিবেন ঠাকুর তার প্রতিপক্ষ রেখা চৌধুরীকে ৩০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।



  • Jun 04, 2024 16:42 IST
    বিরাট জয় পেলেন শিবরাজ সিং চৌহান

    বড় জয় পেলেন শিবরাজ সিং চৌহান। ৮,১৭, ৪৭৯ভোটে জিতেছেন। তিনি কংগ্রেস প্রার্থী প্রতাপভানু শর্মাকে পরাজিত করেছেন। শিবরাজ সিং চৌহানের জয়ের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।



  • Jun 04, 2024 16:38 IST
    মানেকা গান্ধী ৩২ হাজারের বেশি ভোটে পিছিয়ে

    উত্তর প্রদেশের সুলতানপুরে সাংসদ মানেকা গান্ধী ৩২ হাজারের বেশি ব্যবধানে সমাজবাদী পার্টির প্রার্থী রামভুয়াল নিশাদের থেকে পিছিয়ে রয়েছেন।



  • Jun 04, 2024 16:27 IST
    রায়বেরেলি পর ওয়ানাড,মরিয়া লড়াইয়ে ঝড় তুললেন রাহুল

    রায়বেরেলি আসনের পর ওয়ানাড থেকে থেকে ৬ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছে রাহুল গান্ধী। বিকেলে সাংবাদিক বৈঠকের ডাক দিলেন কংগ্রেস নেতা



  • Jun 04, 2024 16:24 IST
    ওয়ানাড থেকে ৬ লাখের বেশি ভোটে এগিয়ে রাহুল গান্ধী।

    ওয়ানাড থেকে ৬ লাখের বেশি ভোটে এগিয়ে রাহুল গান্ধী। বিকেলে সাংবাদিক বৈঠকের ডাক দিলেন কংগ্রেস নেতা।



  • Jun 04, 2024 16:13 IST
    দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদিকে প্রত্যাখ্যান করেছে'

    সঞ্জয় রাউত বলেছেন- 'দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদিকে প্রত্যাখ্যান করেছে'

    শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেছেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রত্যাখ্যান করেছে। এটা প্রধানমন্ত্রী মোদীর জন্য 'বিদায়ের' বার্তা। তিনি বলেন, দেশের মানুষ মোদী- শাহের অহংকার শেষ করেছে। সবার আগে প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ করা উচিত। দেশে পরিবর্তন আসতে চলেছে।



  • Jun 04, 2024 16:09 IST
    জলন্ধর আসনে জয়ী হয়েছেন চরণজিৎ সিং চান্নি

    জলন্ধর আসনে জয়ী হয়েছেন চরণজিৎ সিং চান্নি

    পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি জলন্ধর আসন থেকে জয়লাভ করেছেন।



  • Jun 04, 2024 16:05 IST
    সরকার গঠনে সমর্থন দরকার বিজেপির

    সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। সরকার গঠনের জন্য চন্দ্রবাবু নাইডু-TDP এবং JDU-এর নীতিশ কুমারের সমর্থন রয়েছে৷ বিজেপি এই মুহূর্তে ২৪৬টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে JDU ১৪ টি আসনে এবং TDP ১৬ টি আসনে এগিয়ে রয়েছে।



  • Jun 04, 2024 16:01 IST
    কেরলে কংগ্রেসের কাছে ধরাশায়ী সিপিএম।

    কেরলে কংগ্রেসের কাছে ধরাশায়ী সিপিএম। কেরলে কংগ্রেস এখনও পর্যন্ত ১৪টি আসনে এগিয়ে রয়েছে। মুসলিগ লিগ এগিয়ে রয়েছে ২টি আসনে। বিজেপি ১টি, সিপিএম এগিয়ে রয়েছে মাত্র ১টি আসনে।



  • Jun 04, 2024 15:57 IST
    বড় পরাজয় বিজেপির

    বড় পরাজয়ের মুখে বিজেপি। জাতীয় সহ-সভাপতি এবং বর্তমান সাংসদ রেখা ভার্মা ধৌরাহরা আসনে সমাজবাদী পার্টির আনন্দ ভাদুয়ারিয়ার কাছে পরাজিত হয়েছেন।



  • Jun 04, 2024 15:52 IST
    পরাজিত আরেক কেন্দ্রীয় মন্ত্রী

    পরাজিত আরেক কেন্দ্রীয় মন্ত্রী

    আজ মোহনলালগঞ্জে সমাজবাদী পার্টির প্রার্থী আর কে চৌধুরীর কাছে পরাজিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর।



  • Jun 04, 2024 15:25 IST
    নাড্ডার বাসভবনে শাহ-রাজনাথ সিং

    ৪০০ পারের আশা অধরাই রয়েছে গিয়েছে। তার মধ্যেই এনডিএ সরকার গঠনের পরিকল্পনা নিয়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি বড় বৈঠক শুরু করেছে। এই বৈঠকে এনডিএ-এর পরবর্তী বৈঠক নিয়েও কথা হবে। বৈঠকে যোগ দিতে জেপি নাড্ডার বাড়িতে পৌঁছেছেন রাজনাথ সিং এবং অমিত শাহ।



  • Jun 04, 2024 15:21 IST
    নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে কোন দল কটি আসনে এগিয়ে?

    নির্বাচন কমিশনের পরিসংখ্যান কী বলছে?

    নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিজেপি ৩টি আসন জিতেছে এবং ২৩৭টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস জিতেছে ১টিতে এবং এগিয়ে আছে ৯৮টিতে। সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ৩৫টি আসনে। TMC- ৩০, DMK- ২১, TDP- ১৬, JDU- ১৪ এবং শিবসেনা UBT ১০টি আসনে এগিয়ে রয়েছে।



  • Jun 04, 2024 15:18 IST
    হারের মুখে মোদীর এই হেভিওয়েট মন্ত্রী

    কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা ঝাড়খণ্ডের খুন্তি আসনে ৯৭,০০০ ভোটে পিছিয়ে রয়েছেন। কংগ্রেসের কালীচরণ মুন্ডা এই আসনে এগিয়ে রয়েছেন অর্জুন মুন্ডা ২০১৯ সালে কালীচরণ মুন্ডাকে মাত্র ১৪৪৫ ভোটে পরাজিত করেছিলেন।



  • Jun 04, 2024 15:03 IST
    সন্ধ্যা ৭টায় বিজেপি অফিসে প্রধানমন্ত্রী মোদী

    সন্ধ্যা ৭টায় বিজেপির সদর দফতর আসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী

    ম্যাজিক ফিগার পার করেছে এনডিএ। আসন সংখ্যা কম হলেও তৃতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন বিজেপি। বিজেপি সন্ধ্যায় দিল্লিতে তার দলের সদর দফতরে একটি বিজয়ের অভিযানের পরিকল্পনা করেছে। বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে সন্ধ্যা ৭টায় বিজেপি অফিসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



  • Jun 04, 2024 14:52 IST
    গুজরাটের পোরবন্দর আসনে জয়ী মনসুখ মান্ডব্য

    গুজরাটের পোরবন্দর আসনে জয়ী মনসুখ মান্ডব্য

    পোরবন্দর লোকসভা আসন থেকে জিতেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্য।



  • Jun 04, 2024 14:43 IST
    প্রবণতা অনুসারে, সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে বিজেপি

    লোকসভা নির্বাচনের ট্রেণ্ড অনুসারে এনডিএ এবং ইন্ডিয়া ব্লকের মধ্যে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এনডিএ ২৯৪ টি আসনে এগিয়ে রয়েছে, ইন্ডিয়া জোট ২৩২ টি আসনে এগিয়ে রয়েছে। কোনো দলই এখনও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। দেশে জোট সরকার গঠনের সম্ভাবনা বাড়ছে।



  • Jun 04, 2024 14:39 IST
    অনন্তনাগ-রাজৌরি আসনে পরাজয় স্বীকার করলেন মেহবুবা মুফতি

    অনন্তনাগ-রাজৌরি আসনে পরাজয় স্বীকার করলেন মেহবুবা মুফতি।

    পিডিপি প্রধান এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ন্যাশনাল কনফারেন্স নেতা মিয়াঁ আলতাফের বিরুদ্ধে অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসন থেকে পরাজয় স্বীকার করেছেন।



  • Jun 04, 2024 14:36 IST
    বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে বিজেপির জয়!

    বিজেপি প্রার্থী পিসি মোহন কংগ্রেস প্রার্থী মনসুর আলি খানকে হারিয়ে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ৩৬০০০ ভোটে জয়ী হয়েছেন। পিসি মোহন চতুর্থবারের জন্য ব্যাঙ্গালোর সেন্ট্রাল থেকে পুনর্নির্বাচিত হয়েছেন।



  • Jun 04, 2024 14:31 IST
    জয়পুর আসনে জয়ী বিজেপির মঞ্জু শর্মা

    জয়পুর আসনে জয়ী বিজেপির মঞ্জু শর্মা

    বিজেপির মঞ্জু শর্মা জয়পুর লোকসভা আসনে ৩,৩১,৭৬৭ ভোটে ব্যবধানে জিতেছেন।



  • Jun 04, 2024 14:24 IST
    উত্তরপ্রদেশে ইণ্ডিয়া জোট ঝড় তুলল

    নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে ইন্ডিয়া জোট ৪২ টি আসনে এগিয়ে রয়েছে, সমাজবাদী পার্টি ৩৫ টিতে এবং কংগ্রেস উত্তর প্রদেশে সাতটি আসনে এগিয়ে রয়েছে৷ এদিকে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ৪০টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ৩৪ টিতে, রাষ্ট্রীয় লোকদল দুটি এবং আপনা দল (সোনেলাল) একটিতে এগিয়ে রয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী আসনে ১,৩২,৫১৪ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আমেঠিতে ৮৮,৯০৮ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার থেকে পিছিয়ে রয়েছেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার পারিবারিক ঘাঁটি রায়বেরেলিতে ২,৬৮,১০২ ভোটে এগিয়ে রয়েছেন।



  • Jun 04, 2024 14:15 IST
    চন্দ্রবাবু নাইডু-মোদীর কথা

    অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে বড় লিড পেয়েছে টিডিপি। টিডিপি ১৩২ টি আসনে এগিয়ে রয়েছে। ২০টি আসনে এগিয়ে রয়েছে জনসেনা পার্টি। ৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্ধ্রপ্রদেশে টিডিপি, জনসেনা ও বিজেপির মধ্যে জোট রয়েছে। YSRCP ১৬ টি আসনে এগিয়ে রয়েছে। রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৯ জুন অমরাবতীতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।



  • Jun 04, 2024 14:10 IST
    ১.২ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী

    ১.২ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রথম দফার ভোট গণনায় কংগ্রেসের রাজ্য প্রধান অজয় ​​রাই বারাণসীতে এগিয়ে ছিলেন, এখন কামব্যাক প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদী ১.২ লাখ ভোটের এই মুহূর্তে এগিয়ে রয়েছেন।



  • Jun 04, 2024 14:08 IST
    চন্দ্রবাবু নাইডু-মোদীর কথা

    অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে বড় লিড পেয়েছে টিডিপি। টিডিপি ১৩২ টি আসনে এগিয়ে রয়েছে। ২০টি আসনে এগিয়ে রয়েছে জনসেনা পার্টি। ৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্ধ্রপ্রদেশে টিডিপি, জনসেনা ও বিজেপির মধ্যে জোট রয়েছে। YSRCP ১৬ টি আসনে এগিয়ে রয়েছে। রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৯ জুন অমরাবতীতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।



  • Jun 04, 2024 13:57 IST
    অন্ধ্রপ্রদেশে ক্ষমতা দখলের পথে টিডিপি

    অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী জগন রেড্ডির দল ১৪টি আসনে এগিয়ে রয়েছে। রাজ্যে, টিডিপি ১৩৪ টি আসনে এগিয়ে রয়েছে, জনসেনা ২০ টি আসনে এবং বিজেপি ৭ টি আসনে এগিয়ে রয়েছে।



  • Jun 04, 2024 13:55 IST
    ওড়িশা দখলের পথে বিজেপি

    ওড়িশা বিধানসভার ফলাফলের প্রবণতা অনুসারে বিজেপি মোট ১৪৭ টি বিধানসভা আসনের মধ্যে ৭৪টিতে এগিয়ে রয়েছে। একই সময়ে, বিজেডি ৫৭টি আসনে, কংগ্রেস ১৪টি এবং সিপিএম একটি আসনে এগিয়ে রয়েছে।



  • Jun 04, 2024 13:52 IST
    নির্বাচন কমিশনের তথ্য অনুসারে ম্যাজিক ফিগার পার করল NDA

    ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এনডিএ ম্যাজিক ফিগার ২৭২ পার করেছে। সব এক্সিট পোলের ভবিষ্যদ্বাণীকে ভূল প্রমাণ করে ইন্ডিয়া জোট ২০০ টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ২৪০ টি আসনে এগিয়ে রয়েছে এবং বৃহত্তর জোট এনডিএ ২৯৯ টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে, বিরোধী ইন্ডিয়া জোট ২২৬ টি আসনে এগিয়ে রয়েছে।

    দলগত পরিসংখ্যান অনুসারে কংগ্রেস ৯৬ টি আসনে এগিয়ে রয়েছে, সমাজবাদী পার্টি ৩৭ টি, ডিএমকে ২১ টি আসনে, তৃণমূল কংগ্রেস ৩১ টি আসনে, শিবসেনা (উদ্ধব ঠাকরে) ১০ টি আসনে, এনসিপি (এসপি) আটটি আসনে, সিপিআই(এম)। পাঁচটি আসনে এবং AAP তিনটি আসনে এগিয়ে রয়েছে।



  • Jun 04, 2024 13:21 IST
    সেলিব্রেশনের মুডে বিজেপি

    ২০১৯ এর পর ফের ২০২৪। দিল্লিতে জয়ের ধারা বজায় রাখল বিজেপি। সাতটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। দলীয় কার্যালয়ের বাইরে উৎসবের পরিবেশ। ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশনের মুডে বিজেপি



  • Jun 04, 2024 13:17 IST
    রায়বরেলিতে পরাজয় স্বীকার বিজেপির

    রায়বরেলিতে পরাজয় স্বীকার বিজেপির। রায়বেরেলিতে বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং, কংগ্রেসের রাহুল গান্ধীর কাছে নির্বাচনে তার পরাজয় স্বীকার করে নোট লিখেছেন৷ রায়বরেলিতে ২০ বারের নির্বাচনের মধ্যে ১৭ টিতেই কংগ্রেস জিতেছে।



  • Jun 04, 2024 13:03 IST
    মধ্যপ্রদেশে বিজেপি তার শক্ত ঘাঁটি ধরে রেখেছে

    বিজেপি মধ্যপ্রদেশে তার শক্ত ঘাঁটি ধরে রাখতে সক্ষম হয়েছে, ২৯টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। ২০১৯-এর বিজেপির ৩০৩ আসনের বদলে এখন সেই সংখ্যা নেমে এসেছে ২৪২-এ যা তাদের প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক কম। এদিকে কংগ্রেস, এবার তার আসন সংখ্যা সংখ্যা দ্বিগুণ করেছে। এখন পর্যন্ত ৯৪ আসনে এগিয়ে রয়েছে দল।



  • Jun 04, 2024 12:57 IST
    হেরে গেলেন দেবেগৌড়ার নাতি

    ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো, জেডি (এস)-এর হাত ছাড়া হয়েছে হাসান আসনটি। ধর্ষণে অভিযুক্ত রেভান্না কংগ্রেসের শ্রেয়াস প্যাটেলের কাছে ৪৪,০০০ ভোটে পরাজিত হয়েছেন ৷



  • Jun 04, 2024 12:53 IST
    হেরে গেলেন দেবেগৌড়ার নাতি

    ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো, জেডি (এস)-এর হাত ছাড়া হয়েছে হাসান আসনটি। ধর্ষণে অভিযুক্ত রেভান্না কংগ্রেসের শ্রেয়াস প্যাটেলের কাছে ৪৪,০০০ ভোটে পরাজিত হয়েছেন ৷



  • Jun 04, 2024 12:50 IST
    ১৫ রাউন্ড গণনার পর বারাণসীতে এগিয়ে মোদী

    বারাণসীতে ১৫ রাউন্ডের গণনার পরে, নরেন্দ্র মোদী ৩৪৯৪১৯ ভোট পেয়েছেন। কংগ্রেসের অজয় ​​রাই পেয়েছেন ২৪৯৭৪৪ ভোট। দিল্লির সাতটি আসনেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা খুন্তিতে পিছিয়ে রয়েছেন। চতুর্থ রাউন্ডের গণনা শেষে ৬৫০০০ ভোটে এগিয়ে মহুয়া মৈত্র।



  • Jun 04, 2024 12:48 IST
    পিছিয়ে বিজেপি প্রধান

    তৃতীয় দফার গণনার পর, তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই কোয়েম্বাটুরে পিছিয়ে রয়েছেন। ডিএমকে-র গণপতি রাজকুমার ৮০০৪০ ভোট পেয়েছেন, আন্নামালাই ৬১০৩৫ ভোট পেয়েছেন এবং এআইএডিএমকে-র সিঙ্গাই রামচন্দ্রন ৩৩৮৮৩ ভোট পেয়েছেন। জম্মু ও কাশ্মীরের পিডিপি প্রধান এবং অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনের প্রার্থী মেহবুবা মুফতি পিছিয়ে রয়েছেন। এ আসন থেকে ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়া আলতাফ আহমেদ ১ লাখ ৮৪ হাজার ৭২৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।



  • Jun 04, 2024 12:45 IST
    ওড়িশা বিধানসভা দখলের পথে বিজেপি

    লোকসভার ৫৪৩টি আসনের সঙ্গেই আজ ওড়িশা ও অন্ধ্র প্রদেশ বিধানসভার নির্বাচনের ফল সামনে এসেছে। অন্ধ্রে ১৭৫টি আসনের মধ্যে ১১৭টি আসনেই এগিয়ে তেলেগু দেশম পার্টি। ওয়াইএসআর কংগ্রেস এগিয়ে রয়েছে ২৩টি আসনে, জনসেনা পার্টি ১৫টি আসনে আর বিজেপি এখনও পর্যন্ত মাত্র ৬টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ওড়িশা বিধানসভা দখলের পথে বিজেপি। বিজেডি-কে পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। তবে ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েক তাঁর কেন্দ্র, কান্তাবাজি আসনে এগিয়ে রয়েছেন।



  • Jun 04, 2024 12:22 IST
    লোকসভা নির্বাচনে কে এগিয়ে?

    হিমাচলে কে এগিয়ে

    - হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে ৪৬,৩৯৭ ভোটে এগিয়ে কঙ্গনা রানাউত।

    - হিমাচল প্রদেশের হামিরপুর লোকসভা আসন থেকে অনুরাগ ঠাকুর ১,১৮,২৯১ ভোটে এগিয়ে রয়েছেন।

    -বিজেপি প্রার্থী ড. রাজীব ভরদ্বাজ হিমাচল প্রদেশের কাংড়া লোকসভা আসন থেকে ২,০৩৬০৫ ভোটে এগিয়ে রয়েছেন৷

    জম্মু ও কাশ্মীর নির্বাচনের ফলাফল আপডেট:

    ১: জম্মু: ৭০,২৮৬ ভোটে এগিয়ে বিজেপি।

    ২: অনন্তনাগ-রাজৌরি: JKNC ১৪৭২৩৫ ভোটে এগিয়ে।

    ৩: বারামুল্লা: এর রশিদ ৬১৬১৯ ভোটে এগিয়ে।

    ৪: শ্রীনগর: JKNC ৮৭৬৯৯ ভোটে এগিয়ে।

    ৫: উধমপুর: ৪৬০১৬ ভোটে এগিয়ে বিজেপি।

    -পাঞ্জাবের জলন্ধর লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ১২১৯৭৯ ভোটে এগিয়ে রয়েছেন।

    - বারমতি থেকে সুপ্রিয়া সুলে ধারাবাহিকভাবে এগিয়ে। বর্তমানে তিনি ৯ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

    -বিজেপি প্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর হরিয়ানার কর্নাল লোকসভা আসন থেকে ১০২৫৭৯ ভোটে এগিয়ে রয়েছেন।

    – বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে উদযাপনের দৃশ্য



  • Jun 04, 2024 12:18 IST
    গান্ধীনগর আসন থেকে ৩ লাখ ভোটের এগিয়ে অমিত শাহ

    গান্ধীনগর লোকসভা আসন থেকে তিন লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।



  • Jun 04, 2024 11:59 IST
    ২৯৪ আসনে এগিয়ে NDA

    মেঘালয়ের একটি আসনে নির্বাচনের ফলাফল সামনে এসেছে। সেখানে জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থী। বর্তমানে এনডিএ ২৯৪ টি আসনে এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়া জোট ২২৯ টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা ২০টি আসনে এগিয়ে রয়েছে। উত্তরপ্রদেশে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইন্ডিয়া জোট ৪০ টি আসনে এগিয়ে রয়েছে এবং এনডিএ ৩৯ টি আসনে এগিয়ে রয়েছে। আমেঠি আসনে ১৭ হাজার ভোটে এগিয়ে কেএল শর্মা। ১৪ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন সঞ্জীব বালিয়ান। রামপুর থেকে এগিয়ে এসপি প্রার্থী। অখিলেশ যাদব ও ডিম্পল যাদব নিজ নিজ আসন থেকে এগিয়ে রয়েছেন।



  • Jun 04, 2024 11:59 IST
    দিল্লির সাতটি আসনেই এগিয়ে রয়েছে পদ্মশিবির

    বিজেপির শক্ত ঘাঁটি হয়ে উঠেছে দিল্লি। সাতটি আসনেই এগিয়ে রয়েছে পদ্মশিবির ।

    প্রবীণ খান্ডেলওয়াল: ৩৮৯৫ ভোটে এগিয়ে

    হর্ষ মালহোত্রা: ৯২০১ ভোটে এগিয়ে

    বাঁসুরি স্বরাজ: ১৮৪৮০ ভোটে এগিয়ে

    মনোজ তিওয়ারি: ৪৭,৯৬৮ ভোটে এগিয়ে

    যোগেন্দ্র চন্দোলিয়া: ৬৫,৩৪৪ ভোটে এগিয়ে

    রামবীর সিং বিধুরী: ২০,৮৬৮ ভোটে এগিয়ে

    কমলজিৎ সেহরাওয়াত: ৩৫,৮১৭ ভোটে এগিয়ে



  • Jun 04, 2024 11:39 IST
    লোকসভা নির্বাচনে বিজেপি কোথায় এগিয়ে?

    উত্তরপ্রদেশে এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে কঠিন লড়াই, বিহারে মহাজোটকে অনেক পিছনে ফেলে এগিয়ে এনডিএ

    উত্তরপ্রদেশে এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে এনডিএ ৩৮ টি আসনে এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়া জোট ৪১ টি আসনে এগিয়ে রয়েছে। বিহারে, এনডিএ ৩৪ টি আসনে এগিয়ে রয়েছে এবং ইন্ডিয়া জোট ৬ টি আসনে এগিয়ে রয়েছে।



  • Jun 04, 2024 11:35 IST
    লোকসভা নির্বাচনে বিজেপি কোথায় এগিয়ে?

    হিমাচল প্রদেশের চারটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি।

    বারাণসী আসন থেকে প্রায় ৫০ হাজার ভোটে এগিয়ে প্রধানমন্ত্রী মোদী।

    ত্রিপুরার দুটি আসনেই এগিয়ে বিজেপি।

    ছত্তিশগড়ে নয়টি আসনে এগিয়ে বিজেপি।

    উত্তরাখণ্ডের পাঁচটি আসনেই এগিয়ে বিজেপি।

    গুজরাটে ২৬টি আসনের মধ্যে ২৫ টিতে এগিয়ে রয়েছে বিজেপি।



  • Jun 04, 2024 11:29 IST
    রায়বেরেলিতে এগিয়ে রাহুল গান্ধী, আমেঠিতে পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি

    কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বর্তমানে আমেঠি কেন্দ্র থেকে ২৩,৪২৮ ভোটে পিছিয়ে রয়েছেন। ওই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মা। এদিকে, কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী বর্তমানে রায়বেরেলিতে ৫০,৫৮৯ ভোটে এগিয়ে রয়েছেন।



  • Jun 04, 2024 11:27 IST
    লোকসভা নির্বাচনের ফলাফলে পিছিয়ে মোদী সরকারের কতজন মন্ত্রী?

    লোকসভা নির্বাচনের ফলাফলে পিছিয়ে পড়েছেন মোদী সরকারের ৬ মন্ত্রী। স্মৃতি ইরানি, নারায়ণ রানে, রাও ইন্দ্রজিৎ সিং, নিত্যানন্দ রাই এবং গিরিরাজ সিং সহ মোদী সরকারের ছয় মন্ত্রী পিছিয়ে রয়েছেন। একই সঙ্গে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং নীতিন গড়কড়ি। এখন পর্যন্ত প্রবণতা অনুসারে, এনডিএ ২৮৯ টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে ইন্ডিয়া জোট মোট সংখ্যা ২৩৩টি আসনে এগিয়ে রয়েছে।



  • Jun 04, 2024 11:19 IST
    হিমাচল প্রদেশের চার আসনেই এগিয়ে বিজেপি

    বিজেপি হিমাচল প্রদেশের চারটি আসনেই এগিয়ে রয়েছে। উত্তরাখণ্ডের পাঁচটি আসনেও এগিয়ে রয়েছে বিজেপি। এই দুই রাজ্যেই এক্সিট পোল সঠিক প্রমাণিত হচ্ছে। জম্মু-কাশ্মীরের বারামুল্লা আসন থেকে পিছিয়ে রয়েছেন ওমর আবদুল্লাহ। হায়দ্রাবাদ আসনে এগিয়ে রয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি। কোচবিহার থেকে পিছিয়ে রয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিক। বহরমপুর আসন থেকে এগিয়ে ইউসুফ পাঠান। কৃষ্ণনগরের মহুয়া মৈত্র পিছিয়ে। বর্ধমান দুর্গাপুর থেকে পিছিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। লখিমপুর খেরি আসন থেকে পিছিয়ে রয়েছেন অজয় ​​মিশ্র টেনি।



election commission CONGRESS tmc bjp লোকসভা নির্বাচন ২০২৪ loksabha election 2024 INDIA Alliance
Advertisment