Lok Sabha Election Result in West Bengal 2019: আজই দিল্লি পাড়ি দিচ্ছেন বঙ্গ বিজেপির জয়ী প্রার্থীরা। শনিবার সকালেই দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির নবনির্বাচিত সাংসদরা দিল্লি উড়ে যাবেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই আজ দিল্লি যাত্রা দিলীপদের। দুপুর ২টোর মধ্যে দিল্লিতে পৌঁছে যেতে বলা হয়েছে। উল্লেখ্য, আজই বিজেপির সংসদীয় দলের বৈঠক। আজকের বৈঠকেই উনিশের নির্বাচনের জয়ী সাংসদদের দায়িত্ব ভাগ করে দিতে পারেন অমিত শাহরা। নয়া মোদী সরকারের মন্ত্রিসভায় বাংলা থেকে এবার ৪-৫ জন জায়গা পেতে পারেন। সে ব্যাপারে এদিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। অন্যদিকে, কলকাতায় বিজয় মিছিল করার ইচ্ছা প্রকাশ করেছেন অমিত শাহ। সে ব্যাপারেও এদিন আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ কবে হবে, সে ব্যাপারেও আজ দিশা মিলতে পারে বলে খবর। সম্ভবত আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। তবে কোন দিন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: ‘চুপচাপ পদ্মে ছাপ’, বাংলায় ৪০ শতাংশ পকেটস্থ বিজেপির
প্রসঙ্গত, বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিয়ে এবার অনেকটাই সন্তুষ্ট কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় এবার ‘অভাবনীয়’ সাফল্য পেয়েছে পদ্মশিবির। দলের সর্বভারতীয় সভাপতির ২৩-এর টার্গেট বঙ্গ বিজেপি ছুঁতে না পারলেও, তার ধারেকাছে পৌঁছে গিয়েছে। বাংলায় ৪২টি কেন্দ্রের মধ্যে ১৮টিতেই জয়ের মুখ দেখেছে গেরুয়াবাহিনী। সেইসঙ্গে ৪০ শতাংশেরও বেশি ভোট পেয়ে বাংলার শাসকদলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পদ্মবাহিনী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে বিজেপির এহেন উত্থানে যারপরনাই খুশি শীর্ষ নেতৃত্ব।
অন্যদিকে, আজই কালীঘাটে নিজের বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৪টেয় কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ী ও পরাজিত, সব প্রার্থীকে বৈঠকে থাকতে বলা হয়েছে। পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে সব জেলা সভাপতিকে। এছাড়াও বৈঠকে থাকবেন দলের গুরুত্বপূর্ণ নেতারা। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের পরাজয় নিয়ে পর্যালোচনা করতেই জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে দলের ফল ‘অপ্রত্যাশিত’ বলেই মনে করছে শীর্ষ নেতৃত্ব। ভোটের লড়াইয়ে তৃণমূলের কৌশল কেন কাজে লাগল না? কোথায় খামিত ছিল? এ নিয়েই পর্যালোচনা করা হতে পারে।