Advertisment

‘অপ্রত্যাশিত’ ফল, জরুরি বৈঠক তলব মমতার

আজ বিকেল ৪টেয় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জরুরি বৈঠক ডাকা হয়েছে। লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ী ও পরাজিত, সব প্রার্থীকে বৈঠকে থাকতে বলা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, mamata banerjee, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

Lok Sabha Election Result in West Bengal 2019: ভোটের ফল প্রকাশ শুরু হওয়ার পর তিনি কেবল একটা টুইট করেছিলেন। সেই টুইটে উল্লেখযোগ্যভাবে বলেছিলেন, 'হার মানেই পরাজয় নয়'। কিন্তু ওই পর্যন্তই, বাংলায় বিজেপি ১৮টি আসন দখল করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর আর কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে সূত্রের খবর, আজ বিকেল ৪টেয় কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

সূত্র মারফৎ জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ী ও পরাজিত, সব প্রার্থীকে বৈঠকে থাকতে বলা হয়েছে। পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে সব জেলা সভাপতিকে। এছাড়াও বৈঠকে থাকবেন দলের গুরুত্বপূর্ণ নেতারা।

আরও পড়ুন: Mamata Banerjee Meeting Live: থমথমে তৃণমূল, কালীঘাটে মমতার রুদ্ধদ্বার বৈঠক

নরেন্দ্র মোদীকে ‘এক্সপায়ারি প্রাইম মিনিস্টার’ তকমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে মমতা বলেছিলেন, মোদীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। উনিশে দেশে নতুন সরকার আসবে। এমনকি, দেশের কোথায় কত আসন পাবে বিজেপি, সে হিসেবও বারবার তুলে ধরেছেন তৃণমূলনেত্রী। কিন্তু উনিশের ‘ঐতিহাসিক রায়’ সব হিসেব উলটপালট করে দিয়েছে। বিশেষত, বাংলায় এবার ৪০ শতাংশেরও বেশি ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছে পদ্মশিবির। গতবার নির্বাচনের থেকে ১২টি আসন কম পেয়ে রীতিমতো মুষড়ে পড়েছে ঘাসফুল শিবির। ভোট ভরাডুবি পর্যালোচনা করতে এবার জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভোটে হারা মানেই পরাজয় নয়: মমতা

জরুরি বৈঠকে কী নিয়ে আলোচনা?

সূত্রের খবর, লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের পরাজয় নিয়ে পর্যালোচনা করতেই জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে দলের ফল ‘অপ্রত্যাশিত’ বলেই মনে করছে শীর্ষ নেতৃত্ব। ভোটের লড়াইয়ে তৃণমূলের কৌশল কেন কাজে লাগল না? কোথায় খামিত ছিল? এ নিয়েই পর্যালোচনা করা হতে পারে। পাশাপাশি, যেসব তৃণমূল প্রার্থী হেরে গিয়েছেন, তাঁদের সঙ্গে দলনেত্রী কথা বলতে পারেন বলেও খবর। পরাজিত প্রার্থীদের কেন্দ্রে কেন ধাক্কা খেল দলের রণকৌশল, তা সরেজমিনে খতিয়ে দেখবে ঘাসফুল নেতৃত্ব। পাশাপাশি, বাংলায় এবার যেভাবে বিজেপির উত্থান ঘটেছে, তাতে আগামী দিনে গেরুয়াবাহিনীকে কীভাবে রোখা যাবে, তা নিয়েও দলের পরবর্তী রণকৌশল ঠিক করা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বাংলায় এবার তৃণমূলের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছে বিজেপি। ৪২টি কেন্দ্রের মধ্যে তৃণমূল পেয়েছে ২২টি, আর ১৮টি আসন দখল করে তুমুল উত্থান ঘটেছে পদ্মবাহিনীর।

tmc Mamata Banerjee lok sabha 2019 General Election 2019
Advertisment