Advertisment

West Bengal Election 2019 : মোদীর ইস্তফা গ্রহণ করলেন কোবিন্দ

Lok Sabha Election Results 2019 India Updates: রাষ্ট্রপতি ভবনে এসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে ইস্তফাপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
রামনাথ কোবিন্দ এবং নরেন্দ্র মোদী। ফাইল চিত্র

রামনাথ কোবিন্দ এবং নরেন্দ্র মোদী। ফাইল চিত্র

Lok Sabha Election Results 2019 Live Updates: উনিশের নির্বাচনে ইতিহাস লিখে ফেললেন মোদী-শাহরা। তিনশোরও বেশি আসনে পদ্মফুল ফুটিয়ে আবারও দেশে ফিরল মোদী সরকার। মোদী-শাহর নেতৃত্বে ২০১৪ সালের পর আবারও গোটা দেশে বইল গেরুয়া ঝড়। কবে শপথ নেবে ‘মোদী সরকার ২’? এ নিয়েই চলছে জল্পনা। আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী হিসেবে ফের শপথ নিতে পারেন মোদী। যদিও এখনও দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে রাষ্ট্রপতি ভবনে এসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে ইস্তফাপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পদত্যাগপত্র গ্রহণ করে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নরেন্দ্র মোদীকে মন্ত্রীসভার কাজ চালিয়ে রাখার আবেদন করেন রাষ্ট্রপতি কোবিন্দ। আগামি কাল দিল্লির সাংসদীয় বৈঠকের ডাক দিল বিজেপি। দিল্লির সেন্ট্রাল হলে এই বৈঠক হবে জানা গেছে। এদিকে,জয়ের গন্ধ গায়ে মেখে দেশের বিভিন্ন প্রান্তে সফরের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী।

Advertisment

অন্যদিকে, বাংলায় এবার বড়সড় উত্থান ঘটল বিজেপির। ২০২১ সালের বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এবারের লোকসভা নির্বাচন কার্যত যেন সেমিফাইনাল ম্যাচ। সেমিফাইনাল ম্যাচে যেভাবে বাংলার বুকে ঝোড়ো ইনিংস খেলল পদ্মবাহিনী, তাতে মমতা শিবিরের ধুকপুকানি যে বাড়ল, তাতে কোনও সন্দেহ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বাংলার ৪২টি আসনের মধ্যে ১৮টিতেই পদ্মফুল ফুটেছে। ৪টি আসন বেশি পেয়ে তৃণমূলের দখলে ২২টি কেন্দ্র। একেবারে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। শতাংশের হিসেবে তৃণমূলের সঙ্গে জোর টক্কর কেটেছে বিজেপি। ২০১৪ সালের নির্বাচনে বঙ্গে সাকুল্যে ২টি আসন দখল করে গেরুয়াবাহিনী পেয়েছিল ১৮ শতাংশ ভোট। ৫ বছর বাদে বিজেপির ভোট শতাংশ দ্বিগুণ হয়ে গেল। এবার ১৮টি আসন জিতে বিজেপি পেয়েছে ৪০ শতাংশেরও বেশি ভোট।

উনিশের রায়কে ‘ঐতিহাসিক জয়’ বলে বর্ণনা করেছেন অমিত শাহ। মোদী বলেছেন, ‘‘এটা গণতন্ত্রের জয়, দেশের জয়’’। এদিকে, মোদী সুনামিতে কার্যত ধুয়ে মুছে সাফ কংগ্রেস। আমেঠির মতো কেন্দ্রে এবার হেরে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। হার মেনে নিয়ে রাহুল বলেছেন, জনতার রায় মাথা পেতে নিলাম। সেইসঙ্গে মোদীকে শুভেচ্ছাও জানালেন রাগা।

PM Narendra Modi CONGRESS amit shah lok sabha 2019 General Election 2019 bjp tmc Mamata Banerjee rahul gandhi
Advertisment