Advertisment

NDA: মোদীকে চাপে রাখতেই কী এই কৌশল? কোন পদের দাবিতে আওয়াজ তুলবেন নীতীশ-নাইডু?

বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে NDA-এর বৈঠক।

author-image
IE Bangla Web Desk
New Update
chandrababu naidu, nitish kumar

সূত্র জানিয়েছে যে টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং জেডি(ইউ) নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উভয়েই স্পিকার পদের পদক্ষেপের বিষয়ে বিজেপির অন্যান্য মিত্রদের "আওয়াজ দিয়েছেন"। (এফবি/ পিটিআই)

NDA’s third stint: মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। এনডিএ পেয়েছে ২৯৩ আসন। অন্যদিকে বিরোধী ইণ্ডিয়া ২৩৩ টি আসন জিতে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। এখন মোদী সরকার গঠন করতে টিডিপি এবং জেডি(ইউ-এর শক্ত হাতের প্রয়োজন। কেন্দ্রে এনডিএ-র তৃতীয় মেয়াদে মূল দুটি দল লোকসভার স্পিকার পদের মোদীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisment

সূত্রের খবর, দুই দলই ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বকে ইঙ্গিত দিয়েছে যে স্পিকার পদটি জোটের অংশীদারদের দেওয়া উচিত। টিডিপির জিএমসি বালাযোগী ৯০-এর দশকের শেষদিকে অটল বিহারী বাজপেয়ী জোট সরকারের স্পিকার ছিলেন। দলত্যাগ বিরোধী আইনে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র জানিয়েছে, টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং জেডি(ইউ) নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার উভয়েই স্পিকার পদের আর্জি জানিয়ে আওয়াজ তুলেছেন। বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এনডিএ বৈঠকে নাইডু এবং কুমার আনুষ্ঠানিকভাবে এই দাবিটি উত্থাপন করবেন কিনা তা এখনই স্পষ্ট নয়। বৈঠকে দুই নেতাই যোগ দেবেন।

আরও পড়ুন : < Odisha Assembly Election: নবীনের ‘দুর্ভেদ্য দুর্গে’ মোদীর হানা, ধুয়ে মুছে সাফ বিজেডি, রেকর্ড গড়া হল না মুখ্যমন্ত্রীর >

গত বছর, সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকরকে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং তাঁর বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী কার্যক্রম শোনার এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছিল। যারা উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা থেকে বিভক্ত হয়ে তাঁর সরকারকে পতন করে।

NDA modi Nitish Kumar Chandrababu Naidu
Advertisment