Advertisment

Lok Sabha Election Schedule 2024 Updates: দেশজুড়ে ভোটপার্বণ ৭ দফায়, বাংলার কবে কোথায়? গণনা কবে? জানুন বিস্তারিত

Lok Sabha Election 2024 Schedule Live: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জনমত সমীক্ষা। মোদীর সরকারের হ্যাটট্রিক হবে? নাকি এক দশক বাদে ক্ষমতায় ফিরবে বিরোধী শিবির? কী বলছে সমীক্ষা?

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election Schedule 2024 Live Updates in Bengali, লোকসভা ভোট ২০২৪ দিন ঘোষণা সরাসরি

ECI Lok Sabha Election 2024: এবার সাত দফায় নির্বাচন। (প্রতীকী ছবি)

India General Election 2024 Schedule Live Updates: ভোটের ঢাকে কাঠি। লোকসভা ভোটের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। দেশজজুড়ে সাত দফায় ৪৭ দিন ধরে হবে লোকভা ভোট। গণনা ৪ঠা জুন। পাশাপাশি হবে ২৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আজ থেকেই কার্যকর হল আদর্শ আচরণবিধি।

Advertisment

কবে কবে ভোট?

  • ১৯ এপ্রিল প্রথম দফার ভোট
  • দ্বিতীয় দফায় ভোট ২৬ এপ্রিল
  • তৃতীয় দফায় ভোট ৭ মে
  • চতুর্থ দফার ভোট ১৩ মে
  • পঞ্চম দফার ভোট ২০ মে
  • ষষ্ঠ চতুর্থ দফার ভোট ২৫ মে
  • সপ্তম চতুর্থ দফার ভোট ১লা জুন

২০১৯ সালের মতই ২০২৪ সালেও পশ্চিমবঙ্গে সাত দফাতেই লোকসভা ভোট হচ্ছে।

বাংলার কোন কেন্দ্রে কবে ভোট?

  • ১৯ এপ্রিল- কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার
  • ২৬ এপ্রিল- রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং
  • ৭ মে- মালদহ দক্ষিণ, মালদহ উত্তর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর
  • ১৩ মে- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম
  • ২০ মে- উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, বারাকপুর, শ্রীরামপুর, হাওড়া
  • ২৫ মে- তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর
  • ১ জুন- দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর

পাশাপাশি রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৭ মে তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের সঙ্গেই এরাজ্যের ভগবানগোলা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও একেবারে শেষ দফার লোকসভা নির্বাচনের অর্থাৎ ১ জুন বরাহনগর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ দেশব্যাপী ৫৪৩টি লোকসভা আসনে ভোট ঘোষণা হল। এবারের লোকসভা নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১০.৫ লাখ। ৯৭ কোটি ভোটার ভোট দেবেন ৫৫ লাখ ইভিএমে। এবারে মহিলা ভোটারের সংখ্যা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। ১২ রাজ্য এমন রয়েছে, যেখানে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। দেশে ৪৯.৭ কোটি পুরুষ ও ৪৭.১ কোটি মহিলা ভোটার। নতুন ভোটার ১.৮২ কোটি। শতবর্ষের উপরে আয়ুর ভোটারের সংখ্য়া ২.১৮ লক্ষ। ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা ৪৮ হাজার।

কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের কাছে ফর্ম পৌঁছে দেওয়া হবে। তারা বুথে না আসলে, বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হবে।

আরও পড়ুন- Lok Sabha Election Schedule 2024 Bengal: হিসেব নিকেশ কষেই বাংলায় ‘মহারণ’! রাজ্যে ক’দফায় নির্বাচন? ভোট শুরু কবে? ঘোষণা কমিশনের

নির্বাচনী ডিউটিতে সরকারি কর্মীদের ব্যবহারের ক্ষেত্রেও কড়া নিয়ম কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশ চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না। মোট ২১০০ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। তারাই বাহিনী নিয়োগ করবেন।

রাজনীতিতে অপরাধ প্রবণতা কমাতে তৎপর কমিশন। প্রার্থীর অপরাধের ইতিহাস বা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকলে, তাঁকে তিনবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে। রাজনৈতিক দলকেও জানাতে হবে, কেন অপরাধের ইতিহাস থাকা কাউকে প্রার্থী করা হল, অন্য কেউ কেন প্রার্থী হলেন না। মুখ্য নির্বাচন কমিশনারের বার্তা, ভোটে হিংসার কোনও জায়গা নেই। লোকসভা নির্বাচনে যেন রক্তগঙ্গা না বয়। অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও রাজীব কুমার জানিয়েছেন যে, ১১ রাজ্যের নির্বাচনে ৩৪০০ কোটি টাকার আর্থিক লেনদেন আটকানো হয়েছে।

কমিশনারের নসাফ ঘোষণা, লোকসভা নির্বাচনে টাকার ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা যাবে না। নজরদারির জন্য সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিনামূল্যে কোনও উপহার দেওয়া চলবে না। টাকা, মদ, শাড়ি, প্রেসার কুকারের মতো জিনিস দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলেই কড়া পদক্ষেপ। জিএসটি-র মাধ্যমে নজর রাখা হবে যে কোনও পণ্যের হঠাৎ চাহিদা বাড়ছে কি না। বিমানবন্দরগুলোতে কড়া নজরদারি রাখা হবে। যেসব রাজ্যে হেলিকপ্টার অবতরণম করে, সেখানেও চেকিং হবে। রেল ও সড়কপথেও কড়া নজরদারি চলবে।

নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার নিয়েও সতর্ক কমিশন। ভুয়ো খবর তৈরি করা যাবে না। তথ্য যাচাই করে রাজ্য সোশাল মিডিয়া পোস্ট ডিলিট করতে পারবে, যা এবারের নির্বাচনে নয়া নিয়ম। যাচাই না করে কোনও খবর শেয়ার করতে নিষেধ করা হয়েছে। সব তারকা প্রচারককে নির্বাচন কমিশনের গাইডলাইনের নোটিস দিতে হবে। ইস্যু ভিত্তিক প্রচার হোক, কিন্তু ঘৃণামূলক মন্তব্য, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও আক্রমণ করা চলবে না বলে জানিয়ে দিয়েছে কমিশন। বিজ্ঞাপন দিলে সংবাদ মাধ্যমকেও তা জানাতে হবে। আর্থিক লেনদেনের ডিজিটাল রেকর্ড রাখা হবে। প্রচারে কোনওভাবে শিশুদের ব্যবহার করা যাবে না।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জনমত সমীক্ষা। এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল আসন জিতে ফের প্রত্যাবর্তন করবে এনডিএ-ই। গঠিত হবে তৃতীয় মোদী সরকার। কিন্তু বিজেপির ৪০০ আসন পারের দাবি অপূর্ণ থাকবে বলেও সমীক্ষায় প্রকাশ। সমীক্ষায় বলা হয়েছে, ৩৬৬ আসনে জিতব এনডিএ। ১৫৬টি আসনে জয়লাভ করতে পারে ইন্ডিয়া জোট এবং বিরোধিরা। রাজ্যওয়াড়ি ফলাফলের ক্ষেত্রে উত্তরপ্রদেশে বিপুল আসন জিতবে এনডিএ।

কী হবে বাংলার ফলাফল? এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষায় প্রকাশ পশ্চিমবঙ্গে ১৯টি আসন পেতে পারে বিজেপি। বাকি ২৩টি পাবে তৃণমূল। বাম-কংগ্রেস জোট থাকবে শূন্য-তেই।

  • Mar 16, 2024 16:05 IST
    ৭ দফায় লোকসভা নির্বাচন, ফলাফল ৪ঠা জুন

    ৭ দফায় অনুষ্ঠিত হতে চলেছে এবারের লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। তামিলনাড়ু, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরে ভোট সেদিন। দ্বিতীয় দফায় ভোট ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট ৭ই মে, চতুর্থ দফার ভোট পর্ব ১৩ ই মে। পঞ্চম দফার ভোট ২০শে মে। ২৫ শে মে ষষ্ঠ দফার ভোট। সপ্তম দফার ভোট হবে ১লা জুন। ফলাফল ঘোষণা হবে ৪ঠা জুন। উত্তরপ্রদেশ, বিহার ও বাংলায় ৭ দফায় নির্বাচন ঘোষণা কমিশনের।

    আরও পড়ুন : Lok Sabha Election Schedule 2024 Bengal: হিসেব নিকেশ কষেই বাংলায় ‘মহারণ’! রাজ্যে ক’দফায় নির্বাচন? ভোট শুরু কবে? ঘোষণা কমিশনের



  • Mar 16, 2024 16:03 IST
    ৭ দফায় লোকসভা নির্বাচন, ফলাফল ৪ঠা জুন

    ৭ দফায় অনুষ্ঠিত হতে চলেছে এবারের লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। তামিলনাড়ু, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরে ভোট সেদিন। দ্বিতীয় দফায় ভোট ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট ৭ই মে, চতুর্থ দফার ভোট পর্ব ১৩ ই মে। পঞ্চম দফার ভোট ২০শে মে। ২৫ শে মে ষষ্ঠ দফার ভোট। সপ্তম দফার ভোট হবে ১লা জুন। ফলাফল ঘোষণা হবে ৪ঠা জুন। উত্তরপ্রদেশ, বিহার ও বাংলায় ৭ দফায় নির্বাচন ঘোষণা কমিশনের।

    আরও পড়ুন : https://bengali.indianexpress.com/west-bengal/lok-sabha-election-schedule-2024-in-west-bengal-740700/



  • Mar 16, 2024 16:01 IST
    ৭ দফায় লোকসভা নির্বাচন, ফলাফল ৪ঠা জুন

    ৭ দফায় অনুষ্ঠিত হতে চলেছে এবারের লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। তামিলনাড়ু, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরে ভোট সেদিন। দ্বিতীয় দফায় ভোট ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট ৭ই মে, চতুর্থ দফার ভোট পর্ব ১৩ ই মে। পঞ্চম দফার ভোট ২০শে মে। ২৫ শে মে ষষ্ঠ দফার ভোট। সপ্তম দফার ভোট হবে ১লা জুন। ফলাফল ঘোষণা হবে ৪ঠা জুন। উত্তরপ্রদেশ, বিহার ও বাংলায় ৭ দফায় নির্বাচন ঘোষণা কমিশনের।



  • Mar 16, 2024 15:55 IST
    ভোটের ফলাফল ঘোষণা ৪ঠা জুন

    লোকসভা ভোটের গণনা হবে ৪ঠা জুন, জানান কমিশন।



  • Mar 16, 2024 15:53 IST
    প্রথম দফার ভোট কবে?

    লোকসভা নির্বাচনের সঙ্গে চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সিকিম, অরুণাচল প্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে হবে বিধান সভা নির্বাচন। প্রথম দফার ভোট ১৯ শে এপ্রিল



  • Mar 16, 2024 15:52 IST
    উপনির্বাচন নিয়ে কী ঘোষণা

    লোকসভা ভোটের সঙ্গে উপ-নির্বাচন বাকি রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কর্নাটক সহ ২৬ রাজ্যে উপ-নির্বাচন হবে। ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে।



  • Mar 16, 2024 15:50 IST
    সাত দফায় ভোট

    সাত দফায় লোকসভা ভোট, ঘোষণা কমিশনের।



  • Mar 16, 2024 15:49 IST
    ভোটারদের কাছেও আবেদন

    মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও ভোটারদের কাছে আবেদন করে বলেন, 'নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনের কাজে নিয়োজিত কর্মচারীদেরও প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন'।



  • Mar 16, 2024 15:47 IST
    কত পর্যবেক্ষক জানাল কমিশন

    ভোট প্রক্রিয়ায় ২,১০০ পর্যবেক্ষকে নিয়োগ করেছে কমিশন।



  • Mar 16, 2024 15:46 IST
    ডিএম, এসসিকে কড়া বার্তা

    সন্ত্রাস মুক্ত ভোট করতে পদক্ষেপ নিতে হবে ডিএম-এসপিকে।



  • Mar 16, 2024 15:41 IST
    ভোটে হিংসা কড়া হাতে দমন, বার্তা কমিশনের

    সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন "নির্বাচনে রক্তপাত ও হিংসতার কোন স্থান নেই। হিংসার তথ্য পেলেই দ্রুত ব্যবস্থা নেবে কমিশন। অপরাধীদের রেয়াত করা হবে সাফ জানিয়ে দিলেন রাজীব কুমার।



  • Mar 16, 2024 15:38 IST
    ভুল তথ্যের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা

    ভুল তথ্যের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন। যারা ভুয়ো খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিল কমিশন। তথ্যপ্রযুক্তি আইনের অধীনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সব জেলায় ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে ।



  • Mar 16, 2024 15:36 IST
    টাকার অবাধ ব্যবহার আটকাতে তৎপর কমিশন

    লোকসভা নির্বাচনে টাকার অবাধ ব্যবহার আটকাতে তৎপর কমিশন। টাকার প্রলোভন দেখিয়ে ভোটারদের যাতে প্রভাবিত করা না যায় তার জন্য সমস্ত এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ রাজ্যে বিধানসভা নির্বাচনে ৩৪০০ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন আটকানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন জানিয়েছে সন্দেহজনক সমস্ত লেনদেনের উপর কড়া নজর রাখবে কমিশন।



  • Mar 16, 2024 15:35 IST
    টাকার অবাধ ব্যবহার আটকাতে তৎপর কমিশন

    লোকসভা নির্বাচনে টাকার অবাধ ব্যবহার আটকাতে তৎপর কমিশন। টাকার প্রলোভন দেখিয়ে ভোটারদের যাতে প্রভাবিত করা না যায় তার জন্য সমস্ত এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ রাজ্যে বিধানসভা নির্বাচনে ৩৪০০ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন আটকানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন জানিয়েছে সন্দেহজনক সমস্ত লেনদেনের উপর কড়া নজর রাখবে কমিশন।



  • Mar 16, 2024 15:32 IST
    চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে নয়

    স্বেচ্ছাসেবক এবং চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার।



  • Mar 16, 2024 15:30 IST
    চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে নয়

    স্বেচ্ছাসেবক এবং চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার।



  • Mar 16, 2024 15:29 IST
    অপরাধী হলে সংবাদ পত্র বিজ্ঞপ্তি, তথ্য কমিশনকেও

    কোন প্রার্থীর যদি অপরাধের কোন ইতিহাস থাকে তাহলে তা তাঁকে তিনবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে। রাজনৈতিক দলকেও জানাতে হবে কেন অপরাধের রেকর্ড থাকা সত্ত্বেও তাকে ছাড়া অন্য কাউকে প্রার্থী করা হল না



  • Mar 16, 2024 15:25 IST
    মোবাইল থেকে ভোটার কার্ড ডাউনলোড

    EPIC নম্বরের মাধ্যমে মোবাইল থেকে তার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন ভোটাররা। এছাড়া বুথ নম্বর ও প্রার্থীর তথ্যও পাওয়া যাবে। অভিনব উদ্যোগ কমিশনের।



  • Mar 16, 2024 15:23 IST
    ৮৫-র ঊর্ধ্বে ভোটারদের বিশেষ ব্যবস্থা

    তারা বুথে না আসলে, বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হবে ৮৫-এর ঊর্ধ্ব ভোটারদের, জানিয়েছে কমিশন



  • Mar 16, 2024 15:22 IST
    ৫৫ লাখের বেশি ইভিএম-এ ভোটপর্ব

    ৫৫ লাখের বেশি ইভিএমে হবে ভোটপর্ব। ৪ লাখ যানবাহন ভোটের কাজে ব্যবহার করা হবে জানিয়েছে কমিশন।



  • Mar 16, 2024 15:20 IST
    তরুণ প্রজন্মকে বার্তা

    মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন যে আমরা আশা করি যে তরুণ প্রজন্ম আরও বেশি ভোটদানে অংশ নেবেন।



  • Mar 16, 2024 15:19 IST
    মহিলা ভোটারের সংখ্যার উল্লেখযোগ্য অগ্রগতি

    বেড়েছে মহিলা ভোটারের সংখ্যা। ১২ রাজ্য এমন রয়েছে, যেখানে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি।



  • Mar 16, 2024 15:18 IST
    বিশ্ব মঞ্চে ভারতের গৌরব বাড়বে

    এদিনের সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, 'দু'মাসব্যাপী নির্বাচনী লড়াইয়ের কমিশনের প্রতিশ্রুতি নির্বাচনপর্ব এমনভাবে পরিচালনা করা হবে যা বিশ্ব মঞ্চে ভারতের গৌরব আরও বাড়াতে পারে'।



  • Mar 16, 2024 15:15 IST
    গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য পুরোপুরি প্রস্তুত

    শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, 'আমরা ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য পুরোপুরি প্রস্তুত'। তিনি বলেন, আমরা সমস্ত রাজ্য পরিদর্শন করেছি এবং পরিস্থিতি পর্যালোচনা করেছি।



  • Mar 16, 2024 15:14 IST
    গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য পুরোপুরি প্রস্তুত

    শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, 'আমরা ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য পুরোপুরি প্রস্তুত'। তিনি বলেন, আমরা সমস্ত রাজ্য পরিদর্শন করেছি এবং পরিস্থিতি পর্যালোচনা করেছি।



  • Mar 16, 2024 15:13 IST
    কন সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন?

    ৯৭ কোটি ভোটার, ১০.৫ লক্ষ ভোট কেন্দ্র, ১.৫ কোটি কর্মকর্তা ভোট পর্ব পরিচালনার দায়িত্বে থাকবেন।



  • Mar 16, 2024 15:10 IST
    কবে শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ?

    মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার জানিয়েছেন আগামী ১৬ জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ।



  • Mar 16, 2024 15:09 IST
    আদর্শ আচরণবিধি জারি

    লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সঙ্গেই জারি হবে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি।



  • Mar 16, 2024 15:09 IST
    ভাষণ দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার

    লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আগে ভাষণ দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।



  • Mar 16, 2024 15:08 IST
    ভাষণ দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার

    লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আগে ভাষণ দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।



  • Mar 16, 2024 15:04 IST
    লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতে চলেছে

    নির্বাচন কমিশন কয়েক মুহূর্তের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে। প্রধান নির্বাচন কমিশনারসহ দুই কমিশনার সবাই তাদের আসন গ্রহণ করেছেন।



  • Mar 16, 2024 15:03 IST

    নির্বাচন কমিশন ব্রিফিং শুরু

    আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার জন্য নির্বাচন কমিশনের ব্রিফিং শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের তারিখ ও কত দফায় ভোট ঘোষণা শীঘ্রই।



  • Mar 16, 2024 15:01 IST
    ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে কমিশন

    নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে। শুরু হতে চলেছে সাংবাদিক বৈঠক।



  • Mar 16, 2024 15:00 IST
    ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে কমিশন

    নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে চলেছে। শুরু হতে চলেছে সাংবাদিক বৈঠক।



  • Mar 16, 2024 14:59 IST
    কার্যালয় ছেড়ে সাংবাদিক বৈঠকের পথে মুখ্য নির্বাচন কমিশনার

    লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই ইসিআই অফিস ছেড়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। অপেক্ষা আর মাত্র তিন মিনিটের।



  • Mar 16, 2024 14:58 IST
    কার্যালয় ছেড়ে সাংবাদিক বৈঠকের পথে মুখ্য নির্বাচন কমিশনার

    লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই ইসিআই অফিস ছেড়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। অপেক্ষা আর মাত্র তিন মিনিটের।



  • Mar 16, 2024 14:55 IST
    অনুরাধা পাড়োয়াল বিজেপিতে যোগ দিলেন

    নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার ঠিক আগে, বলিউডের কিংবদন্তী গায়িকা অনুরাধা পাড়োয়াল বিজেপিতে যোগ দিয়েছেন।



  • Mar 16, 2024 14:53 IST
    বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার

    শীঘ্রই ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের তারিখ। নির্বাচন কমিশন কার্যালয়ে অন্য দুই নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার।



  • Mar 16, 2024 14:06 IST
    বাংলার কোন দু'টি আসনে বিধানসভা উপনির্বাচন?

    লোকসভা ভোটের সঙ্গেই বাংলার বরানগর এবং ভগবানগোলা কেন্দ্র উপনির্বাচন হবে।

    মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের বিধায়ক ছিলেন ইদ্রিশ আলি। গত ১৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন তিনি। ফলে ওই আসনটি ফাঁকা হয়ে গিয়েছে। বরাহনগর আসনটিও বর্তমানে ফাঁকা। কারণ ওই কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়। তার পর গত ৬ মার্চ তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই দু'টি কেন্দ্রেই ছ'মাসের মধ্যে উপনির্বাচন করতে হবে।



  • Mar 16, 2024 13:51 IST
    ভোটের আগে জনমত সমীক্ষার ফল

    সি-ভোটারের সমীক্ষা বলছে

    তৃণমূল পেতে পারে ২৩টি আসন।

    বিজেপি পেতে পারে ১৯টি আসন।

    বাম এবং কংগ্রেস ০ অর্থাৎ কোনও আসন পাবে না।

    টিভি ১৮

    তৃণমূল পেতে পারে ১৭টি আসন।

    বিজেপি পেতে পারে ২৫টি আসন।

    বাম এবং কংগ্রেস ০।

    ইন্ডিয়া টিভি

    তৃণমূল পেতে পারে ২১টি আসন।

    বিজেপি পেতে পারে ২০টি আসন।

    বাম-কংগ্রেস পেতে পারে ১টি আসন।



  • Mar 16, 2024 13:25 IST
    ভোট ঘোষণার আগেই মোদীর খোলা চিঠি

    লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন ‘গণতন্ত্রের সৌন্দর্য জনগণের অংশগ্রহণ এবং জনগণের সহযোগিতার মধ্যেই অন্তর্নিহিত রয়েছে। আপনার এবং আমাদের বন্ধুন্তের সম্পর্ক এখন এক দশক পূর্ণ হতে চলেছে’। পড়ুন বিস্তারিত



  • Mar 16, 2024 13:24 IST
    এবার মোট ভোটার কত?

    আসন্ন লোকসভা নির্বাচনে মোট ৯৭ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সারা দেশে ১২ লাখের বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। কমিশনের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ বছর বয়সী দুই কোটি নতুন ভোটার ভোটার তালিকায় নাম তুলেছেন।



  • Mar 16, 2024 13:23 IST
    ২০১৯-য়ের লোকসভা ভোটের ফলাফল

    ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি মোট ৩০৩ টি আসন জিতেছিল। পাশাপাশি কংগ্রেস গত লোকসভা নির্বাচনে পেয়েছে মাত্র ৫২ টি আসন। সেবার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মোট সাত দফায়।



  • Mar 16, 2024 13:22 IST
    কোন কোন বিধানসভায় ভোট?

    লোকসভা ছাড়াও ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদও জুন মাসে শেষ হচ্ছে। এই রাজ্যগুলিতেও নির্বাচনের দিনক্ষণ আজই ঘোষণা করবে কমিশন।



  • Mar 16, 2024 13:21 IST
    কবে সপ্তদশ লোকসভার মেয়াদ শেষ?

    বর্তমান সপ্তদশ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন। তার আগেই নতুন লোকসভা গঠন বাধ্যতামূলক।



  • Mar 16, 2024 13:20 IST
    কখন লোকসভার নির্ঘন্ট ঘোষণা?

    শুক্রবারই এক্স হ্যাণ্ডেল পোস্টে জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে, শনিবার বিকেল ৩টেয় অষ্টাদশ লোকসভার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হবে। এ দিন থেকেই দেশজুড়ে জারি হচ্ছে আদর্শ নির্বাচনী আচরণবিধিও।



CONGRESS India CPIM opposition india alliance modi General Election 2024 tmc bjp loksabha election 2024 Mamata Banerjee rahul gandhi
Advertisment