প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে ৬টি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বলে কংগ্রেসের যে দাবি, তাকে চ্যালেঞ্জ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি বলেন, প্রথমে কংগ্রেস সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিদ্রূপ করেছিল, তারপর সে নিয়ে প্রতিবাদ করেছিল, এখন তারা বলছে "মি টু"! রাজস্থানের শিকারে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, "এগুলো কেমন হামলা, যার কথা জঙ্গিরাও জানে না, পাকিস্তানও জানে না, এমনকি ভারতীয়রাও জানে না।"
প্রথম যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তখন কংগ্রেস দাবি উড়িয়ে দিয়ে বলেছিল, এরকম কিছুই হয়নি। সেনাবাহিনীর রোজকার ঘটনা। তিনি বলেন, "শুধু কংগ্রেসই পারে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে কাগজে কলমে স্ট্রাইক চালাতে।"
আরও পড়ুন, রাহুলকে জন্মাতে দেখেছিলেন এই নার্স
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র রাজীব শুক্লা কংগ্রেস আমলে ৬টি সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনার উল্লেখ করেন।
তিনি বলেন, "মনমোহন সিং সরকারের আমলে ৬টি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। একটি ঘটেছে ২০০৮ সালের ১৯ জানুয়ারি জম্মু কাশ্মীরের পুঞ্ছের বাতালিক সেক্টরে, একটি ২০১১ সালের ৩০ অগাস্ট-১ সেপ্টেম্বর কেল-এ নীলম নদী উপত্য়কার অপর পাড়ে শারদা সেক্টরে, একটি ঘটেছে ২০১৩ সালের ৬ জানুয়ারি সাওয়ান পাত্রা চেকপোস্টে, আরেকটি ঘটেছে নাজাপির সেক্টরে ২০১৩ সালের ২৭ ও ২৮ জুলাইয়ে, নীলম উপত্যকায় ৬ অগাস্টে একটি এবং ২০১৪ সালের ১৪ জানুয়ারি আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে।"
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "যদি কাগজে-কলমে বা ভিডিও গেমে সার্জিক্যাল স্ট্রাইক হয় তাহলে তিনবার বা ৬ বার বা ২০-২৫ বারের মধ্যে তফাৎ কী?"
কংগ্রেসের দাবি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরও। তিনি বলেছেন "আমরা সেনাবাহিনীতে ছিলাম। আমরা জানি কী ঘটেছে আর কী ঘটেনি। গোটা সেনাবাহিনী আজ বিজেপি ও মোদীজির সঙ্গে রয়েছে। সেটা বিনা কারণে হয়নি। আমরা সকলেই জানি কারণটা কী।"
ভারতীয় সেনাবাহিনীর ঘটানো সার্জিক্যাল স্ট্রাইক এবারে বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম ইস্যু। বিজেপি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে, যে তিনি জাতীয় নিরাপত্তার বিষয়ে নরম মনোভাবাপন্ন ছিলেন। এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে ২৬-১১-র মুম্বই হামলাকে সামনে নিয়ে আসছে বিজেপি। এই হামলায় যুক্ত ছিল লশকর-এ- তৈবা।
Read the Story in English