General Election 2019: ভোটের বাজারে জমে উঠেছে দানার লড়াই। নকুলদানা খাওয়ানোর নিদান দিয়ে বাংলায় ভোটের উত্তাপ চড়িয়েছেন তৃণমূলের অনুব্রত মণ্ডল। নির্বাচন কমিশনের চোখরাঙানিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজের হাতে বিলিও করেছেন সাধের নকুলদানা। সেই নকুলদানাকে চ্যালেঞ্জ জানিয়ে ক’দিন আগেই মিহিদানা খাওয়ানোর কথা বলেছিলেন একদা অনুব্রতের দলেরই সাংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী অনুপম হাজরা। এবার তাঁর ‘কাকু’র পাল্টা হিসেবে নিজে হাতে মিহিদানা বিলি করলেন অনুপম। সেইসঙ্গে যাদবপুরের বিজেপি প্রার্থীর কথায়, "নকুলদানা শুষ্ক, কিন্তু মিহিদানা নরম, রসালো।"
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
বারুইপুরে ভোট প্রচারে গিয়ে মিহিদানা বিলি করেন অনুপম হাজরা। এই প্রসঙ্গে অনুপম বলেন, "মানুষ আতঙ্কে বাস করছেন। ভোট এলে সবাই বলছেন, দাদা ভোট দিতে পারব তো?" এরপরই নকুলদানাকে চ্যালেঞ্জ করে মিহিদানা বিলি প্রসঙ্গে অনুপম বলেন, "নকুলদানা হচ্ছে শুষ্ক। শুষ্কং কাষ্ঠং। নকুলদানার মধ্যে রসকষ নেই। মিহিদানা খেতে ভাল, নরম, রসালো।" অনুব্রতকে বিঁধে অনুপমের মন্তব্য, "দানা ছড়িয়ে আমার কাকু যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন, তাতে মিহিদানা খাওয়া ভাল।"
আরও পড়ুন: Lok Sabha Election 2019: এ দানা কেমন দানা?
প্রসঙ্গত, এর আগে অনুব্রত মণ্ডলের নকুলদানা খাওয়ানোর নিদানের পাল্টা হিসেবে মিহিদানা খাওয়ার কথা বলেছিলেন অনুপম। যাদবপুর কেন্দ্রে প্রচারে গিয়ে তিনি বলেছিলেন, "উনি নকুলদানা খাওয়াচ্ছেন। আমি না হয় মিহিদানা খাওয়াব। মিহিদানা বেশি সুস্বাদু। দানার পরিবর্তে না হয় দানাই হোক।"
আরও পড়ুন: Lok Sabha Election 2019: নকুলদানা বিলোলেন অনুব্রত
অন্যদিকে, নকুলদানা মন্তব্যের জেরে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে শো-কজ নোটিস ধরিয়েছে কমিশন। কিন্তু অনুব্রত যে অনুব্রততেই রয়েছেন তা তাঁর নকুলদানা বিলি দেখেই বোঝা যায়। কয়েকদিন আগে বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে পূর্ব বর্ধমানের গুসকরায় প্রচারে গিয়ে নিজে হাতে নকুলদানা বিলি করেন তৃণমূলের কেষ্ট।
নকুলদানা খাওয়ানোর প্রসঙ্গে অনুব্রত বলেছিলেন, "গ্রীষ্মকালে নকুলদানা দেব, নকুলদানার জল রাখব, রোদে ভোট দিতে আসবে, শুধু জল দেব না, নকুলদানা দেব। সবাইকে দেব, কেন্দ্রীয় বাহিনীকেও দেব।"