সম্প্রতি, ১৭ তম লোকসভা নির্বাচনের জন্য বিজেপি যে নতুন প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে বাদ পড়ল উত্তরপূর্ব মুম্বইয়ের সাংসদ কিরিত সোমানিয়ার নাম। রায়বরেলিতে সোনিয়া গান্ধীর বিপরীতে বিজেপি মনোনীত প্রার্থী হচ্ছেন বিধান পরিষদের সদস্য এবং বিক্ষুব্ধ কংগ্রেস নেতা দীনেশ প্রতাপ।
বুধবার বিজেপি মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের ছয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। সাম্প্রতিক তালিকা অনুযায়ী জানা যাচ্ছে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের বিপরীতে বিজেপির প্রার্থী হচ্ছেন ভোজপুরি অভিনেতা দীনেশ লাল যাদব। মুলায়ম সিং-এর বিরুদ্ধে লড়তে নামছেন গেরুয়া শিবিরের প্রেম সিং শাক্য।
কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত রায়বরেলি থেকে বিগত বেশ কয়েকটি লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন সোনিয়া গান্ধী। ১৯৯৯ সালে প্রথম নির্বাচন জেতেন সোনিয়া।
আরও পড়ুন, ওয়ানাড়ে রাহুলের বিরুদ্ধে এনডিএ প্রার্থী ভেল্লাপাল্লি
গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবেই এককালে বেশ পরিচিত ছিলেন রায়বরেলির বিজেপির মুখ দীনেশ সিং। গত এপ্রিলে বিজেপিতে যোগ দেওয়ার আগে, কংগ্রেসের বেশ ক্ষমতাবান নেতাই ছিলেন তিনি।
বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে করা ফৌজদারি মামলা প্রত্যাহার করে নেয় উত্তরপ্রদেশ সরকার।
Read the full story in English