Advertisment

Loksabha Election Fourth Phase 2024: রাজ্যের ৮ আসন সহ দেশজুড়ে ৯৬ আসনে ভোট, ১৭০০-এর বেশি প্রার্থীর ভাগ্যনির্ধারণ

নির্বাচন কমিশনের মতে, চতুর্থ দফার ভোটে মোট ১৭১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১৫৪০ জন পুরুষ এবং ১৭০ জন মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
Loksabha Election Fourth Phase 2024

রাজ্যের ৮ আসন-সহ দেশজুড়ে ৯৬ আসনে ভোট, চতুর্থ দফায় হেভিওয়েটের তালিকায় কোন কোন প্রার্থী?

রাজ্যের ৮ আসন-সহ দেশজুড়ে ৯৬ আসনে আজ চতুর্থ দফায় ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের মতে, চতুর্থ দফার ভোটে মোট ১৭১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১৫৪০ জন পুরুষ এবং ১৭০ জন মহিলা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (ADR) অনুসারে, এই পর্বে মোট প্রার্থীর মধ্যে ২১ % অর্থাৎ ৩৬০ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

Advertisment

তৃতীয় দফার শেষে ৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে ২৮৪ টি আসনে ভোটপর্ব সম্পন্ন হয়েছে। আজ চতুর্থ দফার ভোটের শেষে মোট ৩৮০ টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। বাকি ৩ দফায় ১৬৩টি আসনে ভোট হবে। শনিবার চতুর্থ দফার নির্বাচনী প্রচার শেষ হয়েছে।
চতুর্থ দফার ভোটে, অন্ধ্র প্রদেশের ২৫টি আসন এবং তেলেঙ্গানার ১৭ টি আসনে, উত্তর প্রদেশের ১৩ টি, মহারাষ্ট্রের ১১ টি, পশ্চিমবঙ্গের ৮টি, মধ্যপ্রদেশের ৮টি, বিহারের ৫টি, ঝাড়খন্ড এবং ওড়িশার ৪টি এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনেও ভোটপর্ব অনুষ্ঠিত হবে। রাজ্যের হেভিওয়েট প্রার্থী তালিলায় রয়েছেন সেই তালিকায় রয়েছেন- অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্ররা।

বাংলার কোন কোন আসনে ভোট?
বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট,বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম।

উত্তরপ্রদেশের কনৌজ থেকে লড়বেন অখিলেশ যাদব। কৃষ্ণনগর লড়বেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। টিএমসি প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান বহরমপুর আসন থেকে লড়বেন সিনিয়র কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। বিহারের বেগুসরাই থেকে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলা কংগ্রেসের টিকিটে অন্ধ্রের কাদাপা থেকে লড়বেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা খুন্তি কেন্দ্র থেকে লড়বেন। অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাকে আসানসোল থেকে প্রার্থী করেছে টিএমসি। অভিনেতা-রাজনীতিবিদ মাধবীলতা বিজেপির হয়ে হায়দরাবাদ থেকে লড়বেন।

loksabha election 2024
Advertisment