Advertisment

Lok Sabha Election 2024: নীতীশকে 'গিলে খাওয়া'র চেষ্টা? বিহারে NDA-এর আসন রফায় বিজেপির বাজিমাত

NDA: বিহারে মোট ৪০টি লোকসভা আসন। এনডি-এর কোন শরিক ক'টা আসনে লড়াই করবে?

author-image
IE Bangla Web Desk
New Update
ok sabha elections 2024 Bihar NDA seat sharing bjp jdu lgp , লোকসভা ভোট ২০২৪ এনডিএ বিহার আসন রফা বিজেপি জেডিইউ এলজিপি

Bihar Lok Sabha Poll 2024: বন্ধুর হাত ছেড়ে বিপক্ষে শিবিরের নাম লিখিয়েছিলেন নীতীশ। ফের হাত ধরেছেন বিজেপির।

NDA Seat Sharing For Bihar: লোকসভা ভোটের জন্য বিহারে এনডিএ-র (NDA) আসন রফায় চূড়ান্ত হয়ে গেল। নীতীশ কুমারের জেডিইউ-এর (JDU) থেকে বেশি আসনে ভোটযুদ্ধে প্রার্থী দেবে পদ্ম ব্রিগেড। এতেই কি চিন্তা বাড়ল বিহারের মুখ্যমন্ত্রীর?

Advertisment

বিহারে লোকসভা ভোটে ১৭ আসনে লড়বে বিজেপি (BJP)। নীতীশ কুমারের দল প্রতিদ্বন্দ্বিতা করবে ১৬টি আসনে। এনডিএ-র অপর শরিক চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ৫টি আসনে লড়বে। এছাড়াও জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং উপেন্দ্র কুশওয়াহার দল আরএলএম লড়বে করে একটি করে আসনে।

বিহারে মোট লোকসভা আসন ৪০টি।

আরও পড়ুন- Electoral bond: নির্বাচনী বন্ড নিয়ে আরও বিশদে জানাল কমিশন, রাজনৈতিক দলগুলির অনুদান নিয়ে দেওয়া গোপন তথ্য এবার প্রকাশ্যে

সোমবার বিহারে এনডিএ-র আসন রফার খবর জানিয়েছেন জেডিইউ সাধারণ সম্পাদক সঞ্জয় ঝাঁ। তাঁর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন ভাগভাগি চূড়ান্ত করেছেন। গোটা প্রক্রিয়া হয়েছে 'বন্ধুত্বপূর্ণ' পরিবেশে। সঞ্জয় ঝাঁ বলেছেন, 'এবার নির্বাচন হবে একমুখী।'

লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান ৫ আসনে লড়াই করার সুযোগ পেয়েকৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

bjp amit shah bihar NDA modi Nitish Kumar JDU loksabha election 2024
Advertisment