Advertisment

Lok Sabha Elections 2024 Phase 2 Voting highlights: দ্বিতীয় দফার ভোটপর্ব শেষ, কত শতাংশ ভোট পড়ল বাংলায়? শীর্ষে কোন রাজ্য?

দ্বিতীয় দফার ছবি থেকে স্পষ্ট বিজেপি ধুয়ে মুছে সাফ দাবি অখিলেশের।

author-image
IE Bangla Web Desk
New Update
"Lok Sabha Election 2024,Election 2024,voting in Phase 2,Lok Sabha polls,lok sabha elections,lok sabha elections 2024,2024 elections,phase 2 voting today,elections phase 2 voting today,lok sabha elections 2024 live,live phase 2 voting,PM Modi,2024 election live,UP elections today,MP elections today,WB elections today"

বিকাল ৫টা পর্যন্ত ত্রিপুরা, মণিপুরে সর্বোচ্চ ৭৬% এবং উত্তরপ্রদেশে সর্বনিম্ন ৫২% ভোট পড়েছে, জেনে নিন অন্যান্য রাজ্যের অবস্থা।

বিকাল ৫টা পর্যন্ত ত্রিপুরা, মণিপুরে সর্বোচ্চ ৭৬% এবং উত্তরপ্রদেশে সর্বনিম্ন ৫২% ভোট পড়েছে, জেনে নিন অন্যান্য রাজ্যের অবস্থা।
দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি লোকসভা আসনে আজ দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় ১৯ এপ্রিল ১০২টি লোকসভা আসনে ভোট হয়। আগামী ১ জুন সপ্তম ও শেষ ধাপে ভোট হওয়ার কথা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ৪ জুন।

Advertisment

বিকেল ৫টা পর্যন্ত ত্রিপুরা, মণিপুরে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৬% এবং ইউপিতে সবচেয়ে কম ৫২%
বিকাল ৫টা পর্যন্ত অসমে ৭০.৬৬%, বিহারে ৫৩.০৩%, ছত্তিশগড়ে ৭২.১৩%, জম্মু ও কাশ্মীরে ৬৭.২২%, কর্ণাটকে ৬৩.৯০%, কেরলে ৬৩.৯৭%, মধ্যপ্রদেশে ৫৪.৪২%, মহারাষ্ট্রে ৫৩.৫৬%, ৫৩%। মণিপুরে ৭৬ %, রাজস্থানে ৫৯.১৯%, ত্রিপুরায় ৭৬.২৩%, উত্তর প্রদেশে ৫২.৬৪% এবং বাংলায় ৭১.৮৪% ভোট পড়েছে।

দ্বিতীয় দফা ছবি থেকে পরিষ্কার এবার বিজেপি সাফ: অখিলেশ যাদব

অখিলেশ যাদব 'এক্স'-এ লিখেছেন, 'দ্বিতীয় পর্বে দিনভর একটি অদ্ভুত প্রবণতা দেখা গেছে যে 'ইন্ডিয়া জোট'-এর সমর্থনে মানুষ ভোট দিয়েছেন। বিজেপির ঐতিহাসিক পরাজয়ের খবর জোরালো হতেই বিজেপির সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র সামাজিক সম্প্রীতির মধ্যেই সবার মঙ্গল ও উন্নতির সুযোগ রয়েছে। দ্বিতীয় দফার ছবি আরও স্পষ্ট করে তুলেছে— এবার স্পষ্ট বিজেপি সাফ হতে চলেছে।

loksabha election 2024
Advertisment