Lok Sabha Elections 2024 Phase 2 Voting highlights: দ্বিতীয় দফার ভোটপর্ব শেষ, কত শতাংশ ভোট পড়ল বাংলায়? শীর্ষে কোন রাজ্য?

দ্বিতীয় দফার ছবি থেকে স্পষ্ট বিজেপি ধুয়ে মুছে সাফ দাবি অখিলেশের।

দ্বিতীয় দফার ছবি থেকে স্পষ্ট বিজেপি ধুয়ে মুছে সাফ দাবি অখিলেশের।

author-image
IE Bangla Web Desk
New Update
"Lok Sabha Election 2024,Election 2024,voting in Phase 2,Lok Sabha polls,lok sabha elections,lok sabha elections 2024,2024 elections,phase 2 voting today,elections phase 2 voting today,lok sabha elections 2024 live,live phase 2 voting,PM Modi,2024 election live,UP elections today,MP elections today,WB elections today"

বিকাল ৫টা পর্যন্ত ত্রিপুরা, মণিপুরে সর্বোচ্চ ৭৬% এবং উত্তরপ্রদেশে সর্বনিম্ন ৫২% ভোট পড়েছে, জেনে নিন অন্যান্য রাজ্যের অবস্থা।

বিকাল ৫টা পর্যন্ত ত্রিপুরা, মণিপুরে সর্বোচ্চ ৭৬% এবং উত্তরপ্রদেশে সর্বনিম্ন ৫২% ভোট পড়েছে, জেনে নিন অন্যান্য রাজ্যের অবস্থা।
দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি লোকসভা আসনে আজ দ্বিতীয় দফার ভোট। প্রথম দফায় ১৯ এপ্রিল ১০২টি লোকসভা আসনে ভোট হয়। আগামী ১ জুন সপ্তম ও শেষ ধাপে ভোট হওয়ার কথা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ৪ জুন।

Advertisment

বিকেল ৫টা পর্যন্ত ত্রিপুরা, মণিপুরে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৬% এবং ইউপিতে সবচেয়ে কম ৫২%
বিকাল ৫টা পর্যন্ত অসমে ৭০.৬৬%, বিহারে ৫৩.০৩%, ছত্তিশগড়ে ৭২.১৩%, জম্মু ও কাশ্মীরে ৬৭.২২%, কর্ণাটকে ৬৩.৯০%, কেরলে ৬৩.৯৭%, মধ্যপ্রদেশে ৫৪.৪২%, মহারাষ্ট্রে ৫৩.৫৬%, ৫৩%। মণিপুরে ৭৬ %, রাজস্থানে ৫৯.১৯%, ত্রিপুরায় ৭৬.২৩%, উত্তর প্রদেশে ৫২.৬৪% এবং বাংলায় ৭১.৮৪% ভোট পড়েছে।

দ্বিতীয় দফা ছবি থেকে পরিষ্কার এবার বিজেপি সাফ: অখিলেশ যাদব

অখিলেশ যাদব 'এক্স'-এ লিখেছেন, 'দ্বিতীয় পর্বে দিনভর একটি অদ্ভুত প্রবণতা দেখা গেছে যে 'ইন্ডিয়া জোট'-এর সমর্থনে মানুষ ভোট দিয়েছেন। বিজেপির ঐতিহাসিক পরাজয়ের খবর জোরালো হতেই বিজেপির সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র সামাজিক সম্প্রীতির মধ্যেই সবার মঙ্গল ও উন্নতির সুযোগ রয়েছে। দ্বিতীয় দফার ছবি আরও স্পষ্ট করে তুলেছে— এবার স্পষ্ট বিজেপি সাফ হতে চলেছে।

loksabha election 2024