দেশের গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে আজ রাঁচিতে 'ইণ্ডিয়া' জোটের মহাসমাবেশ। এদিনের এই মহাসমাবেশের উপস্থিত থাকবেন হেমন্ত সোরেন ও কেজরিওয়ালের স্ত্রী।
আজ ঝাড়খণ্ডে I.N.D.I.A জোটের শক্তি প্রদর্শনের পালা। আজকের এই মেগা সমাবেশ, ২৪ টি বিরোধী দলের নেতারা অংশ নেবেন। এদিকে আজকে বিরোধীদের এই মহাসমাবেশকে বিজেপি 'দেশবিরোধীদের ঐক্যমঞ্চ' বলে কটাক্ষ করেছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল, আরজেডি নেতা তেজস্বী যাদব সহ বহু নেতা এই সমাবেশে অংশ নেবেন। মহাসমাবেশের অংশ নেবেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও। আজকের এই অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টো'য়। এদিনের সমাবেশ থেকে মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বিরোধী নেতাদের সমাবেশ সম্পর্কে রাঁচি বিজেপি রাজ্য সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি বলেছেন, 'আজকের এই সমাবেশের দেশবিরোধী, সনাতন বিরোধী, ঝাড়খণ্ড বিরোধী এবং উন্নয়ন বিরোধীরা অংশ নিতে চলেছেন'।
উল্লেখ্য এর আগে ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে I.N.D.I.A. জোটের নেতারা গণতন্ত্র বাঁচাতে মেগা সমাবেশের আয়োজন করে। লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল বিরোধী জোটের প্রথম বড় সমাবেশ। মূলত কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদের বিরোধী দলের নেতারা সেই সমাবেশে অংশ নিয়েছিলেন।
৩ ঘণ্টা ধরে চলা এই সমাবেশে জোটের ২১ নেতা জনসভায় বক্তব্য দেন। রাহুল গান্ধী বলেছিলেন- মোদীজি লোকসভা নির্বাচনের আগে ইডি-সিবিআইকে দিয়ে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করছেন। একইসঙ্গে বিজেপি-আরএসএসের বিরুদ্ধে সমাজের বিদ্বেষের বীজ ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আজকের এই সমাবেশে দ্বিতীয়বারের মতো মঞ্চে একসঙ্গে থাকবেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। এরা ছাড়াও উপস্থিত থাকার কথা লালু যাদব ও রাহুল গান্ধীর।
রবিবার সকালে রাঁচিতে পৌঁছানোর পরে, শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছিলেন যে আমার বার্তাটি খুব স্পষ্ট যে আমরা বিজেপির ক্রমবর্ধমান স্বৈরাচারের বিরুদ্ধে এই লড়াইয়ে একসঙ্গে আছি। তারা বিরোধী দলকে কাজ করতে দিচ্ছে না। তারা যা করার চেষ্টা করছে তা হল বিরোধীদের নীরব করার এক নিবিড় সক্রান্ত। আমরা দেখছি দেশজুড়ে মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়ে সরকার নীরব।
মারাত্মক কিছুর আঁচ? পড়ুন বিস্তারিত- Lok Sabha Polls 2024: ‘আমাকে শেষ করার ষড়যন্ত্র’! নির্বাচনী জনসভা থেকে বিরাট আশঙ্কার কথা শোনালেন মোদী