'তামিলনাড়ু থেকে কেউ এসে এই বিস্ফোরণ ঘটিয়েছে',কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী শোভা করন্দলাজের বেফাঁস মন্তব্যের জেরে হুলস্থূল পড়ে যায়। পরে নিজের ভূল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিজের বক্তব্য ফিরিয়ে নেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেত্রী শোভা করন্দলাজে।
মঙ্গলবার কর্ণাটকের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কংগ্রেস সরকারকে নিশানা করেন তিনি। 'তামিলনাড়ু থেকে এসে কর্ণাটকে ক্যাফেতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী একটি বিতর্কিত মন্তব্য করেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ভোটের আগে তাঁর বক্তব্যের জেরে রাজ্য-রাজনীতি উত্তাল হচ্ছে দেখে করন্দলাজে তার বক্তব্যের জন্য তামিলনাড়ুর জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, তার মন্তব্যের জেরে যদি কারুর আঘাত লাগে, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী।
গতকাল বেঙ্গালুরু বিস্ফোরণ নিয়ে সংবাদসংস্থা এএনআই-কে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শোভা করন্দলাজে বলেন, 'পুলিশ বলেছিল যে আমরা নমাজ শেষ হলে তবেই যেতে পারব। আমি সিদ্দারামাইয়াকে জিজ্ঞেস করতে চাই এখানে কার সরকার চলছে। হিন্দুরা কি আপনাকে ভোট দেয়নি?এখানে প্রতিনিয়ত হিন্দুদের অপমান করা হচ্ছে। একজন ব্যক্তি তামিলনাড়ু থেকে এসে একটি ক্যাফেতে বোমা রেখে চলে যাচ্ছেন। অন্য একজন দিল্লি থেকে এসে পাকিস্তানপন্থী স্লোগান দিচ্ছেন"।
তিনি আরও বলেন, “আমি এইমাত্র একটি ভিডিও দেখেছি যাতে আরটি নগরে খোলা তলোয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষ। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই সরকার সংখ্যালঘুদের রক্ষা করছে এবং এটা হিন্দু বিরোধী। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আমরা কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরের পদত্যাগ দাবি করছি"।
করন্দলাজের অভিযোগ করেন কংগ্রেসের 'ভোট ব্যাঙ্কের রাজনীতির' মূল্য দিতে হচ্ছে হিন্দুরা। কেন্দ্রীয় মন্ত্রী কারান্দলাজের এই বক্তব্যের নিন্দা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। 'এক্স'-এ স্ট্যালিন বলেন, 'আমি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শোভা'র অযৌক্তিক বক্তব্যের তীব্র নিন্দা জানাই"।
আরও পড়ুন: <IT Raid: মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, সকাল থেকে চলছে তল্লাশি, কী কারণে?>