Advertisment

Lok Sabha Elections 2019: অপরাধের পূর্বইতিহাস প্রকাশ করতে বাধ্য প্রার্থীরা, ফরমান কমিশনের

2019 Lok Sabha Elections: নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলগুলিকেও তাদের প্রার্থীদের অপরাধের পূর্বইতিহাস থাকলে তার যথেষ্ট প্রচার করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Lok Sabha Election: আসন্ন লোকসভা নির্বাচনের যেসব প্রার্থীদের অপরাধের পূর্বইতিহাস রয়েছে, তাঁদের বাধ্যতামূলকভাবে সেই ইতিহাস নির্বাচনী প্রচার চলাকালীন অন্তত তিনবার টিভিতে এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে।

Advertisment

এই মর্মে যদিও ১০ অক্টোবর, ২০১৮-এ নির্দেশিকা জারি করা হয়, আগামি লোকসভা নির্বাচনে প্রথমবার প্রয়োগ করা হবে এই শর্ত। প্রসঙ্গত, নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল থেকে ১৯ মে, এবং ফলাফল প্রকাশিত হবে ২৩ মে।

নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলগুলিকেও তাদের প্রার্থীদের অপরাধের পূর্বইতিহাস থাকলে তার যথেষ্ট প্রচার করতে হবে। সোজা কথায়, যাঁরাই নির্বাচনে লড়ছেন তাঁরাই তিনটি পৃথক দিনে তাঁদের 'ক্রিমিনাল রেকর্ডের' বিজ্ঞপ্তি জারি করবেন দেশের বিভিন্ন জনপ্রিয় সংবাদ মাধ্যমে, সে টিভি চ্যানেল হোক বা সংবাদপত্র।

আরও পড়ুন: বাংলায় ৭ দফায় ভোট, কবে কোথায়?

এমনকী যেসব প্রার্থীদের অপরাধের কোনো পূর্বইতিহাস নেই, তাঁদেরকেও সেকথা প্রকাশ্যে ঘোষণা করতে হবে। এর অর্থ হলো, প্রত্যেক প্রার্থীকেই এখন পরিবর্তিত ফর্ম ২৬ ভরতে হবে। এবং সংশ্লিষ্ট দলকে জানাতে হবে যদি তাঁদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়ে থাকে বা কোনো পুরোনো মামলায় দোষী সাব্যস্ত হয়ে থাকেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি রাজনৈতিক দল সেই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে "বাধ্য"।

প্রার্থীরা নিজেরাই এই বিজ্ঞাপনের খরচ বহন করবেন কিনা, তা স্পষ্ট করে নি কমিশনের নির্দেশিকা, কিন্তু কমিশনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত খরচ হিসেবে এই অর্থব্যয় প্রার্থীকেই করতে হবে। কোনো দল যদি এই শর্ত পালনে ব্যর্থ হয়, তাদের নির্বাচনী স্বীকৃতি প্রত্যাহার পর্যন্ত করতে পারে কমিশন।

সংবাদপত্রের সংশ্লিষ্ট পেপার কাটিং জমা দিতে হবে প্রত্যেক প্রার্থীকে, এবং প্রতিটি রাজ্যে এই শ্রেনীর অন্তর্ভুক্ত কতজন প্রার্থী রয়েছেন, তার বিশদ বিবরণ জমা করতে হবে দলগুলিকে।

lok sabha 2019 General Election 2019 election commission Lok Sabha polls
Advertisment