/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/ie-bsf_09c532.jpg)
লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপে মুর্শিদাবাদ জেলার বহরমপুর আসন, নদীয়া জেলার রানাঘাট ও কৃষ্ণনগর আসনে ভোটগ্রহণ হবে। (সূত্র: বিএসএফ)
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের আগে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে এডিজি, বিএসএফ ইস্টার্ন কমান্ড রবি গান্ধী মুর্শিদাবাদ এবং নদিয়ার বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন। ভোটের আগে নিরাপত্তা সংক্রান্ত সকল প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি।
চতুর্থ দফা ভোটের আগে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সতর্ক প্রশাসন ও কমিশন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এদিন এডিজি, বিএসএফ ইস্টার্ন কমান্ড রবি গান্ধী, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখেন।
১৩ মে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা ঘুরে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি তিনি দায়িত্বে থাকা সকল আধিকারিককে সীমান্তে সংঘটিত অপরাধের উপর কড়া নজর রাখতে এবং ভারত-বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করার নির্দেশ দেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গান্ধী সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ইস্টার্ন কমান্ডের গুরুত্বের উপর জোর দেন। তিনি আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সক্রিয় পদক্ষেপের গুরুত্বকে তুলে ধরেন।