Advertisment

Lok Sabha elections: ভুয়ো এনকাউন্টার নিয়ে শাহি নিশানায় ওমর-মুফতি, আনলেন মারাত্মক অভিযোগ

সুপ্রিম কোর্টের তরফে নির্ধারিত সময়সীমার মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
LS polls: Amit Shah campaigns in Jammu

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মঙ্গলবার, 16 এপ্রিল, 2024, জম্মুতে লোকসভা নির্বাচনের আগে একটি জনসভায় ভাষণ দিচ্ছেন। (পিটিআই ছবি)

সুপ্রিম কোর্টের তরফে নির্ধারিত সময়সীমার মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসন্ন লোকসভা নির্বাচনে অমিত শাহ মঙ্গলবার কাশ্মীরের যুবকদের কাছে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ছাড়া যে কোনও দলকে ভোট দেওয়ার আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট ৩৭০ ধারা বাতিলকে বহাল রাখার সময়, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের বেধে দেওয়া সময়সীমার মধ্যেই জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisment

বিজেপি মনোনীত জুগল কিশোর শর্মার পক্ষে ভোট চেয়ে এখানে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় শাহ বলেছিলেন, "এই তিনটি পরিবার-কেন্দ্রিক দলগুলি কেবল তাদের পরিবারের জন্য কাজ করেছে। আপনার জন্য নয়।"

এনসি এবং পিডিপিকে নিশানা করে অমিত শাহ বলেন, জম্মু ও কাশ্মীরে তাদের শাসনকালে কতগুলি জাল এনকাউন্টার হয়েছে তার কোন হিসাব নেই। কাশ্মীরি যুবকদের হাতে কারা বন্দুক তুলে দিয়েছে তা সকলেই জানে'।

কোন দলের নাম না করে শাহ বলেন, তারা প্রচার করছে যে বিজেপি কাশ্মীর দখল করতে আসছে। 'কাশ্মীরের জনগণকে বলতে দিন বিজেপি কাশ্মীর দখল করতে আসছে নাকি লোক তাদের হৃদয় জয় জিতে নিতে আসছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরিদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছেন।

তিনি ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহকেও কটাক্ষ করেছেন। মোদী সরকার ১০ বারের জন্য নির্বাচিত হলেও ৩৭০ ধারা বাতিল করতে পারবে না । "ফারুক আবদুল্লাহর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে অমিত শাহ বলেছেন, 'আমরা আমাদের দ্বিতীয় মেয়াদে এটি ৩৭০ ধারা বাতিল করেছি'।

ফারুক আবদুল্লাহর ছেলে এনসির প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বারামুল্লা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপির মেহবুবা মুফতি অনন্তনাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Union Home Minister Amit Shah
মঙ্গলবার জম্মুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (পিটিআই)
amit shah
Advertisment