Advertisment

Lok Sabha Election 2019: 'মোদীজিকে আমি ভালোবাসি, উনি বাসেন না যদিও'

"আমি নরেন্দ্র মোদীকে ভালোবাসি, ওঁর প্রতি আমার এতটুকু ঘৃণা নেই।" মহারাষ্ট্রের পুনের পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি। কিছু সংখ্যক পড়ুয়া সেখানে 'মোদী, মোদী' বলে চিৎকার করতে শুরু করাতেই এমনটা বললেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুনের পড়ুয়াদের সঙ্গে সেলফি তুলছেন রাহুল

লোকসভার দামামা বাজতেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের তরজা লেগেই রয়েছে। কাদা ছোড়াছুড়িও নতুন কিছু নয়। এর মধ্যে রাহুল গান্ধীর নির্বাচনী কৌশল কিছু অন্যরকম। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির সমালোচনা করছেন ঠিকই, কিন্তু দিনের শেষে জানিয়ে দিতে ভুলছেন না, বিরোধিতা শুধুই রাজনীতির ময়দানে। শুক্রবার নির্বাচনী প্রচারেই জানিয়ে দিলেন, মোদীর জন্য তাঁর কেবল ভালোবাসাই আছে, ঘৃণা নেই এতটুকু। তবে উলটোদিকের মনোভাব যে সেরকম নয়, তাও জানেন তিনি।

Advertisment

"আমি নরেন্দ্র মোদীকে ভালোবাসি, ওঁর প্রতি আমার এতটুকু ঘৃণা নেই," মন্তব্য তাঁর। মহারাষ্ট্রের পুনের পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি। কিছু সংখ্যক পড়ুয়া সেখানে 'মোদী, মোদী' বলে চিৎকার করতে শুরু করাতেই এমনটা বললেন রাহুল। আরও বললেন, "আমার কোনও অসুবিধে নেই এতে। ওঁর প্রতি আমার এতটুকু ঘৃণা নেই। তবে মোদীর আমার ওপর খুব রাগ"।

আরও পড়ুন, Lok Sabha Election 2019: মোদী মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ্যাঠামশাই: মমতা

গত বছর সংসদে ভাষণ দেওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে মোদীকে জড়িয়ে ধরেছিলেন রাহুল, সেদিনও একই কথা বলেছিলেন, মোদীর প্রতি ব্যক্তিগত কোনও রাগ নেই তাঁর। তবে রাজনৈতিক স্তরে যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তা স্পষ্ট শুক্রবারের সভাতেও। মোদীর রাজনীতিকে সরাসরি আক্রমণ করে তিনি বললেন, "আমি মানুষের প্রশ্নের জবাব দিতে এখানে এসেছি। প্রধানমন্ত্রী কেন এই ধরনের অনুষ্ঠানে সবার সামনে আসেন না?"

"মানুষ আমায় প্রশ্ন করবেন। আমায় অস্বস্তিতেও পড়তে হবে। কিছু প্রশ্ন আমার ভাল লাগবে, কিছু ভাল লাগবে না। কিন্তু সব প্রশ্নের উত্তর দেব বলেই আমি এখানে এসেছি। বেশ কিছু প্রশ্ন নিয়ে আমি ফিরে যাওয়ার পরেও ভাবব," বললেন রাহুল। এক ঘণ্টার প্রশ্নোত্তর পর্বে পুলওয়ামা হামলা থেকে ন্যায় প্রকল্প, দিদি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সম্পর্ক, সব কিছু নিয়েই কথা বলতে শোনা গেল রাহুলকে।

Read the full story in English

election commission Lok Sabha polls lok sabha 2019
Advertisment