মনোনয়ন জমা দেওয়ার আগেই বিরাট বিপাকে বিজেপি প্রার্থী তথা লুধিয়ানার দু’বারের সাংসদ রভনীত সিং বিট্টু। তাঁর বিরুদ্ধে গত ১০ বছর সরকারি বাড়ি দখল করে থাকার অভিযোগকে ঘিরে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়।
লুধিয়ানার বিজেপি প্রার্থী রভনীত সিং বিট্টুর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ লুধিয়ানা পুরসভার। ৮ বছর ধরে সরকারি বাংলো দখল করে থাকার জন্য বিজেপি প্রার্থীর কাছ থেকে ভাড়া বাবদ মোট ১.৮২ কোটি টাকা দাবি করেছে পুরসভা। পুরসভার দাবি ওই বাড়ি নাকি কখনও বরাদ্দই করা হয়নি সাংদকে।
শুক্রবার সকালে পৈতৃক জমি বন্ধক রেখে বকেয়া বিল পরিশোধ করে এনওসি নেন বিজেপি প্রার্থী রভনীত সিং বিট্টু। এরপরই তিনি মনোনয়ন জমা দিতে পারেন। এর জন্য বিট্টু সহ বিজেপির সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের দু ঘণ্টারও বেশি সময় ধরে জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে বসে অপেক্ষা করতে হয়।
সরকারের এই পদক্ষেপের বিষয়ে বিট্টু বলেন, 'তিনি প্রায় দশ দিন আগে এনওসির জন্য আবেদন করেছিলেন, কিন্তু তাকে এনওসি দেওয়া হয়নি। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে, ৪৮ ঘন্টার মধ্যে এনওসি দিতে হয়। বিট্টু জানান, সরকারের উদ্দেশ্য ছিল মনোনয়নের আগে এমন কিছু করা যাতে তিনি মনোনয়ন জমা দিতে না পারেন। এটা স্পষ্ট যে সরকার শুধু ঝামেলা তৈরি করতেই এসব করেছে।
বিট্টু আরও বলেন, নিরাপত্তাজনিত কারণে তিনি দশ বছর ধরে সরকারি বাড়িতে বসবাস করছেন। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, পাঞ্জাব সরকার সকলেই জানে। বিট্টু আরও বলেন, 'AAP বুঝতে পেরেছে তারা রাজ্যে জিততে পারবে না, তাই এই জাতীয় কার্যকলাপ করে নির্বাচনকে ব্যহত করার চেষ্টা করা হচ্ছে। তাদের উদ্দেশ্য কী তা আগামী দিনে আমরা জানতে পারব'।
বিজেপি নেতা রবনীত বিট্টু বলেছেন, 'তিনি বিজেপির কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন, বিজেপি তাঁর পরিবার এবং এখন তিনি বিজেপি অফিসেই থাকবেন এবং সেখান থেকেই প্রচার সারবেন। তিনি বলেন, বিরোধীরা যতই কৌশল অবলম্বন করুক কিন্তু তারা সফল হতে পারবে না।
AAP সরকার ইচ্ছাকৃতভাবে বিজেপি প্রার্থীদের হয়রানি করছে: রূপানি
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিনিয়র বিজেপি নেতা এবং পাঞ্জাবের ইনচার্জ বিজয় রূপানি বলেছেন যে পাঞ্জাবের আম আদমি পার্টি সরকার ইচ্ছাকৃতভাবে বিজেপির লোকদের হয়রানি করছে। লুধিয়ানায়, রাতের অন্ধকারে, রভনীত বিট্টুকে দুই কোটিরও বেশি বকেয়া সংক্রান্ত নোটিস দেওয়া হয়েছে, যেখানে বাথিন্ডায়, প্রাক্তন আইএএসকেও এনওসি দেওয়া হচ্ছে না। বিজেপি জানে কীভাবে এর মোকাবিলা করতে হয়। এবং জনসাধারণও নির্বাচনে আম আদমি পার্টিকে জবাব দেবে। রুপানি বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অনেক সিনিয়র নেতা পাঞ্জাবে প্রচারে আসবেন।