কর্মজীবনের শুরুতে পাইলট ছিলেন। রাজনৈতিক মহলে পরিচিতি প্রয়াত রাজীব গান্ধীর এক সময়ের ঘনিষ্ঠ হিসাবে। দুবারের সাংসদ দীনেশ ত্রিবেদী এবার ব্যারাকপুরে কঠিন লড়াইয়ের মুখে। ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং দল ছাড়ার পর শিল্পাঞ্চলে তৃণমূলের সংগঠনে ঈষৎ ধ্বস নেমেছে। পাশাপাশি, প্রাক্তন রেলমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, গত পাঁচ বছরে তাঁকে এলাকায় দেখা যায়নি। দলেও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। সব মিলিয়ে কিঞ্চিৎ চাপে থাকা সত্তর ছুঁইছুঁই দীনেশ প্রতিদিন নিয়ম করে চক্কর দিচ্ছেন সাতটি বিধানসভার অলিগলি। সোমবার ৬ এপ্রিলের নির্বাচনের আগে দেখে নিন তাঁর সম্পদের পরিমাণ।
প্রার্থীর নাম - দীনেশ ত্রিবেদী
দল - তৃণমূল কংগ্রেস
কেন্দ্র - ব্যারাকপুর
বয়স - ৬৮
হাতে নগদ - ১ লক্ষ ৯১ হাজার ৫১৪ টাকা। স্ত্রীর হাতে নগদ - ১ লক্ষ ১৮ হাজার ৬৪১ টাকা। সন্তানের হাতে ১৬ হাজার ৯১৬ টাকা।
ব্যাঙ্কে রয়েছে - মোট ৩ লক্ষ ২৭ হাজার ৪৪৭ টাকা
বিনিয়োগ ও বিমা - ৬ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ১৭ টাকার
ঋণ - নেই
গাড়ি - ফোক্সওয়াগেন, বর্তমান বাজারদর - ১৭ লক্ষ ৬৮ হাজার ২৫৩ টাকা
মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ - ৮৯ লক্ষ ২৭ হাজার ৪০ টাকা
স্ত্রী-র মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ - ৪৩ লক্ষ ৯০ হাজার ৯৭ টাকা
গয়না - নিজের কোনও গয়না নেই। স্ত্রী-র কাছে গয়না রয়েছে মোট ২২৫ গ্রামের, মূল্য ২ লক্ষ ৮ হাজার ৪০০ টাকা
শেয়ার - বাজারদর ৫৬ লক্ষ ৪৯ হাজার ৯১ টাকা
কৃষিজমি - মাণ্ডবিতে ৮ একর। বর্তমান বাজারদর ২৬ লক্ষ ৮০ হাজার টাকা
বাড়ি - বালিগঞ্জে একটি বাড়ি, বর্তমান বাজারদর ১ কোটি ৬২ লক্ষ টাকা। গান্ধীনগরে ফ্ল্যাট, বাজারদর ৮৪ লক্ষ টাকা।
মোট স্থাবর সম্পত্তির পরিমাণ - ২ কোটি ৯৩ লক্ষ ৮০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা - এমবিএ