General Election 2019: কথা ছিল, বাংলায় লোকসভা নির্বাচনের শেষ প্রচার হবে শুক্রবার। কিন্তু বাংলায় রাজনৈতিক উত্তাপের জেরে কমিশনের কড়া নির্দেশে ‘নজিরবিহীন’ ভাবে বৃহস্পতিবার রাত ১০টা থেকেই বন্ধ হয়ে গিয়েছে ভোটপ্রচার। শেষবেলায় দমদমে নরেন্দ্র মোদীর সভা দিয়েই শেষ হল বাংলায় ভোটপ্রচার। মাঝে আর একদিন তারপরই শেষ দফার নির্বাচন। গত দফার ভোট ঘিরে শাসকদলের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি নিয়ে কমিশনের দরজায় একাধিক বার পা রেখেছে বিজেপি। শাসকদলও নানা অভিযোগ-নালিশ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আজ আবারও কমিশনে যাচ্ছে বিজেপি। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল কমিশনে যাচ্ছে।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
কলকাতায় ভোটের দু’দিন আগে ফের নির্বাচন কমিশনে গিয়ে এদিন বিজেপি নতুন করে কী অভিযোগ জানাবে? কমিশনের কাছে নতুন করে কী দাবিই বা জানাবে? সূত্র মারফৎ জানা যাচ্ছে, শাসকদলের বিরুদ্ধে ফের অশান্তির অভিযোগ জানাতে পারে গেরুয়াবাহিনী। পাশাপাশি সপ্তম তথা শেষ দফার ভোট শান্তিপূর্ণ করার আর্জি জানাতে পারে বাংলার অন্যতম প্রধান বিরোধী দল। তাছাড়া, বৃহস্পতিবার রাতে দমদমের নাগেরবাজারে মুকুল রায়, শমীক ভট্টাচার্যের গাড়ি ভাঙচুরের ঘটনাও কমিশনের গোচরে আনতে পারেন বঙ্গ বিজেপির নেতারা।
আরও পড়ুন: মুকুল রায়-শমীক ভট্টাচার্যের গাড়ি ‘ভাঙচুর’, রণক্ষেত্র দমদম
প্রসঙ্গত, বিগত দফার নির্বাচনের আগে বারবার কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর যেমন দাবি জানিয়ে এসেছেন রাজ্য বিজেপি নেতারা, তেমনই আবার ভোট ঘিরে শাসকদলের বিরুদ্ধে হিংসার অভিযোগ জানিয়েছেন। একইসঙ্গে বাংলায় সুষ্ঠু ও অবাধ ভোটের দাবি করেছেন মুকুল রায়রা। গত মঙ্গলবার কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহর রোড শো ঘিরে গোলমালের ঘটনাতেও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বঙ্গ বিজেপি। এমনকি, বাংলায় সুষ্ঠু ও অবাধ ভোটের লক্ষ্যে পুলিশ বদলের দাবি নিয়েও জোর সওয়াল করে এসেছেন রাজ্য বিজেপির নেতারা। শাসক শিবিরের অভিযোগ, বিজেপির কথাতেই বারবার রাজ্যের পুলিশ আধিকারিকদের বদল করছে কমিশন।
শুধু পুলিশই নয়, প্রশাসনিক আধিকারিকদেরও বদল করা হচ্ছে। বিজেপির নির্দেশেই কমিশন তা করছে বলে দাবি তৃণমূলের। দু’দিন আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যের অপসারণ নিয়েও বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছে শাসকদল। এ ঘটনায় কমিশনকে একহাত নিয়ে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘কমিশন বিজেপির কাছে বিক্রি হয়ে হিয়েছে। কমিশন বিজেপির আরেক ভাই’’।