General Election 2019: দু’দিন বাদেই শেষ দফার লোকসভা নির্বাচন। উনিশের নির্বাচনের শেষবেলায় অবশেষে সাংবাদিক বৈঠক করলেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। দলের সেনাপতি অমিত শাহের সঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। যা গত ৫ বছরে এই প্রথম। মোদী বললেন, ‘‘আমরা দ্বিতীয় বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসব’’। এদিকে, মোদীর প্রথম সাংবাদিক বৈঠককে কটাক্ষ করতে আসরে নামেন রাহুল গান্ধী। মোদীকে পাশে বসিয়ে যখন সাংবাদিক বৈঠক করছেন অমিত শাহ। ঠিক তখনই সাংবাদিক বৈঠকে বসেন রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠক থেকেই মোদীর দিকে প্রশ্ন ছুঁড়লেন রাহুল। পাশাপাশি মোদীর সাংবাদিক বৈঠককে কটাক্ষের সুরে রাহুল বলেন, ‘‘প্রথমবার সাংবাদিক বৈঠকে বসেছেন মোদী, এটা নজিরবিহীন’’।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
PM Narendra Modi: It will happen after a long time in the country, our Government will come to power with absolute majority for second consecutive time. pic.twitter.com/Jr1biKJNGa
— ANI (@ANI) May 17, 2019
এদিন সাংবাদিক বৈঠকে কার্যত খোশমেজাজে ছিলেন মোদী। অমিত শাহের পাশে বসে সাংবাদিকদের উদ্দেশে মোদী বললেন, ‘‘২৩ তারিখের পর আপনারা ছুটি পাবেন। আমরাও অনেকটা স্বস্তি পাব। খুব ভাল ভোট হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাতেই এসেছি’’। মোদী আরও বলেন, ‘‘আমরা দ্বিতীয় বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসব’’। নমো বলেন, ‘‘আগে কে নেতা হবে তা পরিবার ঠিক করত, এখন মানুষই তা ঠিক করে। এখন দেশবাসী সরকার নির্বাচন করে’’।
আরও পড়ুন: নাথুরাম গডসের ‘দেশপ্রেম’, যে কথা শুনতেও চায় না আরএসএস-বিজেপি
অন্যদিকে, বিরোধী শিবিরকে নিশানা করে মোদী বলেন, ‘‘গত দু’বারের নির্বাচনে আইপিএলের আয়োজন করা যায়নি দেশে। যখন মজবুত সরকার এল, তখন আইপিএল, রমজান, স্কুলের পরীক্ষা সব শান্তিপূর্ণ ভাবে হতে শুরু করল’’।
অমিত শাহ বলেন, ‘‘২০১৪ সালের ভোটের থেকে আরও বেশি সংখ্যক আসন পাবে। তিনশোরও বেশি আসন পাবে এনডিএ। মোদীর নেতৃত্বে দেশ সুরক্ষিত বলেও এদিন মন্তব্য করেন শাহ। সরকার এনডিএ গড়বে বলেই এদিন দাবি করেন বিজেপি সভাপতি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাহ বলেন, দেড় বছরে বাংলায় ৮০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন, মমতাদি কী জবাব দেবেন? আমরা যদি হিংসা করি, তাহলে অন্য রাজ্যে কেন কোনও হিংসা হচ্ছে না? অন্যদিকে নাথুরাম গডসেকে নিয়ে সাধ্বী প্রজ্ঞার মন্তব্য প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘‘দল থেকে ওঁকে শো-কজ নোটিস পাঠানো হয়েছে। ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ওঁর জবাব মেলার পরই দলের শৃঙ্খলারক্ষা কমিটি উপযুক্ত ব্যবস্থা নেবে’’। প্রসঙ্গত, নাথুরাম গডসকে দেশভক্ত বলে মন্তব্য করেন প্রজ্ঞা।
Congress President Rahul Gandhi: Now that the Prime Minister is doing a live press conference, I want to ask him 'why didn't you debate with me on Rafale? I had challenged you for a debate, tell the press why didn't you debate?' pic.twitter.com/puM8n8zfNP
— ANI (@ANI) May 17, 2019
এদিকে, মোদীর সাংবাদিক বৈঠককে নিশানা করে রাহুল বলেন, ‘‘মোদী প্রথমবার সাংবাদিক বৈঠক করছেন, এটা নজিরবিহীন’’। এরপরই মোদীর দিকে প্রশ্ন তাক করে রাহুল বলেন, ‘‘আপনি কেন আমার সঙ্গে বিতর্কে অংশ নেননি? জবাব দিন প্রধানমন্ত্রী। কেন রাফাল নিয়ে ভয় পাচ্ছেন? কেন অনিল অম্বানিকে টাকা দিয়েছেন? জবাব দিন’’। এদিনও মোদীর উদ্দেশে রাহুল ভালবাসার কথা বলেছেন। কংগ্রেস সভাপতি বলেন, ‘‘মোদী আমার বাবা-মাকে নিশানা করলেও, আমি ওঁর বাবা-মার নাম উচ্চারণ করব না। ওঁর ঘৃণার জবাব আমার ভালবাসা’’।
উল্লেখ্য, সাংবাদিক বৈঠক শুরু করেন অমিত শাহ। বিজেপি সভাপতির পরই বক্তব্য রাখেন মোদী। কিন্তু প্রশ্নোত্তর পর্বে কার্যত নীরবই ছিলেন মোদী। সাংবাদিকদের প্রশ্নবান সামলালেন অমিত শাহ-ই। মাঝে একবার মোদী এও বললেন, ‘‘উনি আমাদের দলের সভাপতি, উনিই সব’’।