Advertisment

Lok Sabha Election 2019: বাংলাই তোমায় টাইট করবে, শাহকে হুঙ্কার মমতার

Lok Sabha Election 2019: ‘‘বিহার, উত্তরপ্রদেশ, আসামে তোমার সরকার রয়েছে, কত বাহিনী দিয়েছো? কত অফিসার বদলেছো? এই বাংলাই তোমায় টাইট করে ছেড়ে দেবে। বাংলার বিরুদ্ধে এত হিংসা কেন?’’

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, amit shah, মমতা, অমিত শাহ, লোকসভা নির্বাচন ২০১৯, loksabha election 2019

মমতা ও অমিত শাহ।

General Election 2019: রিগিং বন্ধ তাই ভয় পাচ্ছেন মমতাদি, সোমবার বাংলায় ভোটপ্রচারে এসে এ ভাষাতেই তৃণমূলনেত্রীকে নিশানা করেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রায় ২৪ ঘণ্টা পর শাহের সেই আক্রমণের জবাব দিলেন মমতা। আরামবাগের সভায় শাহর ‘রিগিং’ মন্তব্য নিয়ে মমতার পাল্টা আক্রমণ, ‘‘ত্রিপুরায় কী হয়েছে? চ্যালেঞ্জ করে বলছি, পুরোটাই রিগিং। কোনও ভোট হয়নি’’। এরপরই বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও অফিসার বদল নিয়েও এদিন সরব হয়েছেন মমতা। শাহকে মমতার হুঁশিয়ারি, ‘‘এই বাংলাই তোমায় টাইট করে ছেড়ে দেব’’।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

ঠিক কী বলেছেন মমতা?

‘‘কালকে এক সাইনবোর্ডবাবু বলেছে, মমতাদি রিগিংয়ে ভয় পায়। ত্রিপুরায় কী হয়েছে? চ্যালেঞ্জ করে বলছি, পুরোটাই রিগিং। কোনও ভোট হয়নি’’। এরপরই মমতা বলেন, ‘‘বিহার, উত্তরপ্রদেশ, আসামে তোমার সরকার রয়েছে, কত বাহিনী দিয়েছো? কত অফিসার বদলেছো? এই বাংলাই তোমায় টাইট করে ছেড়ে দেবে। বাংলার বিরুদ্ধে এত হিংসা কেন? আমি ওদের বিরুদ্ধে কথা বলি, তাই আমার বিরুদ্ধে এত কথা বলেন। আমি ভাঙি তবু মচকাই না। বাংলাই এবার ভারতবর্ষ দখল করবে’’। খানাকুলের সভায় মোদী-শাহদের নিশানা করে মমতা আরও বলেন, ‘‘বাংলায় মাটির ঢেলা রসগোল্লা খাওয়াব, খাবেন দাঁত ভেঙে যাবে। সঙ্গে কাঁকড় মিশিয়ে দেব কাজুবাদামের কাজ করবে’’।

আরও পড়ুন: টিএমসি মানে টেরর ম্যানুফ্যাকচরিং কোম্পানি: অমিত শাহ

সোমবার বিজেপি-র সর্বভারতীয় সভাপতি বলেন, ‘‘বাংলায় বড় পরিবর্তন হতে চলেছে…গত দু’দফার ভোটে মমতার হার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাই তিনি বিজেপি নেতাদের কপ্টার আটকাচ্ছেন। মমতার সভায় ভিড় হচ্ছে না, তাই ক্যামেরায় শুধু মঞ্চ দেখানো হচ্ছে। গণতন্ত্রকে কবর দিয়েছেন মমতা। এখন তিনি নিজেই গণতন্ত্রের কথা বলছেন’’। এরপর হাওড়ার উলুবেড়িয়া, নদিয়ার কৃষ্ণনগর, বীরভূমের রামপুরহাটের সভা থেকে চেনা কায়দায় মমতাকে বিঁধে শাহ বলেন, ‘‘বাংলাকে কাঙাল বানিয়েছে তৃণমূল। তৃণমূলের নতুন মানে জানেন? টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি।’’

PM Narendra Modi Mamata Banerjee amit shah lok sabha 2019 General Election 2019
Advertisment