General Election 2019: ভোটের দিন যত গড়াচ্ছে, শাসক-বিরোধী বাগযুদ্ধের পারদ ততই চড়ছে। ভোটের বাজারে নকুলদানা খাওয়ানোর নিদান দিয়ে রাজ্য রাজনীতিকে তাতিয়ে দিয়েছেন তৃণমূলের অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল সভাপতির সেই বাক্যবাণের সাম্প্রতিক উত্তরে ‘জন্ডিস’ সারানোর দাওয়াই দিলেন একদা তৃণমূলেরই সাংসদ। বিজেপিকে নিশানা করতে গিয়ে অনুব্রত বলেছিলেন ‘‘ওরা জন্ডিস রোগে ভুগছে।’’ অনুব্রতর সেই মন্তব্যের পাল্টা হিসেবে ‘নিমপাতা’ লাগানোর নিদান দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
আরও পড়ুন, Lok Sabha Election 2019: নকুলদানা বিলোলেন অনুব্রত
রবিবার বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, ‘‘বিরোধীরা জন্ডিসে ভুগছে। জন্ডিস রোগটা খুব বাজে, আস্তে আস্তে শুকিয়ে দিচ্ছে। ওরা জন্ডিস রোগে ভুগছে।’’ অনুব্রতের এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিষ্ণুপুরে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী সৌমিত্র বলেছেন, ‘‘তৃণমূল সরকার এখনও চাইছেন, মানুষ যাতে ভোট না দিতে পারে। তাই কখনও বলছে উন্নয়ন, কখনও বলছে পাচন, উল্টোপাল্টা কথা সব।’’ অনুব্রতকে বিঁধে সৌমিত্র আরও বলেন, ‘‘অনুব্রতবাবুকে বলবেন, জন্ডিস হলে নিমপাতা লাগাতে হয়। বিজেপির ছেলেরা নিমপাতা নিয়ে আসবে। তৃণমূলকে ভোটের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসী নিমপাতা প্রয়োগ করবেন।’’
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার ও কেন্দ্রীয় বাহিনীকে নকুলদানা খাওয়ানোর নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত। এ নিয়ে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে কমিশনের নোটিসও পাঠানো হয়েছে তৃণমূলের 'কেষ্ট'-কে। তবুও কমিশনকে ‘পাত্তা’ না দিয়েই গুসকরার তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে প্রচারে গিয়ে নিজে হাতে নকুলদানা বিলিয়েছেন অনুব্রত।
অন্যদিকে, অনুব্রতর নকুলদানার পাল্টা হিসেবে মিহিদানা খাওয়ানোর কথা বলেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। আর বোলপুরের বাম প্রার্থী রামচন্দ্র ডোম বলেছেন, গরমে নিম্বুপানি খাওয়াবেন। সব মিলিয়ে ভোটের বাংলায় রাজনৈতিক নেতাদের এহেন মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি।