/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/anupam-nilanjan-759.jpg)
গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ অনুপমের। অন্যদিকে, ভোটের দিন ‘আক্রান্ত’ হলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। ছবি: টুইটার।
General Election 2019: শেষ দফার নির্বাচনেও অশান্তি ছড়াল বাংলায়। পাশাপাশি দুই কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে এদিন বিজেপি নেতাদের উপর হামলার অভিযোগ উঠেছে। বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ করেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অধ্যাপক অনুপম হাজরা। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ অনুপমের। অন্যদিকে, ভোটের দিন ‘আক্রান্ত’ হয়েছেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ও। দোঙারিয়ায় নীলাঞ্জনের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
কী অভিযোগ?
যাদবপুর লোকসভা কেন্দ্রের ৫২নং বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা। এ প্রসঙ্গে অনুপম বলেন, ‘‘মানুষ বিজেপিকে ভোট দিতে চাইছেন, কিন্তু তৃণমূলের লোকেরা বাধা দিচ্ছে’’। পাশাপাশি, বিজেপি মণ্ডল সভাপতি ও গাড়ি চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বোলপুরের বিদায়ী সাংসদ অনুপম। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: বিজেপির ভাল ফলের আভাস বাংলার বুথফেরত সমীক্ষায়, ষড়যন্ত্র দেখছেন মমতা
BJP MP candidate Anupam Hazra in Jadavpur: TMC goons have beaten up a BJP mandal president, a driver&attacked a car. We also rescued our 3 polling agents.TMC goons were going to carry out rigging at 52 booths. People are eager to vote for BJP but they are not allowing ppl to vote pic.twitter.com/7qlRPg73HA
— ANI (@ANI) May 19, 2019
আরও পড়ুন: West Bengal Lok Sabha Election Phase 7 Live: তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ আনলেন অনুপম
West Bengal: BJP candidate for Diamond Harbour Lok Sabha constituency, Nilanjan Roy's car vandalised in Dongaria area of the constituency. pic.twitter.com/Ag09xHu5hZ
— ANI (@ANI) May 19, 2019
অন্যদিকে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দোঙারিয়া এলাকায় বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে নীলাঞ্জন বলেন, ‘‘পুলিশের গাড়ির সামনেই আমার গাড়ি ভাঙচুর চালানো হয়। আমার উপর হামলা চালানোর পরিকল্পনা ছিল তৃণমূলের। নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু তারা ঠুঁটো জগন্নাথ সেজে বসে আছে’’।