Advertisment

Lok Sabha Election 2019: বাংলাকে ‘অতিস্পর্শকাতর’ রাজ্য হিসেবে ঘোষণার দাবি বিজেপির

2019 Lok Sabha Elections:‘‘অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়েছি।বাংলার প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি।রাজ্য পুলিশ নয়, পর্যবেক্ষকরা যেন বাহিনী মোতায়েন করেন, সেকথাও জানিয়েছি।’’

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha vote 2019, ravishankar prasad, লোকসভা ভোট ২০১৯, রবিশংকর প্রসাদ

কমিশনে রবিশংকর প্রসাদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। ছবি: রেণুকা পুরী, ইন্ডিয়ান এক্সপ্রেস।

General Election 2019: লোকসভার লড়াইয়ে বাংলার পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’ জানিয়ে কমিশনের দ্বারস্থ হল বিজেপি। অতীতে পশ্চিমবঙ্গের ভোটে হিংসার প্রসঙ্গ তুলে বাংলাকে ‘অতি স্পর্শকাতর’ রাজ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন রবিশংকর প্রসাদ, মুকুল রায়রা। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় রবিশংকর প্রসাদের নেতৃত্বাধীন বিজেপির একটি প্রতিনিধিদল। ওই দলে ছিলেন এ রাজ্যের বিজেপির শীর্ষ নেতা মুকুলও।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশংকর প্রসাদ বলেন, ‘‘বাংলাকে অতি স্পর্শকাতর রাজ্য হিসেবে ঘোষণা করা হোক। গত পঞ্চায়েত ভোটে হিংসায় ১০০ জনের মৃত্যু হয়েছে। তাই আমরা অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়েছি। বাংলার প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি। রাজ্য পুলিশ নয়, পর্যবেক্ষকরা যেন বাহিনী মোতায়েন করেন, সেকথাও জানিয়েছি।’’

আরও পড়ুন,West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: দীনেশ ত্রিবেদী ২ লক্ষ ভোটে জিতবেন: অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: কমিশনে নালিশ বিজেপির, যাচ্ছে কংগ্রেসও

উল্লেখ্য, গত রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহাও বলেছিলেন, ‘‘রাজ্য অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে। কমিশনকে বলেছি, বাহিনী মোতায়েন পর্যবেক্ষকদের হাতে যেন থাকে। রাজ্য পুলিশকে যেন সেই দায়িত্ব না দেওয়া হয়। একবার ভোটে তো কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের খাইয়ে দাইয়ে হাজারদুয়ারি দেখাতে পাঠানো হয়েছিল।’’

অন্যদিকে, বিজেপির মতো কংগ্রেস নেতৃত্বও বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও প্রদীপ ভট্টাচার্য। কমিশনের দফতর থেকে বেরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘‘৭৭ হাজার বুথ অতিস্পর্শকাতর বুথ হিসেবে ঘোষণা  করা হোক। সুষ্ঠু ও অবাধ ভোটের দাবি জানিয়েছি।’’

election commission CONGRESS lok sabha 2019 General Election 2019 bjp
Advertisment