মমতা মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে খুনের সুপারি দেওয়া হয়েছে। বিস্ফোরক এই অভিযোগটি করেছেন স্বয়ং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই। বাংলাদেশ থেকে সুপারি কিলার এনে তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগই করেছেন জ্যোতিপ্রিয়। এই ঘটনায় ইতিমধ্যেই গোবরডাঙা থানায় অভিযোগও জানিয়েছেন রাজ্যের এই মন্ত্রী।তবে জ্যোতিপ্রিয়র এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
ঠিক কী অভিযোগ?
৩০ লক্ষ টাকার চুক্তিতে বাংলাদেশ থেকে সুপারি কিলার এনে জ্যোতিপ্রিয় মল্লিককে খুনের চক্রান্ত করেছে বিজেপি। এমন অভিযোগই গোবরডাঙা থানায় জানিয়েছেন জ্যোতিপ্রিয়। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে একটি ফোন আসে তাঁর কাছে। ওই ফোনের সূত্র ধরেই খাদ্যমন্ত্রী জানতে পারেন, তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে। এ ঘটনায় বিজেপি-র বারাসত সাংগঠনিক জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয়। দেবদাসই খুনের ছক কষেছেন বলে অভিযোগ খাদ্যমন্ত্রীর। খুনের চক্রান্তে ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। অভিযোগপত্রে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, শান্তনু ঠাকুরের নাম উল্লেখ করেছেন বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয়।
আরও পড়ুন: বড় বিপাকে ভারতী? কলকাতা থেকে ভিডিও গেল দিল্লিতে
এ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘ওঁদের মাথাব্যথার কারণ আমি, আমাকে সরালেই ওরা সব আসন পেয়ে যাবে। তাই এসব করছে’’।
এদিকে, জ্যোতিপ্রিয়র অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের বিজেপি প্রার্থী বলেন, ‘‘জ্যোতিপ্রিয় মল্লিক নামে মন্ত্রী, কোনও গুরুত্ব নেই ওঁর। নির্বাচনের ফল বেরোলে ধাক্কা দিয়ে বের করে দেবে ওঁকে। উনি কী এমন গুরুত্বপূর্ণ নেতা, যে ওঁকে খুন করবে! খুন হওয়ার জন্য যোগ্যতা লাগে। দিলীপ ঘোষকে খুন করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। কারণ, দিলীপ ঘোষ রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। উনি তো দলেই গুরুত্ব পান না। দাম বাড়াতে এখন উনি নাটক করছেন’’।