/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/mamata-abhishek-759.jpg)
মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
General Election 2019: লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে এবার 'ভাইপো' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতেই চাননি মমতো বন্দ্যোপাধ্যায়। লোকসভার বদলে অভিষেককে রাজ্যসভায় সাংসদ হওয়ার প্রস্তাবই দিয়েছিলেন 'পিসি' (যদিও মমতাকে অভিষেক দিদি বলেই সম্বোধন করেন) মমতা। কিন্তু পিসির সেই প্রস্তাবে সায় দেননি অভিষেক। সোমবার বজবজের সভায় এমন ‘সত্য কথা’ই জানালেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি মমতা এও জানালেন, তাঁর পরিবারের সকলেই রাজনীতি করেন, তবু তিনি চাননি বলেই সকলে সামনে আসেননি।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
বজবজের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বলেন, ‘‘অভিষেকও আমার একজন কর্মী। ও মন দিয়ে তৃণমূল করে। ভাববেন না, যে ও আমার থেকে সুবিধা পায়। অনেক কষ্ট করে কাজ করে। আজকে সত্য কথা বলছি, আমি অভিষেককে বলেছিলাম, তুই একটা কাজ কর, তুই লোকসভায় দাঁড়াস না, আমি তোকে রাজ্যসভায় করে দেব পরে। লোকসভা ছেড়ে দে, কারণ তোকে সারা বাংলা ঘুরে বেড়াতে হয়। তোকে, বক্সীকে (সুব্রত বক্সী) ঘুরতে হয়। ও কী বলল জানেন? আমি রাজ্যসভার সাংসদ হব না, ডায়মন্ড হারবারেই থাকব। তখন বুঝলাম, ডায়মন্ড হারবারের প্রতি ওর ভালবাসা রয়েছে’’। প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচনে লড়ছেন না সুব্রত বক্সী। গতবার নির্বাচনে কলকাতা দক্ষিণে লড়ে জিতেছিলেন বক্সী। ‘দলের হয়ে কাজ করতে’ চান বলেই এবার বক্সী প্রার্থী হননি বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ডায়মন্ড হারবারে এবারও তৃণমূলের হয়ে লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: মুকুল রায়কে তৃণমূলের এঁটো আখ্যা অভিষেকের
উল্লেখ্য, বাংলায় ভোটপ্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন মোদী-শাহরা। সোমবারও নির্বাচনী সভা থেকে অমিত শাহ বলেছেন, ‘‘বাংলায় ভাইপো কর’’। এছাড়া, মোদীর মুখেও বারবার ‘ভাতিজা’ শব্দ শোনা গিয়েছে। এদিন মোদী-শাহদের সেই আক্রমণের জবাব দিতে গিয়ে মমতা বলেন, ‘‘বিজেপির নেতাগুলো হিংসুটে। আমার বাড়ির সবাই রাজনীতি করে। কিন্তু আমি চাইনি বলে সবাই সামনে আসেনি কোনওদিন। একমাত্র একটি ছেলে, অভিষেক রাজনীতিতে এসেছে, তাই বিজেপির এত গাত্রজ্বালা। প্রতিদিন বলবে, ভাতিজা ভাতিজা করে। আজও এসেছে, বলে যাচ্ছে। আমাদের পরিবারের যদি নখের যোগ্য হতে, তাহলে হত। নরেন্দ্র মোদী, ভাতিজা ভাতিজা বলে গালাগাল দিচ্ছ, নিজের বউকে জানো? জানো কোথায় আছে? একদিনও খেতে দিয়েছ? সারাক্ষণ বলছে, আমরা সবাই তোলাবাজ, চোর, ডাকাত’’।
বিজেপি এবং বামেরা সম্প্রতি 'ভাইপো' অভিষেকের প্রসঙ্গে নানা কটাক্ষ করে থাকে। কলকাতা বিমানবন্দরে অভিষেক-পত্নী রুজিরা ব্যাগ তল্লাশি ঘিরে বিস্তর রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। এমতাবস্থায় ভাইপো তথা তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে মমতার এদিনের মন্তব্য বিশেষ বার্তাবাহী বলে মনে করা হচ্ছে।