General Election 2019: একদা মমতা ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে দলের প্রার্থী করে তৃণমূলকে আগেই এক প্রকার ধাক্কা দিয়েছে বিজেপি। এবার সেই ভারতী ঘোষের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন অমিত শাহ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে প্রচারে এসে মমতার বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ করলেন বিজেপি সভাপতি। এদিন ঘাটালের সভায় ভারতীর প্রসঙ্গ তুলে মোদীর প্রধান সেনাপতি বলেন, ‘‘আমাদের বোন ভারতী ঘোষকে বোধহয় বেশিই ভালবাসতেন মমতাদি’’। একথা বলার পরই মুচকি হাসেন শাহ। তারপরই শাহর কটাক্ষ, ‘‘ভারতীদি মমতাদির নিয়মকানুন মানেননি, অস্বীকার করেছেন’’।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
প্রসঙ্গত, ঝাড়গ্রামের পুলিশ সুপার থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের পাত্রী ছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তৃণমূলনেত্রীকে তিনি ‘জঙ্গলমহলের মা’ বলেও অভিহিত করেছিলেন। প্রাক্তন এই আইপিএসকে সে সময় ‘ভাল মেয়ে’ বলে ডাকতেন মমতাও। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ভারতীর ঘনিষ্ঠতা নিয়ে প্রায়শই সরব হত বিরোধীরা। মমতার দলের হয়েই ভারতী কাজ করতেন বলে বারবার অভিযোগ করে এসেছে বিরোধীরা। তবে নানা সমীকরণ বদলে যাওয়ার পর মমতা ঘনিষ্ঠ সেই ভারতীর হাতেই উঠেছে পদ্ম পতাকা। এরপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই এক সময়ের 'ভাল মেয়ে'র বিরুদ্ধে তোলাবাজির মামলায় রজু করেছে। ইতিমধ্যে চাকরি থেকেও ইস্তফা দেন দাপুটে পুলিশ সুপার ভারতী ঘোষ। এরপরই লোকসভা নির্বাচনের মুখে তাঁর ‘জঙ্গলমহলের মা’র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন ভারতী। ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের সঙ্গে এবার তাঁর লড়াই। এই প্রেক্ষাপটে মমতার একসময়ের প্রিয় পাত্রীর প্রচারে এসে মমতা-ভারতী পুরনো সম্পর্ক সামনে এনে মমতাকেই ফের বিঁধলেন শাহ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
ঘাটালের সভায় অমিত শাহ আরও বলেন, ‘‘ভারতী ঘোষ বিপুল ভোটে জয়ী হবেন’’। অন্যদিকে, এদিনের সভায় ফের মমতাকে আক্রমণ করে ঘাটালের বিজেপি প্রার্থী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অসুস্থ সরকার’’। অন্যদিকে, ভারতীর উদ্দেশে মমতা বলেছিলেন, আমার কাছে আপনার পাঠানো সব এসএমএস রয়েছে। আমরা সৌজন্য মেনে চলি, তাই ওইসব এসএমএস দেখাব না। এদিন অবশ্য তৃণমূলনেত্রীর সেই মন্তব্যে কোনও রা কাড়েননি ভারতী। তবে মমতাকে বিঁধে ভারতী বলেছেন, ‘‘পুলিশকে সামনে রেখে অসুস্থ সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন পুলিশ থাকবে না, সেদিন মমতার সরকার ভেঙে চুরমার হয়ে যাবে’’। পাশাপাশি ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিশানা করে ভারতী ফের বলেন, ‘‘উনি একজন অভিনেতা। গত ৫ বছরে মাত্র দু’বার সংসদে গিয়েছেন। ওঁর জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তাবায়িত হয়নি’’।
ভারতী প্রসঙ্গে ছাড়াও এদিন 'জয় শ্রীরাম ধ্বনি' বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে অমিত শাহ বলেন, ‘‘জয় শ্রী রাম স্লোগান শুনে মমতাদি অসন্তুষ্ট হচ্ছেন। রামের নাম ভারতে করব না তো কি পাকিস্তানে করব? রামের নাম বলব, ক্ষমতা থাকলে আটকান’’।