Advertisment

‘মূর্তি ভেঙেছি প্রমাণ করতে না পারলে জেলে টানব’, মোদীকে হুঁশিয়ারি মমতার

Loksabha Election 2019: ‘‘প্রমাণ করুণ, যে আমরা মূর্তি ভেঙেছি, তা না হলে জেলে টানব আপনাকে। আমরা ছেড়ে কথা বলব না। আমাদের প্রমাণ রয়েছে। আইন আইনের পথে চলবে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, mamata, মোদী, মমতা

মোদী ও মমতা।

General Election 2019: মোদী বিদ্যাসাগরের মূর্তি বানিয়ে দিলে, সেই মূর্তি নেওয়া হবে না। মথুরাপুরের সভায় এ ভাষাতেই মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতা বলেন, ‘‘উত্তরপ্রদেশ থেকে বলছে, মূর্তি বানিয়ে দেবে। তোমারটা থোড়াই নেব আমরা। বাংলায় টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর জন্য। তোমার কাছে বাংলা ভিক্ষা চায় না। ২০০ বছরের ঐতিহ্য ভেঙেছেন। ফেরাতে পারবেন? কান ধরে ওঠবোস করা উচিত। একবার নয়, লক্ষবার করা উচিত। মিথ্যা কথা বলার জন্য। প্রমাণ করুণ, যে আমরা মূর্তি ভেঙেছি, তা না হলে জেলে টানব আপনাকে। আমরা ছেড়ে কথা বলব না। আমাদের প্রমাণ রয়েছে। আইন আইনের পথে চলবে’’। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের সভায় এদিন নরেন্দ্র মোদী বলেন, ক্ষমতায় এলে ওই একই জায়গায় বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়বে কেন্দ্রীয় সরকার।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে মোদীকে নিশানা করে এদিন ডায়মন্ড হারবারের সভায় মমতা বলেন, ‘‘একটা কালো মূর্তি থাকবে তোমাদের জন্য। ওটা ফ্যাসিস্টের প্রতীক’’। রাম মন্দির ইস্যুর প্রসঙ্গ টেনে মমতার কটাক্ষ, ‘‘৫ বছরে রাম মন্দির বানাতে পারেনি, আবার বিদ্যাসাগরের মূর্তি বানাবে!’’

বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনার প্রসঙ্গ তুলে মমতা আরও বলেন, ‘‘গত পরশু দিন যা ঘটেছে, তা বাংলার কাছে লজ্জার। অমিত শাহর নেতৃত্বে বিজেপি যে গুন্ডামি করেছে, তার বদলা নিতে হবে। আমাদের মণীষীদের গায়ে হাত দিলে ছেড়ে কথা বলব না’’। অন্যদিকে, বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘‘ফেসবুকে নকল ছবি, ভিডিও পোস্ট করছে বিজেপি। সব নকল। ওটাই এখন ওদের শেষ অস্ত্র’’।

আরও পড়ুন: West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়বে কেন্দ্রীয় সরকার: মোদী

এদিকে, বাংলায় ভোটপ্রচারের সময় কমানো নিয়ে এদিন কমিশনকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মথুরাপুরের সভায় মমতা বলেন, ‘‘কমিশন বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন বিজেপির আরেক ভাই। কয়েকটা দুষ্টু লোক সব অধিকার কেড়ে নিচ্ছে। এ যুগের শয়তান ওঁরা। সত্যি কথা বলতে ভয় পাই না। জেল হলে হবে’’। একইসঙ্গে সাধারণের উদ্দেশে মমতা বলেন, ‘‘যাঁরা বিজেপিতে যাবেন, সমাজ তাঁদের আগামী দিন গ্রহণ করবেন না’’। বিজেপি ভোটারদের উদ্দেশে তৃণমূল নেত্রীর পরামর্শ, ‘‘এখনও বলছি, বিজেপি ভোটাররা, এ ঘটনার পর বিজেপি ছেড়ে বেরিয়ে আসুন’’। মোদী-শাহদের আক্রমণ করে মমতা বলেন, ‘‘জরুরি পরিস্থিতি তৈরি করে বাংলায় ভোট করছে’’।

PM Narendra Modi Mamata Banerjee lok sabha 2019 General Election 2019
Advertisment