General Election 2019: শেষ পর্যন্ত খোঁজ মিলল নোডাল অফিসার অর্ণব রায়ের। হাওড়া স্টেশন থেকে অর্ণব রায়কে উদ্ধার করল সিআইডি। প্রায় ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন লোকসভা নির্বাচনে ইভিএমের দায়িত্বে থাকা নদিয়ার নোডাল অফিসার অর্ণব। মোবাইল ফোনের সূত্র ধরে অর্ণবের হদিশ পায় সিআইডি। গত ১৮ এপ্রিল রহস্যজনক ভাবে নিখোঁজ হন অর্ণব।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
এ প্রসঙ্গে সিআইডির ডিআইজি (অপারেশন) নিশাত পারভেজ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘‘আজ সকালে অর্ণব রায়কে আমরা উদ্ধার করেছি হাওড়া স্টেশন থেকে। মোবাইলের সূত্র ধরে ওঁকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে অর্ণবকে ওঁর শ্বশুরবাড়িতে রাখা হয়েছে। কেন উনি উধাও হয়ে গিয়েছিলেন, কোথায় ছিলেন, আমরা খতিয়ে দেখব।’’ অর্ণবের হদিশ মেলার খবরের সত্যতা স্বীকার করেছেন নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমারও। তিনি বলেন, ‘‘আজ সকালে হাওড়া স্টেশন থেকে ওঁকে উদ্ধার করেছে সিআইডি।’’
আরও পড়ুন: ভোটের আগে হঠাৎ উধাও নদিয়ার নোডাল অফিসার
উল্লেখ্য, নদিয়ার ভোটের দায়িত্বে ছিলেন ওই নোডাল অফিসার। বিপ্রদাস পলিটেকনিক কলেজে ভোটের ডিউটির সময়ই হঠাৎই উধাও হন তিনি। ওই কলেজে ইভিএমের দায়িত্বে ছিলেন তিনি। গত ১৮ এপ্রিল দুপুরে মধ্যাহ্নভোজের পর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায় না অর্ণবের। গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের দেওয়া গাড়িতে চড়ে কলেজে আসেন অর্ণব। দুপুরে খাওয়ার পরই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান তিনি। গাড়িটি যথাস্থানেই পাওয়া যায়। অর্ণব কোথায় গেলেন, এ প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি গাড়ি চালক। এ ঘটনায় অর্ণবের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মাধরাতে কোতয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করে জেলা প্রশাসন। এ ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।