Advertisment

মমতা আমার ছবি আঁকুন, ওই ছবি চিরদিন কাছে রাখব: মোদী

Loksabha Election 2019: ‘‘আপনি আমার একটা বড় ছবি আঁকুন। ২৩ মে-র পর, আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আমার বাসভবনে এসে আমার ছবি উপহার দিন।ওই ছবি আমি সারাজীবন নিজের কাছে রাখব’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee narendra modi

নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়।

General Election 2019: বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরকাণ্ডে তুলোধনা করতে গিয়ে চিটফান্ড প্রসঙ্গ টেনে এনে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন নরেন্দ্র মোদী। বুধবার টাকির সভায় মমতাকে কটাক্ষের সুরে মোদী বলেন, ‘‘আপনি তো ভাল ছবি আঁকেন। শুনেছি, আপনার ছবি কোটি টাকায় বিক্রি হয়েছে। আপনি আমার একটা বড় ছবি আঁকুন। ২৩ মে-র পর, আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আমার বাসভবনে এসে আমার ছবি উপহার দিন। ওই ছবি আমি সারাজীবন নিজের কাছে রাখব। আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব না’’।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রি নিয়ে বিতর্ক তৈরি হয় বঙ্গ রাজনীতিতে। এ নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। এদিকে, গত কয়েকদিনের নির্বাচনী সভায় বারবার চিটফান্ড কেলেঙ্কারি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মোদী-শাহরা। এদিন ফের সেই একই ইস্যুতে নিশানা করতে গিয়ে মমতার ছবি নিয়ে যেভাবে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী, তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। একইসঙ্গে লোকসভা নির্বাচনে জেতার ব্যাপারে যে নমো যথেষ্ট আত্মবিশ্বাসী, সে বার্তাও মমতাকে এদিন দিলেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মমতার লোকেরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে: অমিত শাহ

অন্যদিকে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলেছেন মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘২ দিন আগেই মমতা বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন। সেটাই করে দেখালেন। কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহর রোড শোয়ে হামলা চালানো হয়েছে। যে হিংসা ছড়ানো হয়েছে, তা গোটে দেশে চর্চা হয়েছে। কলকাতার ছবি গোটা দেশ দেখেছে’’। মমতাকে আক্রমণ করে মোদী আরও বলেন, ‘‘বাংলায় বিজেপির ঝড়ে দিদি ঘাবড়ে গিয়েছেন। ভয় পেয়ে উনি কী করছেন ,তা গোটা দেশ দেখছে। অনেক ভরসা করে আপনাকে মানুষ মুখ্যমন্ত্রী করেছিলেন। বাংলার মানুষ যেমন ওঁকে আকাশে তুলেছিলেন, তেমনই মাটিতে এনে নামাবেন’’।

মমতাকে চ্যালেঞ্জের সুরে মোদী বলেন, ‘‘বিজেপি একাই ৩০০-রও বেশি আসন পাবে। বাংলা সেখানে বড় ভূমিকা নেবে’’। একইসঙ্গে দেশে জরুরি অবস্থার সঙ্গে তুলনা টেনে মোদী বলেন, ‘‘জরুরি অবস্থার পরও ভোটে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল। এবারও তাই হচ্ছে’’।

এদিকে, আগরপাড়ার সভা থেকে মমতা পাল্টা বলেন, ‘‘পূর্বপরিকল্পিত চক্রান্ত এটা। কে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, তার প্রমাণ রয়েছে। মূর্তি ভেঙে আবার বড় বড় কথা বলছেন’’। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, ‘‘বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরাই। তৃণমূলের গুন্ডারাই মূর্তি ভেঙে এখন নাটক করছে। ভোটব্যাঙ্কের রাজনীতির স্বার্থে এসব করছে’’। অন্যদিকে, অমিত শাহের পাল্টা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিজেপির গুন্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে’’। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে এদিন কলকাতায় পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেসও প্রতিবাদে শামিল হন। অন্যদিকে, অমিত শাহ-র রোড শোয়ে হামলা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে কমিশনের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। সবমিলিয়ে ভোটের আগে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি।

tmc bjp PM Narendra Modi Mamata Banerjee lok sabha 2019 General Election 2019
Advertisment