Loksabha Elections 2019: নির্বাচনী বন্ডে স্থগিতাদেশ খারিজ, রাজনৈতিক দলগুলির আয়ের বিবরণ জমা দিতে হবে কমিশনে

General Election 2019: সবকটি রাজনৈতিক দলকে গৃহীত অনুদানের বিশদ বিবরণ নির্বাচন কমিশনের কাছে ‘মুখবন্ধ’ খামে জমা দিতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের।

General Election 2019: সবকটি রাজনৈতিক দলকে গৃহীত অনুদানের বিশদ বিবরণ নির্বাচন কমিশনের কাছে ‘মুখবন্ধ’ খামে জমা দিতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

General Election 2019: নির্বাচনী বন্ডের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। সবকটি রাজনৈতিক দলকে গৃহীত অনুদানের বিশদ বিবরণ নির্বাচন কমিশনের কাছে ‘মুখবন্ধ’ খামে জমা দিতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের। আগামী ৩০ মে-র মধ্যে রাজনৈতিক দলগুলি যাতে এ ব্যাপারটি কমিশনকে জানায়, সেকথাও স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

Advertisment

আরও পড়ুন: সুপ্রিম ধাক্কার মুখে মোদী সরকার, রাফাল মামলায় কেন্দ্রীয় আপত্তি নাকচ

Advertisment

এদিন সিপিআইএম ও অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর দায়ের করা আবেদনের শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এডিআরের পক্ষে সওয়াল করতে উঠে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, মোট ২২১ কোটি টাকার নির্বাচনী বন্ডের মধ্যে ২১০ কোটি টাকার বন্ডই বিজেপির তহবিলে ঢুকেছে। প্রশান্ত ভূষণের এমন সওয়ালের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, তাঁর (প্রশান্ত ভূষণ) কথা শুনে নির্বাচনী বক্তৃতা মনে হচ্ছে। উল্লেখ্য, এর আগে নির্বাচনী বন্ড সংক্রান্ত সুপ্রিম কোর্টের প্রশ্নের জবাবে এজি বলেছিলেন, স্বচ্ছতা কখনও মন্ত্র হতে পারে না এবং ‘‘আমার মত অনুযায়ী ভোটারদের প্রার্থী সম্পর্কে জানার পূর্ণ অধিকার রয়েছে...কিন্তু রাজনৈতিক দলগুলোর অর্থ কোথা থেকে আসছে, তা কেন জানতে চাইবেন তাঁরা।’’

Read the full story in English

General Election 2019 supreme court