Advertisment

Lok Sabha Election 2019: বিয়াল্লিশ আসনে ঘাসফুল প্রতীকে লড়বেন কারা? আজই চূড়ান্ত ঘোষণা

2019 Lok Sabha Elections: যেসব তৃণমূল সাংসদের টিকিট পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল, তাঁদের অনেকেই ব্যক্তিগতভাবে দলনেত্রীর সঙ্গে দেখা করেছেন বলে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, tmc, loksabha election 2019, মমতা, লোকসভা ভোট, তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়।

General Election 2019: লোকসভার লড়াইয়ে তৃণমূলের প্রার্থী কারা? আজই চূড়ান্ত হচ্ছে সেই প্রার্থীতালিকা। মঙ্গলবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক। ওই বৈঠকেই প্রার্থীতালিকা চূড়ান্ত করা হচ্ছে। বৈঠক শেষে আজই প্রার্থীতালিকা ঘোষণা করছে মমতার দল। এদিন দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ কালীঘাটে দলনেত্রীর বাড়িতে বৈঠকে বসছেন দলের সব জেলা সভাপতিরা। বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টে নাগাদ ঘোষণা করা হবে উনিশের নির্বাচনে তৃণমূলের প্রার্থীদের নাম। প্রার্থী তালিকা ঘোষণার পর আজই প্রচারে নামছে তৃণমূল। বিকেল ৫টায় উত্তর কলকাতার প্রার্থীর সমর্থনে প্রচার কর্মসূচি রয়েছে ঘাসফুল শিবিরের।

Advertisment

আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ আগামিকাল

কারা টিকিট পাচ্ছেন? তৃণমূলের বেশ কয়েকজন পুরনো সাংসদ এবার ভোটের টিকিট পাবেন কিনা সংশয় ছিল। অনেকের বিরুদ্ধে বিজেপি সংস্রবেরও অভিযোগ উঠেছিল। অনেকে বিজেপির সঙ্গে আড়ালে যোগাযোগ রাখছেন বলে দাবি করেছিলেন খোদ মুকুল রায়। দলনেত্রী আগেও বহুবার বলেছিলেন, এ ধরনের আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে সেইসব সাংসদরাও এবার টিকিট পাচ্ছেন বলে খবর। কেউ কেউ আবার বিভিন্ন মামলায় অভিযুক্ত। তাঁরাও শেষ পর্যন্ত লোকসভার লড়াইয়ে সামিল হতে পারবেন কিনা জল্পনা ছিল। কিন্তু তাঁদেরও টিকিট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক কৌশলেই এঁদের ভোটের টিকিট দেওয়া হচ্ছে বলে ব্যাখ্যা ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন, Lok Sabha Election 2019: বিয়াল্লিশে বিয়াল্লিশই চাই, অ্যাকশন নিতে হবে: মমতা

অন্যদিকে, যেসব তৃণমূল সাংসদের টিকিট পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল, তাঁদের অনেকেই ব্যক্তিগতভাবে তৃণমূলনেত্রীর সঙ্গে দেখা করেছেন বলে খবর।

আরেকটি সূত্রের ব্যাখ্যা, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় দল সিদ্ধান্ত নিয়েছিল, অনেক প্রার্থীকে বদল করা হবে। কিন্তু শেষ মুহূর্তে ২০১১ সালের জয়ী প্রার্থীদেরই ভোটে লড়ার টিকিট দেওয়া হয়। উনিশের লোকসভা নির্বাচনেও সেই একই পথে তৃণমূল নেতৃত্ব হাঁটছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, বোলপুর, বিষ্ণুপুর, দার্জিলিং, আসানসোলের মতো বেশ কিছু কেন্দ্রে নতুন মুখকে এনে এবার ভোটে লড়তে পারে তৃণমূল। উল্লেখ্য, বোলপুরে এবার তৃণমূল প্রার্থী হতে পারেন অসিত মাল। এ কথা বেশ কয়েকদিন আগেই টুইট করে জানিয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা। গত রবিবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরই সোমবার বোলপুরে অসিত মালের দেওয়াল লিখন নিয়ে জোর চর্চা হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে ভোটের টিকিট বণ্টন নিয়ে দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “দল যখন প্রার্থীপদ চূড়ান্ত করবে, তখন ‘ও নয়, আমি’, এসব চলবে না। সকলকে মিলে লড়াই চালাতে হবে।” সেদিনের বৈঠকে “বিয়াল্লিশে বিয়াল্লিশের’’ টার্গেট বেঁধে দিয়েছিলেন মমতা।

Mamata Banerjee lok sabha 2019 General Election 2019 tmc
Advertisment