Advertisment

Lok Sabha Election 2019: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত, কোথায় কোন প্রার্থী?

2019 Lok Sabha Elections: রাজ্যের ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। একনজরে দেখে নিন, কোন কেন্দ্রে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন...

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Candidate list for Lok Sabha Election 2019, mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রার্থীতালিকা

২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পূূর্ণাঙ্গ প্রার্থী তালিকা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

General Election 2019: লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠকে বসেছিলেন জেলা সভাপতি ও নির্বাচনী স্টিয়ারিং কমিটির সদস্যরা। বৈঠক শেষ হওয়ার পরই ঘোষণা করা হল প্রার্থী তালিকা।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

একনজরে দেখে নিন, কোন কেন্দ্রে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন-

*কোচবিহার- পরেশ অধিকারী

* আলিপুরদুয়ার- দশরথ তিরকে

* জলপাইগুড়ি-বিজয়চন্দ্র বর্মণ

* দার্জিলিং- অমর সিং রাই

* রায়গঞ্জ- কানাইলাল আগরওয়াল

* বালুরঘাট- অর্পিতা ঘোষ

* মালদহ উত্তর- মৌসম বেনজির নূর

* মালদহ দক্ষিণ- মোয়াজ্জেম হোসেন

* জঙ্গিপুর- খলিলুর রহমান

* মুর্শিদাবাদ-আবু তাহের

* বহরমপুর- অপূর্ব সরকার

আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: প্রার্থী ঘোষণা হতেই পুরোদমে প্রচারে তৃণমূল

tmc, mamata banerjee, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়,তৃণমূলের প্রার্থী তালিকা তৃণমূলের প্রার্থী তালিকা। অলঙ্করণ: অরিত্র দে

আরও পড়ুন, তৃণমূলের ১০ বিদায়ী সাংসদ টিকিট পেলেন না, দেখুন তালিকা

* কৃষ্ণনগর-মহুয়া মৈত্র

* বর্ধমান পূর্ব- সুনীল কুমার মণ্ডল

* বর্ধমান-দুর্গাপুর- মমতাজ সংঘমিত্রা

* রানাঘাট- রূপালি বিশ্বাস

* আসানসোল- মুনমুন সেন

* বোলপুর- অসিত মাল

* বীরভূম- শতাব্দী রায়

* বনগাঁ- মমতাবালা ঠাকুর

* ব্যারাকপুর- দীনেশ ত্রিবেদী

* হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়

* উলুবেড়িয়া- সাজদা আহমেদ

* শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়

* হুগলি- রত্না দে নাগ

* আরামবাগ- অপরূপা পোদ্দার

tmc, mamata banerjee, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়,তৃণমূলের প্রার্থী তালিকা তৃণমূলের প্রার্থী তালিকা। অলঙ্করণ: অরিত্র দে

আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: ঘোষিত তৃণমূলের প্রার্থী তালিকা

* তমলুক- দিব্যেন্দু অধিকারী

* কাঁথি- শিশির অধিকারী

* ঘাটাল- দেব

* মেদিনীপুর- মানস ভুঁইয়া

* ঝাড়গ্রাম- বীর বাহা সোরেন

* পুরুলিয়া- মৃগাঙ্ক মাহাত

* বাঁকুড়া- সুব্রত মুখোপাধ্যায়

* বিষ্ণুপুর- শ্যামল সাঁতরা

* দমদম- সৌগত রায়

*বারাসত- কাকলি ঘোষ দস্তিদার

* বসিরহাট- নুসরত জাহান

* জয়নগর- প্রতিমা মণ্ডল

* মথুরাপুর- সি এম জাটুয়া

* ডায়মন্ড হারবার-অভিষেক বন্দ্যোপাধ্যায়

*যাদবপুর- মিমি চক্রবর্তী

*কলকাতা দক্ষিণ- মালা রায়

*কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়

tmc Mamata Banerjee lok sabha 2019 General Election 2019
Advertisment