'ভগবান জগন্নাথ প্রধানমন্ত্রী মোদীর ভক্ত', বিজেপি নেতার শোরগোল ফেলা মন্তব্য। এরপরই বিজেপিকে নিশানা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে লিখেছেন,'মহাপ্রভু শ্রী জগন্নাথ হলেন মহাবিশ্বের প্রভু। মহাপ্রভুকে যে কোনো মানুষের ভক্ত বলা 'ভগবানের অপমান'। এমন মন্তব্যের জেরে কোটি কোটি জগন্নাথ ভক্ত ও ওড়িশাবাসীর বিশ্বাসে আঘাত লেগেছে"। এদিকে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা বিজেপি নেতা সম্বিত পাত্র।
পুরী লোকসভা আসনের বিজেপি প্রার্থী, সম্বিত পাত্র সোমবার মিডিয়াকে দেওয়া এক মন্তব্যে মহাপ্রভু শ্রী জগন্নাথকে প্রধানমন্ত্রী মোদীর ভক্ত বলে উল্লেখ করেছেন। তার এই মন্তব্যের জেরে শোরগোল পড়ে যায়। এরপরই সোমবার গভীর রাতে তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি বলেন, তাঁর এই বক্তব্যের জন্য তিনি আগামী তিনদিন উপবাসে থাকবেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, 'আজ মহাপ্রভু শ্রী জগন্নাথের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে এক বড় ভুল হয়েছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি এর জন্য মহাপ্রভু শ্রী জগন্নাথর কাছে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি এই ভুল সংশোধন করার জন্য আগামী ৩ দিন উপবাসে থাকব। জয় জগন্নাথ। 'যদিও সম্বিত পাত্রের এই বক্তব্যকে কেন্দ্র করেই বিরোধীরা বিজেপিকে নিশানা করেছে। মহাপ্রভু জগন্নাথকে অপমান করছেন বলে অভিযোগ করছেন বিরোধী নেতারা।
পুরো ব্যাপারটা কী?
সোমবার, পুরী লোকসভা আসনের বিজেপি প্রার্থী, সম্বিত পাত্র একটি মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, তিনি মহাপ্রভু শ্রী জগন্নাথকে 'মোদীভক্ত' হিসাবে বর্ণনা করেন। তার এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে উঠে রাজনীতি। বিরোধী নেতারা তার এই এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও সম্বিত পাত্রের মন্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, 'মহাপ্রভু শ্রী জগন্নাথ আমাদের পরিচয়ের সবচেয়ে বড় প্রতীক। রাজ্যের মানুষ এটা মনে রাখবে এবং আমরা এর নিন্দা জানাই'।