চার রাজ্যে আজ চলছে ভোটগণনা। রবিবার রাজস্থান-মধ্যপ্রদেশ-তেলেঙ্গানা-ছত্তিশগড় বিধানসভা ভোট গণনা হলেও মিজোরামে আজ ভোটগণনা হচ্ছে না। উত্তর-পূর্বের রাজ্যে তা হচ্ছে ৪ ডিসেম্বর, সোমবার। বিভিন্ন সংস্থার এক্সিট পোলের সমীক্ষায় দেখা গিয়েছে, চার রাজ্যেই পালাবাদল হতে পারে ৷ আপাতত গণনার যা ট্রেন্ড, তাতে পালাবদলের দিকে রাজস্থান ও তেলঙ্গানা, ছত্তিশগড়েও। বিশাল মার্জিনে বিজেপি এগিয়ে মধ্যপ্রদেশে।
রাজস্থান-সহ চারটি রাজ্যে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত যা ট্রেণ্ড তাতে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিজেপি স্পষ্টতই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। আর বিজেপির এই সাফল্যের পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের প্রতিটি মানুষের রয়েছেন। এখানে তিনি জনসাধারণের কাছে যে সভা এবং আবেদন করেছিলেন তা সকলের হৃদয় ছুঁয়ে গেছে। আমরা বিশ্বাস করি যে আমরা একটি বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেই সরকার গড়ব।
অন্যদিকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, "বিজেপি মধ্যপ্রদেশে ১২৫-১৫০ টি আসন জিতবে একথা আমি আগেই বলেছি। রাজস্থান ও ছত্তিশগড়েও প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিজেপি সরকার গঠন করবে।" কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, "বিজেপি এই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। রাজস্থানের মানুষ বাস্তবকে মেনেই ভোট দিয়েছেন। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও বিজেপি সরকার তৈরি করবে…"। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেছেন, "আমি সবসময় বলেছি যে বিজেপি মধ্যপ্রদেশে শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে… আজকের প্রবণতা তার পক্ষে…"।