Advertisment

Maldives President Mohamed Muizzu: মোদীর জয়ে বুক কাঁপল চিনের! শপথগ্রহণে মুইজ্জু'র অংশগ্রহণ, বিশেষ ইঙ্গিত?

তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসাবে আগামীকালই শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। আগামীকালের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Maldives, Maldives President Mohamed Muizzu, Muizzu to attend PM Modi's oath ceremony, Modi 3.0 government, NDA government, India Maldives ties, India Maldives tensions, PM Modi swearing in ceremony"

তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসাবে আগামীকালই শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। আগামীকালের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর।

Modi's swearing-in ceremony: তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসাবে আগামীকালই শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। আগামীকালের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

Advertisment

গত বছরের ১৭ নভেম্বর দায়িত্ব নেওয়ার পর থেকে এটিই হতে চলেছে প্রেসিডেন্ট মুইজ্জুর প্রথম সরকারী ভারত সফর। মুইজ্জু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ভারতের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাসের নেতারাও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

উত্তেজনা সত্ত্বেও, মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজু রবিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। মুইজ্জু শনিবারই নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। তার সঙ্গে থাকবেন আরও কয়েকজন সরকারি কর্মকর্তা।

তবে, মুইজ্জুর প্রথম ভারত সফরের বিষয়ে মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয় থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। মুইজ্জু বুধবার প্রধানমন্ত্রী মোদীকে ভোটে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেছিলেন যে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে ভারতের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

মুইজু বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে তাদের টানা তৃতীয় নেয়াদে সাফল্যের জন্য অভিনন্দন" ।

আরও পড়ুন : < CWC meet: ‘স্বৈরাচারী শক্তিকে উপযুক্ত জবাব’, ইণ্ডিয়া জোটের ভবিষ্যত কী? বড় আপডেট দিলেন খাড়গে >
ভারত-মালদ্বীপ উত্তেজনা
মুইজ্জুর সফর এমন এক সময়ে আসে যখন রাষ্ট্রপতি মুইজু নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে এবং তিনি অবিলম্বে ভারতকে ১০ মে এর মধ্যে দেশ থেকে তার সামরিক বাহিনীকে প্রত্যাহার করে নিতে বলেছিলেন। মুইজ্জু জানুয়ারিতে বেইজিং সফর করে প্রেসিডেন্ট শি জিনপিং সহ শীর্ষ চীনা নেতাদের সঙ্গে দেখা করেন। তার সরকার চীনা সামরিক বাহিনীর সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তিও সাক্ষর করেছে যার অধীনে পিপলস লিবারেশন আর্মি মালদ্বীপের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা প্রদান করবে।

কে আসছেন প্রধানমন্ত্রী মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে?
আমন্ত্রিতদের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মরিশাসের রাষ্ট্রপ্রধানরা। আগামী ৯ জুন টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী যদিও বিজেপি নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে দলের নেতৃত্বাধীন জোট ৫৪৩ আসনের মধ্যে ২৯৩ টি আসন পেয়েছে।

modi Maldives loksabha election 2024
Advertisment