২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে বিজেপির লোকসভা নির্বাচনী প্রার্থী হিসেবে দাঁড়াতে নিষেধাজ্ঞা জারি করার আবেদন খারিজ করে দিল স্পেশাল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (এনআইএ)। জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছেন এই বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার রয়েছে একমাত্র নির্বাচন কমিশনের।
এএনআই সূত্রে খবর, আদালত জানিয়েছে "এই নির্বাচনে কোনও প্রার্থীকে ভোটে দাঁড়ানো থেকে বিরত করার ক্ষমতা নেই আদালতের। এই সিদ্ধান্ত নেবে নির্বাচনী দফতর। তাই আবেদন খারিজ করা হল"।
আরও পড়ুন, ভয়াবহতার রেশ না মুছতেই ৭২ ঘন্টার মধ্যে ফের বিস্ফোরণ কলম্বোয়
মালেগাঁও বিস্ফোরণে মৃত সৈয়দ আজহারের বাবা সৈয়দ বিলাল আবেদন করেছিলেন তাঁর বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় সাধ্বী প্রজ্ঞাকে যেন নির্বাচনী প্রার্থী না করা হয়। সেই আবেদনের ভিত্তিতে স্পেশাল এনআইএ আদালত এই বিবৃতি দিয়েছে।
আবেদনকারীর আইনজীবী জানিয়েছেন, "তিনি অসুস্থতার কারণ দেখিয়ে শুনানিতে উপস্থিত থাকছেন না, অথচ নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন এবং শেখানে তাঁকে দেখে এতটুকু অসুস্থ বলে মনে হচ্ছে না"।
সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ সমুহকে অবশ্য 'রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত' বলে উড়িয়ে দিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেত্রী নিজে।
Read the full story in English