Advertisment

Mallikarjun Kharge: মোদীর ৪০০ পারের বিরাট দাবি, তুড়ি মেরে উড়িয়ে দিল কংগ্রেস, রাষ্ট্রপতিকে অপমানের বড় অভিযোগ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চূড়ান্ত অপমান করেছে বিজেপি। বোমা ফাটালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress president Mallikarjun Kharge. (Express photo by Anil Sharma)

ইন্ডিয়ান এক্সপ্রেস আইডিয়া এক্সচেঞ্জ প্রোগ্রামে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্য করেছেন। (এক্সপ্রেস ছবি)

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চূড়ান্ত অপমান করেছে বিজেপি। লক্ষ্মীবারেই বোমা ফাটালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

Advertisment

আজ থেকে দেশ জুড়ে শুরু হয়েছে সাত দফায় লোকসভা নির্বাচন। ঠিক তার আগে বিজেপিকে নিশানা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষদের আজও সারা দেশে বৈষম্যের মুখোমুখি হতে হয়।

পাশাপাশি খাড়গে মোদী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তার পূর্বসূরি রাম নাথ কোবিন্দকে "অপমানিত" করার অভিযোগ করেছেন কারণ "তারা তফসিলি জাতি এবং উপজাতি' সম্প্রদায়ের। কেন একথা বলেন কংগ্রেস সভাপতি? এপ্রসঙ্গে তিনি টেনে আনেন অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রসঙ্গ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি বলে মোদী সরকারকে এদিন তুলোধোনা করেন তিনি। একই সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলেও মোদী সরকারের বিরুদ্ধে তিনি তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন।

খড়গে আরও বলেন, 'আজও দেশে এসসি/এসটি সম্প্রদায়ের মানুষকে সব মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না। রাম মন্দির ছাড়ুন, যে কোনও তাদের সঙ্গে একই রমকের আচরণ করা হচ্ছে। মন্দিরে প্রবেশের লড়াই চলছে। এমনও অনেক গ্রামে ছোট ছোট মন্দির আছে যেখানে আজও তাদের যেতে দেওয়া হয় না। তারা শিক্ষা প্রতিষ্ঠানে সকলের সঙ্গে জল পানের সুবিধা পান না। যেখানে তফসিলি জাতি এবং উপজাতি' সম্প্রদায়ের মানুষের প্রতি এত অনাচার সেখানে আপনি আমার কাছ থেকে রাম মন্দিরে যাওয়ার আশা কীভাবে করেন?

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি কথোপকথনে, মল্লিকার্জুন খাড়গেও প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে কংগ্রেস রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে দূরে ছিল। মোদীর আনা এই অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, তফসিলি জাতিদের এখনও অনেক মন্দিরে যেতে দেওয়া হয় না, তাই আমি যদি অযোধ্যায় রাম মন্দিরে যেতাম তবে সেটা তারা কীভাবে মেনে নিত?
অতীতেও কংগ্রেস রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর জন্য বিজেপিকে নিশানা করেছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন যে রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে দলিত এবং আদিবাসীদের অপমান করা হয়েছে। ভারত জোড়ো যাত্রা চলাকালীন এই অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি আরও বলেছিলেন যে 'আদানি, আম্বানি এবং অভিতাভ বচ্চনকে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে মোদী বার্তা দিয়েছেন। যে দেশের জনসংখ্যার ৭৩ শতাংশের কোনও গুরুত্ব নেই তাঁর কাছে'।

খড়গে বলেন, 'মোদী পুরোহিত নন। কেন তিনি রাম মূর্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন। মোদীজি এটা করেছেন শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে। মন্দিরের এক তৃতীয়াংশ এখনও শেষ হয়নি। এটা কি রাজনৈতিক অনুষ্ঠান নাকি ধর্মীয় অনুষ্ঠান? কেন রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দিচ্ছেন? মোদী সরকারের "৪০০ পার" দাবিকে প্রত্যাখ্যান করে খড়গে বলেছেন, 'তৃতীয় মেয়াদে তাঁর স্বপ্ন পূরণ হবে না। কারণ মানুষ পরিবর্তনের জন্য মরিয়া হয়ে উঠেছেন'।

ভয়ঙ্কর যুদ্ধের দামামা- Iran-Israel Crisis: ইরান-ইজরায়েলের মধ্যে চড়ছে পারদ, ভয়ঙ্কর যুদ্ধের সংকেত? বড় ঝুঁকিতে ভারত!

loksabha election 2024
Advertisment