Advertisment

INDIA Alliance Meeting: 'সঠিক সময়েই সঠিক পদক্ষেপ', বিরাট ইঙ্গিত খাড়গের, NDA-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে INDIA জোট

এদিকে গতকাল ইণ্ডিয়া জোটের বৈঠকের পর খাড়গে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 'এখনই সরকার গঠন না, অপেক্ষা করব! এটা মোদির নৈতিক ও রাজনৈতিক পরাজয়। দেশের জনগণের বিজেপি এবং তার ঘৃণার রাজনীতির উপযুক্ত জবাব দিয়েছে'।

author-image
IE Bangla Web Desk
New Update
Breaking news, INDIA ALLIANCE, MALLIKARJUN KHARGE, Lok Sabha Election Result 2024, INDIA Alliance Meeting, Mallikarjun Kharge Reaction After INDIA ALLIANCE,

এদিকে গতকাল ইণ্ডিয়া জোটের বৈঠকের পর খাড়গে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 'এখনই সরকার গঠন না, অপেক্ষা করব! এটা মোদির নৈতিক ও রাজনৈতিক পরাজয়। দেশের জনগণের বিজেপি এবং তার ঘৃণার রাজনীতির উপযুক্ত জবাব দিয়েছে'।

Mallikarjun Kharge Reaction: দেশে গঠিত হতে চলেছে এনডিএ সরকার। মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের কিংমেকারের ভূমিকায় দেখা গিয়েছে চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে।

Advertisment

শর্তে নাস্তানাবুদ মোদী। নির্বাচনের ফলাফল সামনে আসতেই শুরু হয়েছে সরকার গঠনে তোড়জোর। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দলকে এবার ভরসা রাখতে হচ্ছে শরীকদের উপরেই। তৃতীয় বারের মতো নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে আবার সরকার গঠন হতে চলেছে। এখন এনডিএ-তে টিডিপি এবং জেডিইউ-র ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, উভয় দলের নেতারাই গতকালের বৈঠকে বিজেপির সামনে বেশ কিছু শর্ত রেখেছেন।

এদিকে গতকাল ইণ্ডিয়া জোটের বৈঠকের পর খাড়গে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, 'এখনই সরকার গঠন না, অপেক্ষা করব! এটা মোদির নৈতিক ও রাজনৈতিক পরাজয়। দেশের জনগণের বিজেপি এবং তার ঘৃণার রাজনীতির উপযুক্ত জবাব দিয়েছে'।

লোকসভা নির্বাচনের ফলাফলের পরে, দিল্লিতে রাজনৈতিক অস্থিরতা আরঈ তীব্র হচ্ছে। এদিকে, ইণ্ডিয়া জোটের বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে ইন্ডিয়া জোট সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে। তিনি বলেন, "আমরা ঐক্যবদ্ধ হয়ে পূর্ণ শক্তি নিয়ে নির্বাচন লড়েছি। ভোটের ফলাফলা থেকে পরিষ্কার এটা মোদীর নৈতিক ও রাজনৈতিক পরাজয়। আমরা মোদীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। " কংগ্রেসের জাতীয় সভাপতি বলেন, "এই ফলাফল ভারতের সংবিধানকে রক্ষা করা এবং মুদ্রাস্ফীতি, বেকারত্ব, পুঁজিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে আরও জোরদার করবে। ইন্ডিয়া জোট মোদীর নেতৃত্বাধীন বিজেপির ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।"

এদিকে NDA সরকারে একাধিক শর্ত সামনে রেখেছেন নীতীশ কুমার। জেডিইউ সূত্র জানিয়েছে যে নীতীশ কুমার সাংসদের সংখ্যা অনুযায়ী মোদী মন্ত্রিসভায় ৩টি মন্ত্রকের দাবি করেছেন নীতীশ কুমার। যেহেতু তিনি ১২ টি আসন জিতেছেন, তাই তিনি ৪:১ রেশিওতে এনডিএ-তে ৩টি মন্ত্রিত্ব চেয়েছেন। নীতীশের নজরে রয়েছে রেল, অর্থ ও কৃষি মন্ত্রক। নীতীশের মতোই জলসম্পদ, গ্রামোন্নয়ন মন্ত্রক চাইছেন চন্দ্রবাবুও। তালিকায় রয়েছে সড়ক পরিবহণ মন্ত্রকও।

আরও পড়ুন : < Lok Sabha Election News: মোদীর নেতৃত্বে NDA সরকারে কিংমেকার নাইডু-নীতীশ, একাধিক মন্ত্রীত্বের দাবি, চাপে বিজেপি >

নীতিশ কুমারের প্রথম দাবি রাজ্যের জন্য বিশেষ মর্যাদা। তিনি বিহারের জন্য বিশেষ রাজ্যের মর্যাদা চান। লোকসভা নির্বাচনে এনডিএ ২৯৩ আসন জিতেছে। অপরদিকে I.N.D.I.A. জোট জিতেছে ২৩৩ টি আসন পেয়েছে। এনডিএ-তে বিজেপি ২৪০ টি আসন পেয়েছে, যেখানে টিডিপি ১৬ টি আসন এবং জেডিইউ ১২টি আসন জিতেছেন। বর্তমানে সরকার গঠনের জন্য এই দুই দলকে সঙ্গে নিয়েই এগোতে হবে বিজেপিকে। সংসদীয় দলের বৈঠকে দুই নেতাই বিজেপি সমর্থন করলে বেশ কিছু শর্ত সামনে রেখেছেন।

চন্দ্রবাবু নাইডু, যিনি ১৬ টি আসন জয় করে এনডিএতে দ্বিতীয় স্থানে রয়েছে তিনিও বিজেপির সামনে তাঁর শর্তগুলি তুলে ধরেছেন। লোকসভার স্পিকারের পদের সঙ্গে মন্ত্রিত্বও দাবি করেছে টিডিপি। ১৬ জন সাংসদের সমর্থনের ৫টি মন্ত্রক দাবি করেছে নাইডু।

লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের তালিকা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে হস্তান্তর করবেন। এর পরে, ১৮ তম লোকসভা গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সূত্রের খবর, ৮ জুন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। গতকালের এক ঘণ্টার বৈঠকে এনডিএ-র নেতা নির্বাচিত হন মোদী। সূত্রের খবর, ৭ জুন বৈঠক করবেন এনডিএ সাংসদরা। এরপর বিকেল ৫টা থেকে ৭টার মধ্যে তারা রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

NDA Nitish Kumar Mallikarjun Kharge loksabha election 2024 INDIA Alliance
Advertisment