Advertisment

Lok Sabha Polls 2024: খাড়গের কপ্টারে তল্লাশি, 'গণতন্ত্রকে গলা টিপে হত্যা', সরব কংগ্রেস!

কমিশনের নির্দেশেই তল্লাশি চালানো হয়েছে বলেই জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mallikarjun kharge helicopter searched

খাড়গের কপ্টারে তল্লাশি, 'গণতন্ত্রকে গলা টিপে হত্যা', সরব কংগ্রেস!

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হেলিকপ্টারে তল্লাশি, ক্ষিপ্ত কংগ্রেস নেতারা, ভিডিও ভাইরাল, জেনে নিন কেন চালানো হল তল্লাশি!

Advertisment

শনিবার বিহারের সমস্তিপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। কমিশনের নির্দেশেই তল্লাশি চালানো হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও তল্লাশিতে কিছুই মেলেনি।

কংগ্রেস প্রধান খাড়গের কপ্টারে তল্লাশিকে কংগ্রেস 'গণতন্ত্রের হত্যা' বলে উল্লেখ করেছেন। খাড়গের হেলিকপ্টার তল্লাশির ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

স্থানীয় কংগ্রেস নেতারা তল্লাশিতে আপত্তি জানিয়ে এই পদক্ষেপের বিরোধীতা করেন। সভায় ভাষণ দিতে গিয়ে খাড়গে বলেন, এই নির্বাচন দেশের গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর নির্বাচন। কংগ্রেস দেশের সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে সদর এসডিও দিলীপ কুমার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সব রিপোর্ট কমিশনে পাঠানো হয়েছে।

Mallikarjun Kharge
Advertisment