কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে মুসলিম লীগের ছাপ রয়েছে বিজেপির এই অভিযোগকে পালটা নিশানা করেছে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার বিজেপিকে নিশানা করে বলেন, "মোদী মিথ্যার কারখানা" চিরকাল চলবে না।
অসমের বারপেটা জেলায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজ দেশের সব চেয়ে বড় সমস্যা বেকারত্ব । ৬৫ শতাংশ যুবক আজ কর্মহীন। মোদীকে "মিথ্যাবাদীদের সর্দার" বলে অভিহিত করে, খড়গে অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী বছরে ২ কোটি চাকরি দেওয়ার, দেশে কালো টাকা ফিরিয়ে আনা এবং দেশের জন সাধারণের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়ে মিথ্যা বলছেন।
পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশের মুদ্রাস্ফীতি, বেকারত্বকে নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি সরকারি দফতরে ৩০ লক্ষ শূন্য পদ পূরণ করা হবে'। খাড়গে এদিন আদানিকে নিশানা করে বলেন, “প্রধানমন্ত্রী মোদী তার কয়েকজন 'ধনী বন্ধুর' ১৬ লাখ কোটি টাকার ঋণ মকুব করেছেন। কিন্তু আমরা কখনই বিজেপি এবং আরএসএসের মতো দেশকে লুটপাট ও ধর্মের ভিত্তিতে দেশকে বিভাজন হতে দেব না।”গুয়াহাটির জনসভা থেকে খড়গে আমেঠি এবং রায়বরেলির জন্য দলীয় প্রার্থীদের তালিকা খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।