Advertisment

Lok Sabha election 2019: 'তৃণমূলের টাকা চুরি করেছে গদ্দাররা'

"দাঙ্গাবাজ, আগুন জ্বালানো দলকে ভোট দেবেন না আপনারা। বাচ্চারা ভুল করলে শুধরে নেওয়ার সুযোগ দিতে হয়। বুড়োরা ভুল করলে গণতন্ত্রে তার জবাব দিন ভোট না দিয়ে"

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019, mamata, লোকসভা নির্বাচন ২০১৯, মমতা

West Bengal Lok Sabha Election 2019: মমতা বন্দ্যোপাধ্যায়।

সাত দফার ১৭ তম সাধারণ নির্বাচন শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। ইতিমধ্যে দু'দফার নির্বাচন হয়ে গেলেও এ রাজ্যে বাকি রয়েছে এখনও ৩৭টি আসনের ভোট গ্রহণ। তবে দফা যত কমছে, নির্বাচনের উত্তাপ যেন ততই বাড়ছে। রবিবার দুপুরে গয়েশপুর লোকসভা কেন্দ্রে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীলঙ্কার বিস্ফোরণে নিহতদের উদ্দেশে শোক জ্ঞাপন করে এদিন বক্তৃতা শুরু করেন তৃণমূল সুপ্রিমো। ভাষণের প্রথম অংশে বিগত কয়েক বছরে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন মমতা। আর এরপরই তাঁর প্রধান প্রতিপক্ষ মোদীকে নিশানা করেন মমতা। উল্লেখযোগ্যভাবে এদিন তৃণমূল ছেড়ে চলে যাওয়া 'গদ্দার'দেরও আক্রমণ করেছেন দলনেত্রী।

Advertisment

এক নজরে দেখে নেওয়া যাক, এদিন কী বললেন মমতা

*মুকুল রায় এবং সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং-এর উদ্দেশে নাম না করে মমতা বলেন, "আমরা আমাদের দলে গদ্দারকে রাখি না। তৃণমূলের টাকা চুরি করেছে এইসব গদ্দাররা। আমার চুরি করার প্রয়োজন পড়ে না। সরকারের থেকে ১ লক্ষ টাকা মাইনে নিতে পারতাম আমি, একটা টাকাও নিইনি। বই আর গান লিখে, গানে সুর দিয়ে যা টাকা পাই, সেটাই আমার রোজগার।

*"বঙ্গে বিজেপি অনেকটা বসন্তের কোকিলের মতো, ভোটের আগে উদয় হয়। পাঁচ বছর ধরে 'মন কি বাত'-এ শুধু মিথ্যে ভাষণ দিয়েছেন মোদী। পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর শুধু বিদেশে ঘুরে বেড়িয়েছেন। পাঁচ বছরে ২ কোটি করে মোট ১০ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নোটবন্দির সময় ২ কোটি মানুষের চাকরি কেড়েছেন। গরীব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন বলে একটা পয়সাও ঢালেননি"। জনতার উদ্দেশে স্লোগান তুললেন 'আর নেই দরকার, মমতার পচা সরকার'।

আরও পড়ুন, ‘১৪ তে শুধু মোদী ছিল, এবার কাজও আছে’

*বিজেপির প্রতি মমতার বার্তা , "আগে দিল্লি সামলা, তারপর সামলাস বাংলা"। "দেশের দলিত, আদিবাসী, সংখ্যালঘু, সাংবাদিকদের অনেক কষ্ট দিয়েছে বিজেপি। নতুন এক ধর্ম গড়েছে, এর সঙ্গে আসল হিন্দু ধর্মের কোনও সম্পর্ক নেই"। "দাঙ্গাবাজ, আগুন জ্বালানো দলকে ভোট দেবেন না আপনারা। বাচ্চারা ভুল করলে শুধরে নেওয়ার সুযোগ দিতে হয়। বুড়োরা ভুল করলে গণতন্ত্রে তার জবাব দিন ভোট না দিয়ে"।

"মা দুর্গার হাতেই অস্ত্র শোভা পায়, অশুভ শক্তি বিনাসের জন্য। কিন্তু মোদীর দলের কমরেডদের হাতে গদা কেন?"

"কারোও কথায় বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন অঙ্কে। হিসেব বলছে বিজেপি, কংগ্রেস কেউ ক্ষমতায় আসবে না। আমাদের ইউনাইটেড ইন্ডিয়া নতুন সরকার তৈরি করবে"।

election commission General Election 2019
Advertisment